নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!
দেখেন ওরা হাসপাতালে আ*গুন দিয়ে তিন জন মে*রে ফেললো।
পুলিশ মে*রে ঝু*লিয়ে দিল।
ছাদ থেকে ফেলে খুচিয়ে খুচিয়ে মা*রলো।
ব্যবসায়ী কে মে*রে ফেললো পুলিশ ভেবে।
এগুলো নিয়ে ওরা কাঁদে না। ওদের সিলেক্টিভ মানবতা নিয়ে কথা বললে ওরা আমাদের বিবেকহীন বলে। আপনার বিবেক আর মানবতা যদি বাছাইকৃত ভাবে কাজ করে তবে দয়া করে আমার বিবেক নিয়ে প্রশ্ন তুলবেন না।
২| ০২ রা আগস্ট, ২০২৪ রাত ৯:৩১
কামাল১৮ বলেছেন: খুবই সুন্দর বলেছেন।এই আন্দোলনে জামাত শিবির যে নিশংসতা করেছে তা ভাষায় প্রকাশ করা যায় না।
©somewhere in net ltd.
১| ০২ রা আগস্ট, ২০২৪ দুপুর ১:২২
রানার ব্লগ বলেছেন: এটাই রাজনিতী আর এখানেই সাধারন জনগন বিভ্রান্ত হয়ে আছে৷ যারা এই কাজ করছে এরা যুগ যুগ ধরে এমনটাই করে আসছে ৭১ এ করেছে ধর্মের দোহাই দিয়ে পরবর্তি সময়েও একই দোহাই দিয়ে চালাচ্ছিলো কিন্তু সাধারন মানুষ যখন আর! এই সব সস্তা বুলি খাচ্ছিলো না তখন পরগাছার মতো ছাত্র ও জনতার যৌক্তিক দাবী কে পূজি করে রাষ্ট্রযন্ত্র ও ছাত্রজনতা কে মুখমুখি দাড় করিয়ে দিলো। ব্যাস কেল্লা ফতে। এখন তারা বসে বসে তামাশা দেখে। এর দায় রাষ্ট্রের ও আছে। তারা এই চিহ্নিত গোষ্ঠি কে সঠিক সময়ে ঘাড় চেপে ধরে পেছনে লাথী মেরে দেশ ছাড়া করতে পারেন নাই। এর ফল আমরা এখন পাচ্ছি এবং ভুগছি।