নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!
সন্ধ্যা সোয়া ৭টার দিকে আমাদের ওপরে অতর্কিত হামলা হয়। আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছিলাম। হঠাৎ আমাদের ঘিরে ধরে বেধড়ক পেটানো হয়।’ গুরুতর আহত হয়েছেন, এমন অভিযোগ করে কান্নাজড়িত কণ্ঠে রোকেয়া প্রাচী বলেন, ‘যারা পিটিয়েছে তারা আমাকে টার্গেট করে এসেছে। প্রত্যেককে আমার শিক্ষিত মনে হয়েছে। তারা খুব শুদ্ধ ভাষায় কথা বলেছে। তাদের কথাবার্তা শুনেই বুঝেছি তারা দুষ্কৃতকারী নন।
ওয়েলকাম টু আফগানিস্তান। যারা পরিবর্তন জোয়ারে ভেসে যাচ্ছে দুইদিন পর তাদের কান্না দেখে একটুও কষ্ট লাগবে না।
আহা বৈষম্য বিরোধী! জনগন দেখুক কারা বেশী সহনশীল!
সোর্স ফেসবুক থেকে, বাকী সব জায়গায় বাতাবী লেবুর চাষ হচ্ছে।
কালের কন্ঠ
২| ১৪ ই আগস্ট, ২০২৪ রাত ৯:১৫
ঘুম ভাঙ্গা শহরে বলেছেন: সবে তো শুরু। ছাত্রদের ভেতরে ঘাপটি মেরে বসে থাকা মৌলবাদীদের টার্গেট নারী শিল্পী ও ভাষ্কর্য।
৩| ১৪ ই আগস্ট, ২০২৪ রাত ৯:২৩
নয়া পাঠক বলেছেন: আহা খুব কষ্ট পাইলাম। যখন পুলিশ আর সন্ত্রাসলীগ সাধারণ ছাত্রদের উপর গুলি বর্ষন করে হত্যা করেছে তখন কোথায় ছিল মানবিকতা, কোথায় ছিল এই হঠকারিতা।
যাক আজ নতুন একটা বিষয় জানলাম, আওয়ামীলীগ অনেক সহনশীল। এজন্যই তারা সাধারণ জনগণের অত্যাচার-অবিচার সয়ে দীর্ঘ ১৭ ব্ছর দেশের ক্ষমতায় টিকে থাকতে পেরেছে। ওহ বিনোদনের শেষ নেই। সাবাশ বাংগালী, আওয়ামীলীগেরও তাহলে কষ্ট লাগে, তারাও ব্যাথা পায় ?!
৪| ১৪ ই আগস্ট, ২০২৪ রাত ৯:২৫
মেঠোপথ২৩ বলেছেন: হামলা করা একেবারেই ঠিক হয়নি। তবে স্বৈরাচারের দোসর এই মহিলা ১৫ই অগাস্টকে কেন্দ্র করে একটা গন্ডগোল পাকানোর ধান্দায় উস্কানিমুলক বক্তব্য দিচ্ছিলেন। তাই হামলাকারী ও রোকেয়া প্রাচী দুই পক্ষেরই বিচার হওয়া দরকার।
৫| ১৪ ই আগস্ট, ২০২৪ রাত ৯:৩৬
মহাজাগতিক চিন্তা বলেছেন: কোকেয়া প্রাচী একা মার খায় কেন? সুমন ও মমতাজ কোথায়?
৬| ১৪ ই আগস্ট, ২০২৪ রাত ৯:৪৩
করুণাধারা বলেছেন: ইউটিউবে একটা ভিডিও দেখছিলাম, রোকেয়া প্রাচী জ্বালাময়ী বক্তৃতা দিচ্ছিল। ১৫ ই আগস্টে সে শেখ মুজিবের পোড়াবাড়িতে যাবেই যাবে, সাথে আরো লোকজন নিয়ে যাবে!! আহা যা এখন দেখি কেমন যেতে পারিস!
ঠ্যাং দুটো ভেঙে দিয়েছে তো ভালো করে?
৭| ১৪ ই আগস্ট, ২০২৪ রাত ৯:৪৩
তানভির জুমার বলেছেন: গত ১৬ বছর এই রোকেয়া প্রাচী কোথায় ছিল? ছাত্রদের গণহত্যার সময় প্রাচী বুবু কোথায় ছিল। এই মহিলা তো আওয়ামীলিগের পা চাটা গোলাম। আওয়ামীলিগ নামক সন্ত্রাসী দলটি ক্ষমতায় নাই। এখন তো আর হালুয়া রুটির ভাগ পাবে না, তাই একটু কান্নাকাটি। গত ১৫ বছর এই প্রাচীরাই দেশটাকে নরক বানিয়েছে।
৮| ১৪ ই আগস্ট, ২০২৪ রাত ১০:০৬
মেঠোপথ২৩ বলেছেন: করুনাধারা আপু,
শমী কায়সার , রোকেয়া প্রাচীদের কান্না পায় বিটিভি ভাংচুরে , মুর্তি ভাংচুরে!! উনার সন্তানের বয়সী বাচ্চাদের রক্তে ভেসে যাওয়া রাজপথ দেখে উনাদের কোন অনুভুতি হয় না !! জিনিষের প্রতি অনুভুতি সম্পন্ন এই সব যন্ত্রদানবদের যাদুঘরে নিয়ে রাখা দরকার।
৯| ১৪ ই আগস্ট, ২০২৪ রাত ১০:১২
আঁধারের যুবরাজ বলেছেন: বিনাবিচারে কারো উপরে আক্রমণ অন্যায়। যতই ক্ষোভ থাক , কাজটি ভালো হয়নি।
১০| ১৪ ই আগস্ট, ২০২৪ রাত ১০:১৩
OndhokarBD বলেছেন: আমাদের চরিত্রটাই এমন, আমরা নিজেরাই এক একটা স্বৈরাচার।
১১| ১৪ ই আগস্ট, ২০২৪ রাত ১০:১৯
করুণাধারা বলেছেন: @আঁধারের যুবরাজ, সমাজে যখন শান্তি, সাম্য আর আইনের শাসন থাকে, তখন এইসব বিচার আচারের কথা ভাবা যায়। পুলিশ যখন নির্বিচারে গুলি চালায় তখন বিচার কোথায় যায়?
রোকিয়া প্রাচী ১৫ ই আগস্টে একটা গোলমাল বাধানোর প্ল্যান করছিল। আপনার কি মনে হয়, ওকে কিভাবে বিরত রাখা যেত এই গোলমাল পাকানো থেকে?
১২| ১৪ ই আগস্ট, ২০২৪ রাত ১০:২৯
পুরানমানব বলেছেন: মহাজাগতিক চিন্তা বলেছেন: কোকেয়া প্রাচী একা মার খায় কেন? সুমন ও মমতাজ কোথায়?
আপনিতো জনাব হাসাইলেন।
আমার বড় ইচ্ছা হয় সুমনের মাথায় হাতে থুথু লইয়া এক খানা চাটি মারিতে, তবে না মারাই উত্তম।
রোকেয়া প্রাচী হইতেছে টাটকা শয়তান, এদেরকে এখন সাশন করা সামাজিক দায়িত্ব, কাজের সময় আসে নাই, অকাজ লইয়া বসে আছে।
১৩| ১৪ ই আগস্ট, ২০২৪ রাত ১০:৩১
আঁধারের যুবরাজ বলেছেন: @করুণাধারা বলেছেন: ওকে কিভাবে বিরত রাখা যেত এই গোলমাল পাকানো থেকে?
পুলিশ কাজে ফিরেছে ,আর্মি নানা জায়গায় নিয়মিত টহল দিচ্ছে। মানুষ নিজ হাতে আইন তুলে নিলে সেটা বিপর্যয় নিয়ে আসবে। এই মহিলা এমন কোনো বড় নেতা না যে চাইলেই উনি গোলমাল করতে পারবেন বা তাকে মারধর করতে হবে, ধন্যবাদ।
১৪| ১৪ ই আগস্ট, ২০২৪ রাত ১০:৫২
মেঠোপথ২৩ বলেছেন: স্বৈরাচারের দোসরদের এইভাবে মারপিঠ করা একেবারেই ভুল হয়েছে। আইন উপদেষ্টা আসিফ নজ্রুলের উচিত এই হামলাকারিদের চিহ্নিত করে আটক করা এবং সেই সাথে রোকেয়া প্রাচি এই সময়ে কেন উস্কানিমুলক বক্তব্য দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করতে চাইছে তার জবাবদিহিতার ব্যবস্থা করা।
বিগত ১৫ বছরে রোকেয়া প্রাচি , শমী কায়সার, আসাদুজ্জামান নুর , তারানা হালিম সহ সকল বিতর্কিত মিডিয়া সেলিব্রিটিদের হালুয়া রুটি ধান্দার ইতিহাস উন্মোচন হওয়া প্রয়োজন।
১৫| ১৪ ই আগস্ট, ২০২৪ রাত ১০:৫৬
জুল ভার্ন বলেছেন: আপনারা ৫০ বছরের পুরাতন কবরে মোমবাতি জ্বালান আর সদ্য শহিদ হওয়া শিক্ষার্থীদের মৃত্যুতে নিশ্চুপ থাকেন।
জ্বি আপনিই খুনী-গণহত্যাকারির দোসর।
১৬| ১৪ ই আগস্ট, ২০২৪ রাত ১০:৫৯
এক্সম্যান বলেছেন: তার উপর সত্যিই হামলা হয়ে থাকলে তার নিন্দা জানাই, মনে রাখতে হবে ছাত্র-জনতা ওদের মত সন্ত্রাসী নয়। ছাত্র-জনতাকে পাখির মত গুলি করে হত্যার ঘটনায় কোনো কথা না বলায় ধিক্কার জানাই রোকেয়া প্রাচী গং কে। চ্যালেন্জ করে ৩২ নম্বরে আসা প্রমান করে নিশ্চই তার কোনো খারাপ মতলব ছিল।
১৭| ১৪ ই আগস্ট, ২০২৪ রাত ১১:১৬
আ. স. ম. জিয়াউদ্দিন বলেছেন: আসিফ নজরুল তার প্রাক্তন স্ত্রীকে পিটিয়ে তার স্বৈরাচারী ইনিংশ শুরু করলো। একটা অবৈধ - অনির্বাচিত সরকারের টিকে থাকার জন্যে লাঠিয়াল বাহিনীর ব্যবহার খুবই জরুরী। ছাত্রনামধারী লাঠিয়াল বাহিনী আইউব খানের এনএসএফ এর ভুমিকায় নেমেছে।
একজন মৃত মানুষকে এদের এতো ভয়!
১৮| ১৪ ই আগস্ট, ২০২৪ রাত ১১:১৬
আ. স. ম. জিয়াউদ্দিন বলেছেন: আসিফ নজরুল তার প্রাক্তন স্ত্রীকে পিটিয়ে তার স্বৈরাচারী ইনিংশ শুরু করলো। একটা অবৈধ - অনির্বাচিত সরকারের টিকে থাকার জন্যে লাঠিয়াল বাহিনীর ব্যবহার খুবই জরুরী। ছাত্রনামধারী লাঠিয়াল বাহিনী আইউব খানের এনএসএফ এর ভুমিকায় নেমেছে।
একজন মৃত মানুষকে এদের এতো ভয়!
১৯| ১৪ ই আগস্ট, ২০২৪ রাত ১১:২১
শেরজা তপন বলেছেন: জুল ভার্ন ভাইকে মন্তব্যের ঘরে দেখে ভাল লাগল- নিয়মিত ফের ফিরে আসুন ব্লগে।
রোকেয়াপ্রাচীর সাথে তো আসিফ নজরুলের একটা পুরনো দেনা পাওনা আছে নাকি? সে সেই ক্ষোভে একটা ধাক্কা দিতে চাচ্ছিল।
এই চান্সে নেতা হয়ে গেলেন- মিডিয়ার বেশ নজর কাড়লেন উনি।
কোন সন্ত্রাস আমাদের কাম্য নয়- তবে সব সময় সোজা আঙ্গুলে যে ঘি ওঠে না ভাই। এখন সময় খারাপ, কে কোন দিক দিয়ে আগুন জ্বালায় দেয় ঠিক তো নাই।
২০| ১৪ ই আগস্ট, ২০২৪ রাত ১১:৩৩
নতুন বলেছেন: এই হামলা যে আয়ামীপন্হিরা করেনাই তার প্রমান কি আছে?
তারা বর্তমানে ইসু চায়, তারজন্য সব কিছুই করতে পারে তারা।
ভিডিও থাকলে তাদের গ্রেপ্তার করলেই বের হবে কারা করেছে । এবং তাদের সাজা হতে হবে।
২১| ১৫ ই আগস্ট, ২০২৪ সকাল ৯:৩৩
খাঁজা বাবা বলেছেন: এই সব দালাল দের কঠোত সাস্তি দিতে হবে
২২| ১৫ ই আগস্ট, ২০২৪ সকাল ৯:৪৫
ধুলো মেঘ বলেছেন: যার ফেসবুক আইডি - এইটা তো একটা মাদারবোর্ড। এই আইডি থেকে সে একের পর এক সংখ্যালঘু নির্যাতনের কল্পকাহিনী প্রচার করে চলেছে - যেগুলো বাস্তবে কোনটাই ভেরিফাই করা যায়নি।
২৩| ১৫ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:০৬
রাােসল বলেছেন: আমাদের দেশে প্রচলন আছে যখন গৃহস্থ বোঝতে পারে যে, ঘরে ডাকাত এসেছে এবং প্রতিবেশীরা সজাগ হয়ে যায়, তখন ডাকাতরাও চিৎকার শুরু করে " ডাকাত এসেছে ডাকাত এসেছে " ।
২৪| ১৫ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:১৯
সৈয়দ মশিউর রহমান বলেছেন: বিগত ১৫ বছরে রোকেয়া প্রাচি , শমী কায়সার, আসাদুজ্জামান নুর , তারানা হালিম সহ সকল বিতর্কিত মিডিয়া সেলিব্রিটিদের হালুয়া রুটি ধান্দার ইতিহাস উন্মোচন হওয়া প্রয়োজন। এরা এখন কার এজন্ডা পালন করতে চায়?
©somewhere in net ltd.
১| ১৪ ই আগস্ট, ২০২৪ রাত ৯:০৮
কামাল১৮ বলেছেন: সে ১৫ই আগস্ট শেখ মুজিবের বাড়ী যাওয়ার দুঃসাহস দেখিয়েছ।স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন,বেশি বাড়াবাড়ি করলে ঠেং ভেঙ্গে দেবে।এতো কেবল শুরু।