নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ › বিস্তারিত পোস্টঃ

নিপুন রায় বিএনপি নেত্রী।

১৭ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:০৭


কেরানীগঞ্জে আওয়ামী লীগ নেতা ও ওয়ার্ড মেম্বারকে এভাবেই অপমান অপদস্ত করেন বিএনপি নেত্রী।
আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে এটা একটা কেন্দ্রীয় নেত্রীর কাজ।
একই সাথে তিনি তাকে মারধোর করে জোর করে মুচলেখা নেন জীবনে আওয়ামী লীগ না করার। তারপর মাথায় কালি মেখে লোকসম্মুখে কানে ধরে উঠবস করিয়ে জুতাপেটা করে এলাকায় ঘুরান। এই মুহূর্তে ওই লোকটা বেঁচে আছে কি না জানিনা। তবে ভাইরাল এই ভিডিও টি অনেকেই হয়তো দেখেছেন।
প্রশ্ন হলো, এই নিপুণ রায় কিসের অধিকারে তাকে শাস্তি দিলেন?

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:২৭

সাহাদাত উদরাজী বলেছেন: এটা ভাল কাজ হয় নাই, তবে এদের অত্যাচারে মানুষের মুখের হাসি চলে গিয়েছিল, আপনি না দেখলেও আমরা দেখেছি! যে পরিবার গুম খুনের স্বীকার হয়েছে একবার সেই পরিবারের কাছে যান।

২| ১৭ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৫৮

রানার ব্লগ বলেছেন: উনি এবং ওনার শশুর দুই জনি সুজুগবাদি দলের লোক !!!

৩| ১৭ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:০৯

গোবিন্দলগোবেচারা বলেছেন: পু*কি মনে হয় কাউয়া কাদেরকে দিয়ে মারায়ে জীবিকা নির্বাহ করতেন, কাউয়া পলাতক, দল ক্ষমতায় নাই, কামাই রোজগার নাই কয়দিন ধরে, এজন্য ব্রেন আউলাইয়া গেছে, ব্লগে আসে ডায়রিয়া মারতাছেন।

১৭ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:২২

আহসানের ব্লগ বলেছেন: তা ভচ আপনার টা নিশ্চয়ই খাম্বা ঠ্রেকের কাছে ঠিকা দেওয়া।

৪| ১৭ ই আগস্ট, ২০২৪ রাত ১১:০০

কামাল১৮ বলেছেন: অতি উৎসাহে অনেক কিছু করবে।সাময়িক।তবে ইতিহাস হয়ে থাকবে।

৫| ১৭ ই আগস্ট, ২০২৪ রাত ১১:০৮

এক্সম্যান বলেছেন: ১৫ বছর থেকে এগুলো দেখতে দেখতে অভ্যাস্ত হয়ে গেছি ভাই। আগে ওরা করত, এখন এরা করে, এটাই তফাৎ।

আচ্ছা পুলিশের এপিসির উপর থাকা মৃতপ্রায় ইয়ামিনকে ফেলে দেয়ার ভিডিওটা দেখেছিলেন? ছেলেটাকে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করলে হয়ত বাচানো যেত, অপরাধী হলেও মানুষকে রক্ষা করাইতো পুলিশের কাজ, তাইনা? ভিডিওটা না দেখে থাকলে একবার দেখে আপনার অনুভুতি জানায়েন।

৬| ১৭ ই আগস্ট, ২০২৪ রাত ১১:২৬

আরেফিন৩৩৬ বলেছেন: আপনাকে কোথায় পাওয়া যাবে? না মানে কেনো শাস্তি দিয়েছে বলে আসতাম।

৭| ১৮ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:৪৮

রাজীব নুর বলেছেন: আওয়ামীলীগ আর বিএনপি দুটার মানসিকতাই একই রকম। এই দুই দল দেশের জন্ন্য ক্ষতিকর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.