নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ › বিস্তারিত পোস্টঃ

আপনাকে অন্ধকারে স্বাগতম।

০২ রা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:৫২

বিগত ১৬বছরে পাকিস্তানের গড় জিডিপি বেড়েছিল ১.৫গুন, ভারতের ২.৭৫গুন আর বাংলাদেশের ৪.৫০গুন!
ও আচ্ছা জিডিপির উন্নয়ন আসল উন্নয়ন না,
মেগা প্রজেক্ট করলেই আসল উন্নয়ন না,
রাস্তা ঘাট করলেই আসল উন্নয়ন না।

আচ্ছা আসল উন্নয়ন টা কি? ১৬ বছর আগে ভাতের মাড়টা না ফেলা জাতি অনেকদিন অন্ধকার দেখে নাই।
আপনাকে অন্ধকারে স্বাগতম।

মন্তব্য ২৪ টি রেটিং +১/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০২ রা সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:০৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
উন্নয়ন কাকে বলে !

২| ০২ রা সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:৪৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: এই যে উন্নয়ন।

০২ রা সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:২৬

আহসানের ব্লগ বলেছেন: একটু কয়েকশ পুলিশ আর ১৩০ জন লীগ কমী মারলেন সেইটাও শেয়ার দিন প্লিজ। মিডিয়ায় তো বাতাবী লেবুর ফলন সেরম চলতেসে।

৩| ০২ রা সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:৫৪

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: এখনো যারা চামচামী করছে এরা মানুষ বলে গণ্য হতে পারেনা।

০২ রা সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:২৫

আহসানের ব্লগ বলেছেন: চালের বস্তা প্রতি ২০০ থেকে ৪০০ । তারপরেও চাটতেসেন সমন্বয়কদের ? ব্রাভো।

৪| ০২ রা সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:২৯

কিরকুট বলেছেন: জিডিপি ধুইয়া পানি খামু ?

আগে আখের গুছাই নেই । এর জন্য যতো লাগে ব্যবস্থা করমু। কি লাগে তা কইলাম না ।

৫| ০২ রা সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:৩৬

নতুন বলেছেন: আফসোসলীগ তারাই যাদের জিডিপি প্রতিমাসে ব্যাংকে আসতো। এখন বন্ধ হয়ে যাবার ফলে আফসোস করবে।

বড় বড় প্রজেক্টে বড় বড় ধান্দা। তাই সেটার পেছনে সরকারের চেস্টা বেশি।

মানুষের আয়ের ব্যবস্থা করেছে? বেকারত্ব কমানোর চেস্টা করেছে? পথ শিশু, ভিক্ষুক কমানোর ব্যবস্থা করেছে?

মুজিব বর্ষের আয়োজন ছিলো দেখার মতন, কিন্তু রাস্তার ঐ আয়োজনের পাশে পথশিশু ফুল বিক্রি করছিলো, সেটা অবশ্যই বঙ্গবন্ধুর বাংলাদেশ ছিলো না।

জনগন যদি বিএনপি আয়ামীলীগ জামাত বাদ দিয়ে নতুন দলকে ভোট দিয়ে ক্ষমতায় পাঠায় তবে পরিবর্তন শুরু হবে।

ভারতে যেমন আম আদমি পার্টি এসেছিলো আমাদেরও নতুন দলকে ক্ষমতায় আনতে হবে।

০২ রা সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:২৩

আহসানের ব্লগ বলেছেন: আপনারা বেকারত্ব কমানোর চেষ্টা এমন ই করেছেন যে কল কারখানায় নিরাপত্তা না দিয়ে সব জ্বালিয়ে পুড়িয়ে দিলেন। আর আম আদমি পার্টি একটা রাজ্যে এসেছিল সমগ্র ভারতের ক্ষমতা ওদের হাতে নাই।

৬| ০২ রা সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:২৯

নতুন বলেছেন: লেখক বলেছেন: আপনারা বেকারত্ব কমানোর চেষ্টা এমন ই করেছেন যে কল কারখানায় নিরাপত্তা না দিয়ে সব জ্বালিয়ে পুড়িয়ে দিলেন। আর আম আদমি পার্টি একটা রাজ্যে এসেছিল সমগ্র ভারতের ক্ষমতা ওদের হাতে নাই।

জালাও পোড়াও কার করলে লাভ বেশি?

ড;ইউনুসের না কি শেখ হাসিনার?

আফসোসলীগ দেশকে যতটা সম্ভব অশান্ত করতে চেস্টা করবে। জালাও পোড়াও শেখ হাসিনার চেলাদের কাজ।

আম আদমির কথা বলেছি নতুন পরিবর্তনের প্রতিক হিসেবে।

আপনি যদি মনে করেন শেখ হাসিনার আরো ৫০০-১০০০ মানুষ হত্যা করে এই আন্দোলন থামিয়া দিওয়া উচিত ছিলো তবে আর কিছুই বলার নাই। :|

০২ রা সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:০০

আহসানের ব্লগ বলেছেন: তো পাহারা দিলেন না কেন? জানেন গাজী গ্রপে হামলা হবে। ৫ তারিখে একটা পোড়াইলেন। উদোর পিন্ডি বুদোর ঘাড়ে আর কত চাপাইবেন? শেখ হাসিনা ছাত্র মেরে শেখ হাসিনার লাভ কি? লাশ পড়লে সরকারের কি লাভ? লাভ হইসে জামাত বিম্পির।

৭| ০২ রা সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:০৩

নতুন বলেছেন: সমস্যা নাই আপনি ৫০০-৭০০ লাশে যদি খুশি থাকেন তো ভালো।

আপনার নেত্রী ভুল করছে আরো কয়েক হাজার ফেলে দিলে এখনো ক্ষমতায় থাকতে পারতো।

সেই বুদ্ধিটা আপনি তাকে দিলে আজ এই কস্ট তাকে করতে হতো না।

৮| ০২ রা সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:৩০

জ্যাকেল বলেছেন: ১৬ বছরে ঋণ কয়গুণ বেড়েছে বলেন তো দাদআ?

আর পাচার হয়েছে জানি কত গুণ?

০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:১০

আহসানের ব্লগ বলেছেন: আপনেরা একটা ভালো রিজার্ভ পাইছেন। উপদেষ্টা সালেহউদ্দিন স্বীকার করেছেন বিদেশী ঋন পরিশোধ করার সক্ষমতা বাংলাদেশের আছে। জিডিপি টু ফরেইন লোন রেশিও হচ্ছে ১৫.৫ শতাংশ। এটা খুবই কম। এটাও আমি বলি নাই সালেহউদ্দিন গত ১৪ আগষ্ট এক বৈঠকে এই তথ্য দিয়েছেন। তিনি এও বলেছেন অর্থনীতি খারাপ অবস্থায় নেই। তবে গতি কমেছে। সেটাও স্বাভাবিক। পুরো দেশ একটা অস্বাভাবিক অবস্থার মধ্য দিয়ে গেছে। এখন তাদের নিশ্চিত করতে হবে অর্থনীতি যাতে গতি পায়। এইটুকুই তাদের কাজ। এই কাজ করতে ব্যার্থ হলে স্বভাবতই শুরু হবে ব্লেম গেম খেলা।

৯| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ রাত ৩:০৯

কামাল১৮ বলেছেন: গার্মেন্টসের ব্যবসা ভারতের হাতে চলে যাচ্ছে।ক্রেতাও আসছেনা অর্ডারও কম আসছে।এর প্রভাব পরবে কিছুদিন পরে।বিদ্যুৎ উৎপাদন ত্রুত কমে যাবে বিকল্প ব্যবস্থা না করলে।মেধাবিদের দ্রুত কাজে লাগাতে হবে।

১০| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:৫৫

রায়হান চৌঃ বলেছেন:

আমি খুব একটা বুঝিন।
এখানে ৪ টা দেশের জিডিপি উল্লেখ করা আছে। চা দোকান, বাঁশ তলা, খালের পাড়ের নেতা দের একটু বিশ্লেশন করে দিতে বলেন... প্লিজ।

১১| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:৪৪

ধুলো মেঘ বলেছেন: আপনার পোফাইফে একটা ভাদাইম্যার ছবি দেখে আপনাকে চিনে গিয়েছি। ল্যাঞ্জা ইজ ডিফিকাল্ট টু হাইড।

০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:১১

আহসানের ব্লগ বলেছেন: আপনার বাপরে কথা বলতেসেন?

১২| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:২৭

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:



১০০ বিলিয়ন ডলার ঋণ করে বিদেশ হতে ব্রিজ কালভাট বিল্ডিং ক্রয় করাটা উন্নয়ন না। এই ব্রিজ ব্রিজ কালভাট বানানোর ক্ষমতা অর্জন করাটা উন্নয়ন। দেশের মানুষ মাছের পরিবর্তে কাটা কিনে খায়, সেটা অবশ্য আপনার দেখার কথা না। কারন আপনি তো পা চেটে দালালির অঢেল টাকা উপরজন করছেন।

০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:১৫

আহসানের ব্লগ বলেছেন: এখন কারটা চাটেন? প্রোকৌশলী, সরকারী টেন্ডারে ৪-৫ কোটি টাকা তো বাগিয়েছেন মিনিমাম। আর এতোদিন সুযোগ না পেলে সচিবালয়ে যান ওখানে সমন্বয়ক সার্ভিস আছে, অনেক টাকা কামাতে পারবেন। নাহিদ দের চাটা বন্ধ করেন।

১৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:৪৮

আঁধারের যুবরাজ বলেছেন: " তাল গাছ " আওয়ামীলীগের।

১৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:৫৩

ইমরান৯২ বলেছেন: আর কত চুষবেন ?
চুষতে চুষতে আম্মার কিছুই তো রাখে নাই , আম্মা শেষমেশ আপনাদের ফেলেই চলে গেল ।

০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:০৯

আহসানের ব্লগ বলেছেন: আপনে নাহিদ আর সারজিসদের চুষা বন্ধ করুন।

১৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:২৬

ধুলো মেঘ বলেছেন: এই অকর্মণ্য অপদার্থ কঞ্জুসটা যদি আমার বাপও হইতো, তাইলে আমি এরে ত্যাজ্য করতাম। এই লোক কারো বাপ হবার যোগ্য না।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:১৭

আহসানের ব্লগ বলেছেন: তুই কারো পুত্র হওয়ার যোগ্য নাকি সেইটা দেখ বেটা। পাপিস্তান ভিসা ফ্রী করেছে, সেইখানে যা। এখানে গ্যাজাইস না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.