নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ কখনোই গ্যাস দেয় নাই ভারতে

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:৫৪

বাংলাদেশ কখনোই গ্যাস দেয় নাই ভারতে, এই সরকার সেটা ক্লিয়ার করেছে। অথচ গত ১৬ টা বছর বিরোধী রা প্রচার করেছে প্রপাগান্ডা, আর তাতে মানুষের মন বিষেছে, ইলিশ রপ্তানী ভারতে বন্ধ তাও দাম তিন গুন বেড়ে গেল।
শহীদ আবরার ফাহাদদের মনে এই প্রপাগান্ডা কারা ঢুকিয়েছিল!
আসিফ নজরুল সাহেব প্রচার করেছিলেন দেশে ২৬ লক্ষ ভারতীয় আছে, যারা দেশে চাকুরী করেন। কিন্তু ক্ষমতা এখন ওনাদের হাতে। কবে এটার তদন্ত উনি করবেন?

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:০৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: কারো বিরুদ্ধে কোন মিথ্যা প্রচারনা কোন ভালো কাজ না।

২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:১০

মোস্তফা সোহেল বলেছেন: কি কি দিয়েছে ভারতকে সেইটাও একটু বলেন?

৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:৫১

প্রহররাজা বলেছেন: ভারত কে সন্দেহ করা এ জাতির অনেক পুরাতন অভ্যাস।

৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:৩৮

এম ডি মুসা বলেছেন: ভারত বাংলাদেশের বন্ধু ছিল। ১৯৭১ ইন্দিরা গান্ধী আমলে। বর্তমানে ঘাটতি রয়েছে। তবুও আমরা অকৃতজ্ঞ বেইমান জাতি না।

৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:৪৯

করুণাধারা বলেছেন:
বাংলাদেশ কখনোই গ্যাস দেয় নাই ভারতে

আপনার এই কথাটা সঠিক নয় এবং সত্য নয়। ‌পাইপলাইনে গ্যাস দেয় নাই ঠিক, কিন্তু এলপিজি রপ্তানি করেছে ২০১৯ সাল থেকে। এই সরকার যেটা ক্লিয়ার করেছে বলে আপনি বলছেন সেটা হচ্ছে কখনোই পাইপ লাইনে গ্যাস দেয় নাই, কিন্তু তারা বলছে এলপিজি গ্যাস রপ্তানি এখনো বন্ধ হয় নাই। ‌

আবরার ফাহাদ কোন মিথ্যা তথ্যের উপর পোস্ট দেয় নি। ভারতে এলপিজি গ্যাস রপ্তানি সম্পর্কিত চুক্তির খবর পত্রিকায় প্রকাশিত হবার পর সে পোস্ট দিয়েছিল। দেখে নিন।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:১০

আহসানের ব্লগ বলেছেন: পাইপ লাইনের গ্যাস নিয়েই মিথ্যাচার করা হয়েছিল। বলা হয়েছেল গোপন পাইপ লাইনে গ্যাস ভারতে যায়। এলপিজি আমদানী করে পুন রপ্তানী করা হয় বেশী লাভে যা নিজেদের সম্পদ নয়। নিজেদের সম্পদ বলতে নিজেদের গ্যাস বোঝানো হয়। এই ১৬ বছর আমারা কাউন্টার দিয়ে বলেছি এরপিজি যায় ভারতে। তারা বলেছিল না পাইপ লাইনে দেশীও গ্যাস যায়। এসব প্রপাগান্ডা যারা চালিয়েছিল তারা আজ সফল।

৬| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:৪১

ইলি বলেছেন: পাইপ লাইনের গ্যাস নিয়েই মিথ্যাচার করা হয়েছিল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.