নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!
সংস্কারের নাম করে দেশ অচল করে দিলে তো হবে না। খুলনা মেডিকেলে ৪১ ডাক্তার কে অবাঞ্চিত ঘোষনা করেছে ছাত্ররা। যার ফলে তারা কাজে আসতে পারেনি আর হাজার হাজার গরীব খেটে খাওয়া রোগী ফিরে যাচ্ছে বিনা চিকিৎসায়। এসব হঠকারী কার্যকলাপ চলতে থাকলে জনগন যখন নেমে আসবে, চিবিয়ে থুথুর সাথে ফেলে দেবে আপনাদের, হত্যাকান্ডের বিচার করেন, চুরি চামারির বিচার করেন, বিচার বিভাগ স্বাধীন করেন, সমর্থন পাবেন।
কিন্তু আপনাদের হঠকারী এসব কর্মকান্ড জনগন আর সইবেনা।
অলরেডী বাজারে বের হন, রাস্তা ঘাটে হাটেন,
মানুষে কি বলে শোনেন,
আবেগ দিয়ে দেশ চলেনা।
সবাইকে রিপ্লেস করা গেলেও ডাক্তার কে রিপ্লেস করা যায় না।
দয়া করে চিকিৎসা খাতে হাত দেবেন না।
আমাদের মতন গরীব দের সর্বশেষ ভরসা ওই নোংড়া সরকারী মেডিকেল, এখানে হাত দিয়েন না
২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:১১
কামাল১৮ বলেছেন: সবার অংশগ্রহনে নির্বাচন।গনতান্ত্রিক পরিবেশ তৌরি হলেই দেশ ঠিক হয়ে যাবে।যেটা আমাদের সবার প্রানের দাবি ছিলো।নির্বাচন সুষ্ঠু করার জন্য যতটুকু সংস্কার দরকার ততটুকু করলেই জাতি উপকৃত হবে।তার বেশি করতে গেলে দেশ শনির দশায় পরবে।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২৬
মোহামমদ কামরুজজামান বলেছেন: অতিরিক্ত সব কিছুই খারাপ।
মানুষ দীর্ঘদিন পরে শৃংখলিত পরিবেশের বাঁধন থেকে মুক্তি পেয়ে বাঁধনহারা হয়ে যা তা করে ফেলছে,১ মাস হয়ে গেছে, এবার এসব বন্ধ করা জরুরী। সবাইকে এখন আইন-শাসনে ফিরে আসা উচিত।