নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!
ভাইটা মৃত্যর আগে পানি চাইসিলো পানি দেয় নাই। এখন আর কেউ পানি খাবে নিয়ে কিছু বলবেনা।
‘আমি বিনোদপুরে ওষুধ নিতে এসেছিলাম ভাই। আমি ছাত্রলীগ করতাম ওই জন্য ধরেছে। কিন্তু আমার পা ২০১৪ সালে কেটেছে ভাই। রগটগ সব কাটা ভাই। আমি তো অনেক দিন আগে থেকেই ছাত্রলীগ করা বাদ দিয়েছি ভাই।’
মনে হচ্ছে আমার কাছের কেউ নাই হয়ে গেসে। কিছু লেখা যায় না, কিছু লিখলেই দালাল ২৪ এর রাজাকার ট্যাগ চলে আসে।
আমি স্পষ্ট করে বলতে চাই আমি বাংলাদেশের দালাল,
আমি লাল সবুজ জাতীয় পতাকার দালাল,
আমি “আমার সোনার বাংলার” দালাল,
আমি সাত বীরশ্রেষ্ঠ ক্যাপটেন মহিউদ্দিন জাহাঙ্গীর, বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ, বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মোহাম্মদ মোস্তফা, বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান_বাংলার এই সাত কিংবদন্তি যোদ্ধাদের দালাল,
আমি ৫২ এর ভাষা শহীদ সালাম, বরকত, রফিক, জব্বার ও শফিউর- এর দালাল,
আমি মুক্তিযুদ্ধের দালাল।
কনটেক্সট
০৮ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:২৬
আহসানের ব্লগ বলেছেন: ৬৫ বছরের ইতিহাসে লীগ কে কখনোই ভিন্ন মুখোশ পড়তে হয় নাই। হবে ও না।
২| ০৮ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:১৬
নীল আকাশ বলেছেন: আফসোস লীগ। ব্লগে আপনি কি মুগ্ধ কে নিয়ে কোনো পোস্ট দিয়েছিলেন এভাবে?
০৮ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:১৪
আহসানের ব্লগ বলেছেন: মুগ্ধ শুনছো? মাসুদ একটু পানি খেতে চেয়েছিলো। পা কাটা পঙ্গু মাসুদের মুখে পানির গ্লাস ওঠেনি, উঠেছিলো বয়ার মাউথপিস।
মুগ্ধ তুমি কাকে পানি দিয়েছিলে? যারা একজন মৃত্যু পথযাত্রীকে পানি খেতে দেয়নি তাদেরকে?
ছিঃ মুগ্ধ!
৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:২৬
আরািফন বলেছেন: মরার আগে বিশ্বজিৎও বলেছিলো আমি হিন্দু প্যান্ট খুলে দেখাই।
০৮ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:১৪
আহসানের ব্লগ বলেছেন: তাইলে এখন এইটা জায়েজ হইসে? বিশ্বজিতের সব আসামী কে আটক করা হইসে তারা জেলে। গ্যাজানো বাদ দেন।
৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:০১
প্রহররাজা বলেছেন: জংলী জনগন এই হত্যা জাস্টিফাই করতে আসছে ১৫ বছরের দোহাই দিয়ে।
৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:৪২
এক্সম্যান বলেছেন: যারা দাবী করেছিল ক্ষমতা হারালে তাদের লক্ষ লক্ষ নেতা কর্মিকে হত্যা করা হবে হয়ত তারাই নেতার বক্তব্যকে সত্য প্রমানে উঠে-পরে লেগেছে।
আর ট্যাগ দিয়ে হত্যার রাজনীতিতো আপনারাই শুরু করেছিলেন। আপনারা হিন্দু শ্রমিককেও শিবির ট্যাগ দিয়ে হত্যা করতে দ্বীধা করেননি। আপনারা যা কিছুই দেখছেন এগুলো আপনাদের কর্মফল, আপনাদের নিজেদের কর্মফলের কারনে ৫ দিনের একটা বাচ্ছা ইয়াতিম হয়ে গেল।
আমরা সাধারন জনগন কখনই বিচারবহির্ভিত হত্যা সমর্থন করি নাই সে শিবির হোক, দল হোক আর লীগ হোক, কিন্তু আপনারা হত্যা করে লাসের উপর নৃত্য করার নজির স্থাপন করেছিলেন। সাধারন ছাত্ররা তখনও কোনো হত্যার সাথে জরিত ছিলনা, এখনো নাই। আশা করি দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে। আমাদের আশা করা ছারা কিছুই করার নাই, কারন মুল খেলাতো আপনারাই খেলছেন।
৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৩:০১
কামাল১৮ বলেছেন: এখন জনগনই বিচার করে মৃত্যুদন্ড দিয়ে দেয়।সাথে সাথে কার্যকর হয়ে যায়।উকিল মোক্তারের কোন ঝামেলা নাই।এক্ক্বেবারে কাজীর বিচার।
©somewhere in net ltd.
১| ০৮ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:০৯
রিফাত হোসেন বলেছেন: লীগের ছড়াছড়ি। লীগ এখন ভিন্ন মুখোশে!
তবে এই ধরনের কর্মকাণ্ড কাম্য নয়। আওয়ামী চেতনার অত্যাচার থেকে মুক্ত হতে হবে। আওয়ামীর বিচার বহির্ভূত হত্যা, অত্যাচার, সাজা বাদ দিতে হবে, এগুলো অনুসরণ করা উচিত নয়।