নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ › বিস্তারিত পোস্টঃ

অন্দোলন কারীদের প্রতি হাসনাতের বৈষম্য - "৯ আর ১ দুইটাই ডিজিট, কিন্তু দুইটা তো সমান না। কারো কারো অবদান কারো কারো চেয়ে বেশি।"

০৯ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:১৯


এই হাসনাত আব্দুল্লাহদের বাড়াবাড়িগুলা বেশ অনেক দিন ধরেই চোখে পড়তেসে। সব জায়গায় এমনকি সচিবালয়ে পর্যন্ত এদের একদম ভিআইপি এক্সেস। কেন? দেশের যে কোন জায়গায় পান থেকে চুন খসলেই সেখানে হাসনাতরা হাজির "উদ্ধার" করতে। কী কারণে? দেশে ইন্টেরিম গভমেন্ট আছে না এখন? হাসনাতরা নিজেদের অবতার মনে করা শুরু করসে কোন অধিকারে? বিপ্লব সফল করসে দেখে? ক্যান ভাই? বিপ্লব কি হাসনাতদের একার?
"৯ আর ১ দুইটাই ডিজিট, কিন্তু দুইটা তো সমান না। কারো কারো অবদান কারো কারো চেয়ে বেশি।" - শুধুমাত্র এই লাইনটার জন্য এই বিপ্লবের প্রতিটা স্টেকহোল্ডার হাসনাত আব্দুল্লাহর জিহবা টেনে ছিঁড়ে ফেলার অধিকার রাখে... বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা এখন অবদানের দোহাই দিয়ে বৈষম্য করছে। বাহ! হাসনাতরা অতি উৎসাহে ভুলে যাচ্ছে যে হাসিনার মত শিকড় গেড়ে বসে যাওয়া ফ্যাসিস্টকে যারা নামায় ফেলসে, বেশি বাড়াবাড়ি করলে এই হাসনাতদের মাটিতে নামাইতে তাদের কোন এফোর্টই দেওয়া লাগবে না। তেলাপোকার মত পিষে ফেলবে একদম হুট করে।


ফেসবুক থেকে: রাফিউল ইসলাম রাতুল

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:২০

ইএম সেলিম আহমেদ বলেছেন:
সামু আর ফেবুতে বসে অন্যের ফেবুর পোস্ট কপি মেরে দিয়ে নিজেরকে কি হিসেবে জাহির করতে চান?
লেখাটা প্রসঙ্গঃ ভাইরাল পোস্ট এবং কপি পেস্ট.... পড়ে আসেন। তারপর না হয় মন্তব্য করা যাবে।

০৯ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:৩২

আহসানের ব্লগ বলেছেন: নব্য ফ্যাসিস্ট এর পরিচয় যেভাবেই হউক সবার সামনে আনতে হবে। আমি মূল লেখক কে ক্রেডিট দিয়েছি। এতে করে সমস্যা হওয়ার কথা না।

২| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:০৭

ইএম সেলিম আহমেদ বলেছেন: ফুল কোর্টসভায় বাতিলের সময় আপনার ইনটেরিম গভেন্ট কই ছিল আপনি কই ছিলেন?
হাসনাত দের যাওয়া লাগছিল কেন?
যদি হাসিনার পতন না হতো। আপনার কি হত আর হাসনাতদের কি হতো?

৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৫৩

রিফাত হোসেন বলেছেন: নিয়ে নেক সব এক্সেস! এতদিন একজনের ফুল এক্সেসতো দেখলামই, কি করে গেল! শেখ হাসিনা পালিয়ে গেল কেন??? নিশ্চয়ই অপরাধমূলক কিছু করেছে। কিছু বললে ভুল হবে, নিজ জাতির উপর অত্যাচার ভাল কিছু বয়ে নিয়ে আসে না। এটার পরিণতি আমরা পাচ্ছি। অনেক কিছুই বুঝা যেত কিন্তু যে ভীতুর ডিম হবে সেটা অনেকেই ধরতে পারে নাই।

৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:৪০

কামাল১৮ বলেছেন: অত্যাচারির পতন অনিরবার্য্য।যেই অত্যাচার করবে তার পতন হবেই।দুই দিন আগে আর পরে।তার কপালের চিহ্ন দেখে বুঝা যার তার একটা এজেন্ডা আছে।

৫| ১০ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১:৪৯

ছাত্র২৪ বলেছেন: হাসনাত আবদুল্লাহ যে নিজ দায়িত্বে কাজ করচ্ছে সেটাকে সাধুবাদ জানান। চাঁদা বাজি করে নাই। আমরা গর্তের মধ্যে বসে সমালোচনা করতে পারি তাও আবার আরেক জনের লেখা কপি । যারা দেশের জন্য কিছু করতে চায় তাদের পাশে দারান। দেশ ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো আর যদি সুবিধা ভুগি হয়ে নিজে ভালো থাকতে চাই তাহলে কেউই ভালো থাকতে পারবো না তার তাজা প্রমাণ আওয়ামী লীগের দালালরা।

১০ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:৫৪

আহসানের ব্লগ বলেছেন: রাজাকার এর দালালদের আস্ফালন অনেক দেখতেসি। হাসনাত আনসার দের মাইর খায় নাই খাইসে সেনাবাহীনির, এটাকে সে মিথ্যা বলে কতগুলো গরীব আনসারের চাকরী খেয়ে নিলো। এই নেন সোর্সঃ Mair khailo kar.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.