নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!
ত্রানের টাকা চুরি হয় নাই,ব্যাংক একাউন্টে আছে, মানুষ আপনাদের ১৩ কোটি টাকা অন্ধের মতন দিসে বন্যার্তদের মাঝে দান করার জন্য। এগুলো কারো মৃত মায়ের জমানো টাকা, কারো স্বর্গবাসী পিতা মাতার জন্য দান করা টাকা। আপনাকে এগুলো ব্যাংকে ফেলে রাখার জন্য দেয় নাই। বুঝছি জেলায় জেলায় মতবিনিময় করতে গেসেন তাই সময় পান নাই। কিন্তু সামর্থ্য না থাকলে জনগনের আবেগের জায়গায় আঘাত দিলেন কেন?
২| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:৪৬
সৈয়দ মশিউর রহমান বলেছেন: @ অনুপম বলছি আপনি বলেছে এভাবেই বাংলাদেশের রিজার্ভও খাচ্ছে আর পরে বলবে সব টাকা আওয়ামী লীগের সরকার খেয়ে গেছে।
পরে বলবে রিজার্ভের টাকা আওয়ামীলীগ খেয়েছে মানে কি? অলরেডি খেয়ে ফেলেছে এবং ফতুর করেছে দেশটাকে এখন আমাদানি করার মত কোন টাকা নেই আর আপনি বলছেন কী? দালালীর সীমা আপনারা ছেড়ে গেছেন অনেক আগেই!
৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:১২
হাবিব ইমরান বলেছেন:
ব্যাংকে আছে। পাচার তো আর করেনি।
বন্যার্তদের হকের টাকা, ত্রাণ দেয়ার পর পুনর্বাসনের কাজে লাগতে পারে। এখনো খরচের খাত শেষ হয়ে যায়নি।
এখনই সমালোচনা শুরু হয়ে গেছে? কত টাকা দিলেন আপনি? আপনাদের দেখি আফসোসের শেষ নাই।
আগের সরকারের পাচার হওয়া টাকার ব্যাপারে দুই একটা পোস্ট দিয়ে যান। নাকি ওটা পাপার কবর থেকে আসছে?
৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৫৭
নতুন বলেছেন: হাবিব ইমরান বলেছেন:
ব্যাংকে আছে। পাচার তো আর করেনি।
বন্যার্তদের হকের টাকা, ত্রাণ দেয়ার পর পুনর্বাসনের কাজে লাগতে পারে। এখনো খরচের খাত শেষ হয়ে যায়নি।
এখনই সমালোচনা শুরু হয়ে গেছে? কত টাকা দিলেন আপনি? আপনাদের দেখি আফসোসের শেষ নাই।
আগের সরকারের পাচার হওয়া টাকার ব্যাপারে দুই একটা পোস্ট দিয়ে যান। নাকি ওটা পাপার কবর থেকে আসছে?
ভাসুরের নাম মুখে নিতে নাই ভাই। আর আফসোসলীগের সমস্যরা আয়ামীলীগের দূনিতি দেখেনাই তাই সমালোচনা করে না।
৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:১৫
মোহামমদ কামরুজজামান বলেছেন: আহসান ভাই, আপনি ও আপনার মত দল কানা লোকেরা বার বার প্রমাণ করে চলেছেন - '' মানুষ এবং আওয়ামীলীগ কখনো কেন এক হতে পারেনা'' অথবা '' কেন কোন বিবেকবান মানুষ আওয়ামীলীগকে সাপোর্ট করেনা''।
১৫ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২৯
আহসানের ব্লগ বলেছেন: কেন ভাই । আমি আপনার কি ক্ষতি করেছি। তাহলে এই দেশের ৫০ ভাগ মানুষ- মানুষ ই না। আপনার ঘরে দুই একটা আম্লীগ নাই? থাকার তো কথা। এই দেশে কি ভাই? ১০০% মানষের দেশ পাকিস্তান চলে যান।
৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:০২
নতুন বলেছেন: লেখক বলেছেন: কেন ভাই । আমি আপনার কি ক্ষতি করেছি। তাহলে এই দেশের ৫০ ভাগ মানুষ- মানুষ ই না। আপনার ঘরে দুই একটা আম্লীগ নাই? থাকার তো কথা। এই দেশে কি ভাই? ১০০% মানষের দেশ পাকিস্তান চলে যান।
আফসোস...
১৫ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:০৫
আহসানের ব্লগ বলেছেন: খারাপ কি বললাম, উনি আমরে সহ দেশের অর্ধেক মানুষ কে মানুষ ই মনে করেনা।
৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:৩০
অস্বাধীন মানুষ বলেছেন: মিলিয়ন বিলিয়ন এর কাছে তেরকুটি খুব নগন্য।পরের মলমূত্রের খবর নেয়ার আগে নিজের খবর নেন ।
আমার এক বন্ধু বিয়ের একমাস পর তার বৌ বলেছিল আমি এখনো ভার্জিন তো আপনাগো অবস্থা সেরকম হয়েছে।
১৬ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:৪০
আহসানের ব্লগ বলেছেন: বাহ বাহ বাহ মহা বাহ, চুরি কইরা গুচির ব্যাগ পত্র কিনবেন আর মালোএশিয়া ট্যুর মারতে যাইবেন, ক্ষমতায় নাই এই করবেন, ক্ষমতায় গেলে তো মারহাবা, মারহাবা,
©somewhere in net ltd.
১| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:২৫
অনুপম বলছি বলেছেন: শেষ পর্যন্ত দানের টাকাও ছাড়লোনা। বন্যার পানি নেমে চলে গেছে বঙ্গোপসাগরে কিন্তু তাদের ব্যাংকের টাকা নামেনি জনগণের জন্য। এভাবেই বাংলাদেশের রিজার্ভও খাচ্ছে আর পরে বলবে সব টাকা আওয়ামী লীগের সরকার খেয়ে গেছে। হা হা হা