নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ › বিস্তারিত পোস্টঃ

আইজ যে চাইল কিনমো, সেই টাকাও নাই।

১৭ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:৫৪


কাউনের চালের যুগে রংপুর বাসী আবার ও প্রবেশ করলো। মঙ্গার যুগে স্বাগতম। যদিও এখন কাউনের চালও বিলাসী ভোগ্য পন্য। ২০০৯ সালের আগে মানুষ সস্তা ছিল তাই কাউনের চাল খেত। তখন আবার ঝোপে ঝাড়ে হইতো। ১৫ বছরে ফ্যাসিস্ট হাসিনার ৩ বেলার ভাতের নিশ্চয়তায় কাউনের চাল বিলুপ্ত হয়েছে মাঠ ঘাট থেকে। কাউনের চাল টাও তো নাই। কিন্তু মঙ্গা ফিরে আসলো।
চুপ কথা বলবিনা, একদম সংস্কার চলছে।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৩৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: গুলি খেয়ে মরা, বন্যায় মরা, না খেয়ে মরা- আমরা একভাবে না একভাবে মরবই। আর কিছুর অধিকার না থাকলেও আমাদের মরার অধিকার যথেষ্ট আছে। তথাপি আমরা বেড়েই চলছি।

২| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:১৪

কামাল১৮ বলেছেন: অর্থনৈতিক বৈষম্যের কথা কেউ বলেনা।অথচ এটাই প্রধান সমস্যা।অর্নৈতিক মুক্তি ছাড়া সকল মুক্তি অর্থহীন।

৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:৪৫

এক্সম্যান বলেছেন: উল্লেখিত এলাকার পাশের জেলায় আমার বাড়ী, চড় অন্চলে সমস্যা আগেও ছিল, এখনো আছে। কোনো সরকারের আমলেই এনাদের দিকে নজর দেয়া হয়নি।

আর বর্তমান সরকার এমন কোনো সিদ্ধান্ত নেয় নাই যে ১ মাসেই ওনাদের অবস্থা খারাপ হয়েছে। এখন যা কিছুই হচ্ছে তার দায় গত সরকারের। এই সরকার ২-৪ বছর যদি থাকে তাহলে এনাদের উপর দায় আসতে পারে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.