নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ › বিস্তারিত পোস্টঃ

দুই বছরের শিশু সন্তান কে পুড়িয়ে মারে জামাত শিবির বিএনপি

১৭ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:১৫


৫-ই আগষ্টের পরে আওয়ামি লীগের সাবেক সাধারন সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের বাড়িতে আগুন দেয় জামাত-বিএনপির লোকেরা। বাড়িতে আশরাফুল ইসলামের কেউ ছিলেন না। ছিলেন দারোয়ান, তার স্ত্রী এবং তাদের দুই বছরের শিশু সন্তান। তাদের আগুনে পুড়িয়ে মারা হয়। স্বাধীন গনমাধ্যমে খবরটা আসেনি।

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:৩৭

প্রহররাজা বলেছেন: সাবধান!! এটা পোষ্ট করার অপরাধে আপনাকে হত্যা মামলা দিতে পারে।

২| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:৫৫

ঊণকৌটী বলেছেন: মিডিয়া তে অনেক খবর আসেনা, আসবেও না, সবাই ভয়ে চুপ, মুখ খুলতে গেলে কল্লা গায়েব হতে পারে |

৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:১৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আহা আহা খুবই দুঃখজনক ব্যাপার।

৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:০৮

তানভির জুমার বলেছেন: মিথ্যা আর বানায়োট লেখার জন্য নূন্যতম পড়ালেখা করতে হয়।

১৭ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:২৮

আহসানের ব্লগ বলেছেন: মিডিয়া তো কন্ট্রোল করতেসেন। মিথ্যা না সত্য বুঝমু কেমনে?

৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:৩৬

ঊণকৌটী বলেছেন: মিথ্যা আর বানায়োট লেখার জন্য নূন্যতম পড়ালেখা করতে হয়।সরকারে আছেন,সত্যিকারের স্বাধীন মতামত থাকলে তো প্রমাণের দায়িত্ব আপনাদের

৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৩:০৯

প্রহররাজা বলেছেন: এভাবে হত্যা করতে গিয়ে পুলিশের গুলিতে নিহত সন্ত্রাসী দের শহীদ উপাধি দেয়া হচ্ছে।

৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৮:৩৩

আহা রুবন বলেছেন: আমার এলাকা এনায়েতপুর থানায় পিটিয়ে ১৩ পুলিশ হত্যা করা হল, আসামী করা হয়েছে সব বুড়াধুড়া আওয়ামী লীগের নেতাদের! পুলিশদের যারা মেরে উল্টো করে ঝুলিয়ে রেখেছিল তাদের কি গ্রেপ্তার করা হয়েছে? শাহরিয়ার কবির, আসাদুজ্জামান নুরকে ঠিকই ধরা হয়েছে। আজব সরকারের আজগুবি কাজকারবার!

৮| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:৪২

রায়হান চৌঃ বলেছেন:
খুব বেশি আশা রেখেছিলাম রুপপুর পাওয়ার প্লান্টের উপর। কিন্তু আপসুসের বিষয় হলো, জানুয়ারী-১৯৭২ থেকে শুরু করে অগাষ্ট/সেপ্টেম্বরে-১৯৭২ এ জন্ম নেয়া দেশ প্রেমিক দের কারণে রুপপুর পাওয়ার প্লান্টটা বন্ধ হওয়ার উপক্রম। কিছু করার নেই, সংখায় তারা ও দশ হাজারের উপরে ছিল।

আশা করছি খুব তাড়াতাড়ি রুপপুরের কাজ শুরুহবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.