নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!
১. ৫ আগস্টের পরে ইনুচ সরকারের প্রথম গুজব ছিলো সব কিছুর দাম কমেছে, পরে দেখা গেলো সবকিছুর দাম অসহনীয় বেড়েছে যা এখনো কমে নাই৷
২. পদ্মা সেতুতে ১৮০০ কোটি টাকা নাকি তারা খরচ বাচিয়েছে,
পরে জানা গেলো তা লীগের আমলেই সাশ্রয় টা হয়েছে।
৩. এয়ারপোর্টে লাগেজ নাম তে আসার আগেই নাকি লাগেজ হাজির,
কিন্তু পরে জানা গেলো এয়ারপোর্ট এখন মাছের বাজার৷ এবং লীগের আমলের ফ্রী টেলিফোন ফ্রী ওয়াই ফাই নিয়ে ইনুচ সরকার কে বাহবা দিচ্ছিলো বৈষম্যের বেকুব সমর্থক রা৷
৪. মেট্রো রেল চালু হতে আওয়ামী লীগ নাকি ১ বছর সময় লাগবে বলেছিলো, কিন্তু না দু টি ক্ষতিগ্রস্থ স্টেষণ বাদে সব গুলোই স্টেষন চালু একমাসের মধ্যে হবে তা ৫ আগস্টের আগেই ততকালীন সরকার জানিয়েছিলো,
৫. পাচার হওয়া ৩০ হাজার কোটি টাকা ফেরত আনা প্রসংগে,
না পরে জানা গেলো বিভিন্ন খাতে বরাদ্দ বাতিল করে করে তারল্য সংকট মোকাবেলার জন্য মূল চ্যানেলে ৩০ হাজার কোটি টা যুক্ত করা হয়৷
৬. পাস্পোর্ট ১৫ দিনের মধ্যে পাওয়া যাচ্ছে,
এটিও একটি গুজব, শেখ হাসিনার আমল থেকেও প্রচুর পরিমাণ মানুষ ১৪ দিনের মধ্যে পাস্পোর্ট হাতে পেয়েছে,
৭. শেখ হাসিনা নাকি রুপপুর পরমানু কেন্দ্র থেকে ৫ বিলিয়ন ডলার নিয়েছে,
এই খবরের প্রতি নিন্দা জানিয়েছে রাশিয়ান দূতাবাস যার উত্তরে ইউনুস সরকার আর কোনো যুক্তি দেখাতে পারেনি৷
৮. ইলিশ রপ্তানী করা হবেনা মর্মে মতস্য কন্যার হুংকার কিন্তু পরে আমরা জানতে পারলাম যেখানে শেখ হাসিনা ৫০০ টন রপ্তানী করতো সেখানে ইনুচ সরকার রপ্তানী করা শুরু করলো ৩০০০ টন৷
ভারত এর সাথে চোখে চোখ রাখার কথা বলা হলেও উলটো ভারত কে সব উজাড করে দিলো ইনুচ সরকার৷
৯. সর্বশেষ মেট্রোরেলে নাকি ইনুচ সরকারের আমলে হাসিনা আমল থেকে বেশী আয় হচ্ছে,
কিন্তু আমরা জানতে পারলাম রিউমার স্ক্যানের মাধ্যমে পুরোটাই মিথ্যা৷
১০. বন্যায় ১০০০ কোটি টাকার তহবিল টাও এখনো দেখলাম না৷
কোন কিছু বাদ পড়ে থাকলে কমেন্টে জানাবেন৷
২| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৩:০৯
প্রহররাজা বলেছেন: ১.প্রতিদিন দাতা দেশগুলা ইউনুচ কে হাজার হাজার মিলিয়ন ডলার দান করছে।
২.বিপ্লবে আহতদের জন্য বায়োনিক অংগ ল্যাবে বানানো হচ্ছে।
৩.প্রতিটি বেকার যেনো নোবেল পায় সেজন্য সমন্বয়দের তত্ত্বাবধানে নোবেল ট্রেইনিং সেন্টার খুলা হচ্ছে।
৪. গারমেন্টস শ্রমিকদের জন্য ওয়ার্ক ফ্রম হোমের ব্যাবস্থা হচ্ছে।
৫. ৬ মাসের মধ্যে পুরো ভারত দখল করে পাকিস্তানের হাতে সপে দিয়া হবে।
৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৩:৫৯
বিষন্ন পথিক বলেছেন: সবচেয়ে বড় গুজব হলো "লোকটারে কেউ থামান, কি শুরু করসে " বলে গুজব শুরু
৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ ভোর ৬:০৯
সোনাগাজী বলেছেন:
এটাকে সাপোর্ট করেন, ইহা আমেরিকান উপ হার; পাকীদের উপহার হজম হবে না।
৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৭:১৯
আহরণ বলেছেন: অল্প কিছুদিনের মধ্যেই ভারতের সেভেন সিস্টার্স বাংলাদেশের দখলে চলে আসবে।
৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:৪৪
ধুলো মেঘ বলেছেন: ইউনুস সরকার কি কি জানি কমিশন বানাইছে সংস্কারের জন্য - সেগুলার কোন কাজ কারবার তো দেখলাম না।
৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:২৪
নতুন বলেছেন: আপসোসলীগ এখন ব্যক্তিগত কাজে মনযোগ দিচ্ছেন, টুইটার, ইউটিউবে আপসোস কমিয়ে দিয়েছে।
জয় ও মাঝে মাঝে ২/৩ দিন কিছু টুইট করার মতন কিছু পাচ্ছেন না।
৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:৫০
নাদিম আহসান তুহিন বলেছেন: এই লিস্ট আরও বড় হবে
৯| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:১৮
ঈশান মাহমুদ বলেছেন: বাহ! আপনি দেখছি, বেশ ভালোই খোঁজ-খপর রাখেন! 'গুজবের' বিপরীতে আপনার বিশুদ্ধ তথ্য ভান্ডার দেখে পুলকিত হলাম।
আচ্ছা, সাবেক প্রধানমন্ত্রীর আমলে 'প্রধানমন্ত্রী'র ত্রাণ তহবিল' বলে একটি ফান্ড ছিলো। সেই ফান্ডে সাবেক প্রধানমন্ত্রীকে প্রায়ই ব্যাংক মালিক এবং শিল্পপতিদের কাছ থেকে বেশ মোটা অঙ্কের অনুদান গ্রহণ করতে দেখা যেতো। 'গুজব' শোনা যায়, সেই ফান্ডটিতে জমা হওয়া দুইহাজার কোটি টাকার কোন হদিশ নাই। https://youtu.be/_yfZNFkv32A?feature=shared
মিস্টার রিউমার স্ক্যানার, আপনি কি বলবেন, এই সম্পর্কে সঠিক তথ্য কী? আর হা, সঠিক তথ্য জানা থাকলে এই 'গুজবটি' এবং সঠিক তথ্য ১১নং সিরিয়ালে এড করে দিবেন আশা করি।
২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:৪৭
আহসানের ব্লগ বলেছেন: বাহ ৫৬ হাজার কুটি থেকে মাত্র দু হাজারে নেমে আসলেন৷ এতো নিচে নাম্বেন আশা করি নাই।
১০| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ২:২৫
কলমনাই বলেছেন:
@আহরণ বলেছেন: অল্প কিছুদিনের মধ্যেই ভারতের সেভেন সিস্টার্স বাংলাদেশের দখলে চলে আসবে।
পার্বত্য চট্টগ্রাম অহন কাম সারা কইরা দিব।
খচ্চরের কান যে পুলাডা সার্ভিস
সার্ভিস কিন্তু শিবিরের বাচ্চা
শিবিরের স্লিপিং এজেন্ট সার্ভিস
ছাত্রলীগের এক্স মেম্বার!
আফসোস
বড়ই আচানক ঘটনা
©somewhere in net ltd.
১| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১:৪৩
কামাল১৮ বলেছেন: এই সরকার মিথ্যার উপর দাড়িয়ে আছে।যে কোন সময় তাসের ঘরের মতো পড়েযেতে পারে।