নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!
চা পানের পদ্ধতি,
দেড় কাপ পানি কেটলিতে ঢালুন,
দু চা চামচ ইস্পাহানী চা পাতা পাত্রে ঢালুন,
পাচ মিনিট সর্বোচ্চ তাপমাত্রায় রান্না করুন৷
একটি কাপ নিন,
দেড় চা চামচ গুড়ো দুধ নিন,
এক চা চামচ চিনি,
ভালো করে নাড়ুন,
এবার একটা চুমুক দিন৷
চা পানের এই পদ্ধতি আপনাকে দেবে কমপক্ষে চার ঘন্টার জিভে স্বাদ। মুখ সহজে আর তেতো হবে না।
এতো কিছু বাদ দিয়ে এসব কেন লিখছি?
ওহ আচ্ছা বিজ্ঞপ্তি টা দেখুন৷
সবাই আপাতত চা, কফি নিয়ে লিখুন
২৩ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ২:৫৯
আহসানের ব্লগ বলেছেন: বলা হয়েছে সরকারের বিরুদ্ধে কিছু লিখলে তা গুজবের আওতায় ধরে শিক্ষার্থীদের ওপর ব্যবস্থা নেয়া হবে। ফ্যাসিবাদ বিরোধী সত্যিকারী ফ্যাসিবাদী সরকার।
২| ২৩ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ২:১৫
সাইফুলসাইফসাই বলেছেন: চা ভালোই লাগলো
৩| ২৩ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:০৮
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: কোনভাবেই পাঠোদ্ধার করতে পারলাম না।
২৩ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:৫৭
আহসানের ব্লগ বলেছেন: বলা হয়েছে সরকারের বিরুদ্ধে কিছু লিখলে তা গুজবের আওতায় ধরে শিক্ষার্থীদের ওপর ব্যবস্থা নেয়া হবে। ফ্যাসিবাদ বিরোধী সত্যিকারী ফ্যাসিবাদী সরকার।
৪| ২৩ শে জানুয়ারি, ২০২৫ রাত ৮:৫৬
রূপক বিধৌত সাধু বলেছেন: ফুল-পাখি, লতা-পাতা নিয়েও লিখতে পারেন।
৫| ২৪ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১১:৫৮
অপু তানভীর বলেছেন: ভাইয়া এতো কষ্ট পাইয়েন না, এই আদেশ বাতিল করা হয়েছে । আদেশ বাতিল হয়েছে ২২ তারিখ আর আপনি পোস্ট দিয়েছেন ২৩ তারিখ। আরেকটু আগে দিলে ভাল হত ।
৬| ২৪ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:৩৩
রাজীব নুর বলেছেন: !
©somewhere in net ltd.
১| ২৩ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ১:৫৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: এত ছোট বিজ্ঞপ্তি পড়া যাচ্ছে না