![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!
শেখ মুজিবের ভাষণ পোস্ট দিয়ে আপামর জন সাধারণ কে রাস্তায় নামাইসেন। খোদ সার্জিস একনলেজ করসে 80% ছাত্রলীগ আপনাদের আন্দোলনে সাথে ছিল। রাস্তায় ছিল।
এমন কি আমি নিজে আমার কলিগ কে বলসিলাম এই ছাত্র জনতা খারাপ কিছু করবেনা।
ক্ষমতা হাতে নিয়ে 71 থেকে শুরু করে শেখ মুজিব, এহেন কোন বিষয় নাই ত্যানা প্যাচান নাই।
আমারা মুক্তিযুদ্ধের সমর্থক, এদেশের 90 ভাগ সাপোর্টার ও তাই।
আপনি এই অমিমাংসিত বিষয় গুলো নিয়ে ত্যানা না প্যাচালে আপনারা আজকে অপ্রাসঙ্গিক হইতেন না। উল্টা আমাদের পাশে পাইতেন।
জুলাই এর ই মতন 71 এবং শেখ মুজিব কে ধারণ করলে আজকে আমরা আপনাদের সমর্থন করতাম।
কারণ 18 থেকেই চাইতাম শেখ পরিবার আর রাজনীতিতে না থাকুক।
তবে আজ বুঝতে পারসি, ভুল ছিলাম।
এই দেশে মুক্তিযুদ্ধের ধারণের একাই লীগের ওপর ই দায় পড়সে।
আজকে জুম্মার পরেও আপনাদের সভায় চেয়ার খালি থাকে 95%।
শিখেন, শেখার শেষ নাই। এই দেশে মুক্তিযুদ্ধ বিহীন রাজনীতির আশ্রয় নাই।
২| ২৫ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ১:৪৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সুন্দর পোস্ট।
৩| ২৫ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ২:৫২
নতুন বলেছেন: সংস্কারের দরকার দূনিতি বন্ধে এমন পদক্ষেপ নিতে হবে যাতে আয়ামীলীগের মতন দানব ভবিষ্যতে আর সৃস্টি নাহতে পারে।
কিন্তু জামাতী প্রিস্কৃপসনে সংস্কার দরকার নাই।
২৫ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:৩৯
আহসানের ব্লগ বলেছেন: কে কোন দানব। ৫ আগস্টের পরে চারিদিকে লাশ আর লাশ। নির্বাচনের খবর নাই। সংস্কারের কথা বলে দেশ কোলে তুলে করে দিচ্ছে। ৭১% বিনিয়োগ কমে গেসে। শত শত কল কারখানা বন্ধ হয়ে গেসে। ক্ষমতা হাতে নিয়ো ফ্রাঙ্কেস্টাইন হয়ে গেসে।
৪| ২৫ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:১৬
নতুন বলেছেন: লেখক বলেছেন: কে কোন দানব। ৫ আগস্টের পরে চারিদিকে লাশ আর লাশ। নির্বাচনের খবর নাই। সংস্কারের কথা বলে দেশ কোলে তুলে করে দিচ্ছে। ৭১% বিনিয়োগ কমে গেসে। শত শত কল কারখানা বন্ধ হয়ে গেসে। ক্ষমতা হাতে নিয়ো ফ্রাঙ্কেস্টাইন হয়ে গেসে।
আয়ামীলীগের মতন দানব বিতাড়িত করার পরে সব কিছু ঠিক হতে সময় লাগবে।
বিনিয়োগ চলে আসবে।
নির্বাচন সময় মতনই হবে।
প্রতিহিংসার রাজনিতির বলি হয়েছে মানুষ যেটা কাম্য ছিলো না।
আয়ামীলীগের এখন পযন্ত কোন সমর্থক পাইনাই যারা একটু অনুসুচনা করছে যে তারা ভুল করেছিলো। এই বুঝটুকু না আসলে জনগন তাদের ভোট দেবেনা।
২৫ শে জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:০৩
আহসানের ব্লগ বলেছেন: ৫ আগস্টের পরে হাজারো হত্যা কান্ড, পুলিশের উপর গনহত্যার জন্য কোন বৈষম্যের চরম পন্থি কে পেলাম না একটু অনুশোচনা করেছে। আর ভিড়ের মাঝে দূর থেকে স্নাইপার লঅশ বাড়ালো কারা সেই তদন্ত ও দেখলাম না।
৫| ২৬ শে জানুয়ারি, ২০২৫ ভোর ৫:৩৪
মহাজাগতিক চিন্তা বলেছেন: সংস্কারকেই যদি সংস্কার করতে হয় তবে এমন সংস্কার দিয়ে কি হবে?
৬| ২৬ শে জানুয়ারি, ২০২৫ ভোর ৬:০৯
এমজেডএফ বলেছেন: যারা ৭২-এর সংবিধানকে কবর দেওয়ার কথা বলছে তাদের বাংলাদেশের সংবিধান সম্পর্কে কোনো ধারণা নেই। উল্লেখ্য, ৭২-এর সংবিধান ছিল বিশ্বের উৎকৃষ্ট সংবিধানগুলোর মধ্যে একটি। বাংলাদেশের সংবিধান ও রাজনৈতিক ইতিহাস নিয়ে বর্তমান 'আবাল' ছাত্রনেতাদের কথাবার্তায় এদের অজ্ঞতা ও শুধুমাত্র আওয়ামী লীগ বিরোধীতািই প্রকাশ পায়!
বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও ৭২-এর সংবিধান আওয়ামী লীগের নেতৃত্বে হয়েছিল, সম্ভবত তাই এগুলো সব ওদর জন্য এখন হারাম হয়ে গেছে। এই আবালগুলো এটা বুঝতে চেষ্টা করে না যে তখনকার আওয়ামী লীগ আর আজকের আওয়ামী লীগ এক নয়। বর্তমান 'ফ্যাসিস্ট' আওয়ামী লীগের বিরোধীতা করতে গিয়ে এরা আওয়ামী লীগের অতীতের ভালো কার্যকলাপকেও খারাপ বলছে এবং সেইসাথে আলবদর-রাজাকারদের কার্যকলাপকে সমর্থন দিচ্ছে।
৭| ২৬ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১১:০৭
সৈয়দ মশিউর রহমান বলেছেন: শেখ গনতন্ত্রের কথা বলে ক্ষমতায় গিয়ে বাকশাল কায়েম করেছিল তার বেটি দেশটাকে পৈতৃক সম্পদ মনে করে আরেক বাকশাল প্রতিষ্ঠা করেছিল, এই পরিবারের সকলেই কোন না কোন ভাবে চুরিচামারীর সংগে জড়িত তাই এদের সমূলে উৎপাটিত করাই হবে প্রথম ও প্রধান কাজ নাহলে এরা আবারো হায়েনা থেকে দানবের বেশে হাজির হবে।
২৭ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ১:১৯
আহসানের ব্লগ বলেছেন: হ্যা গনভবনে হাস মুরগী ছাড়া পাইসেন টা কি? চুরি চামারির রিপোর্ট একটা করসেন। যেই এফবি আই কর্মকর্তার বরাতে রিপোর্ট বানাইসেন সে মারা গেসে ২০১৩ সালে। প্রপাগান্ডা এবার ক্ষ্যামা দেন ভাই। দেশ ঠিক করেন। ছয় মাসেও দেশ টার আইন কানুন শৃঙ্খলা ফিরাতে পারলোনা৷ আইসে বৈষম্য দূর করতে৷
৮| ২৭ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ১:৫৪
রাজীব নুর বলেছেন: পোষ্ট এবং মন্তব্য গুলো পড়লাম।
৯| ২৭ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:৩৭
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ১৫/১৬ বছরের যে লুটপাট, খুন ছিনতাই, ডাকাতী, গুম গায়েব, জবর দখল, বিদেশে টাকা পাচার, ব্যাংক ডাকাতী করেছে সেটা ঠিক করতে ১৫x২=৩০ বছর সময় লাগার কথা কারণ গড়া কঠিন নষ্টকরা সহজ। আম্লিগ শুধু নষ্টই করেছে কিছু গড়তে পারেনি। তাই কমপক্ষে ২ বছর সময় লাগবে আম্লিগের পাচার, লুটপাট ধ্বংস মেরামত করতে এবং মেরামতের প্রথম ও প্রধান কাজ হলো আম্লিগকে বিচারের মাধ্যমে চিরতরে রাজনীতি থেকে দূর করে দেওয়। ধন্যবাদ ভালো থাকবেন।
২৭ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:৩০
আহসানের ব্লগ বলেছেন: চুরি চামারির রিপোর্ট একটা করসেন। যেই এফবি আই কর্মকর্তার বরাতে রিপোর্ট বানাইসেন সে মারা গেসে ২০১৩ সালে। প্রপাগান্ডা এবার ক্ষ্যামা দেন ভাই। দেশ ঠিক করেন। ছয় মাসেও দেশ টার আইন কানুন শৃঙ্খলা ফিরাতে পারলোনা৷ আইসে বৈষম্য দূর করতে৷
©somewhere in net ltd.
১|
২৫ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:১৯
সৈয়দ কুতুব বলেছেন: ফরহাদ মজহারের এতবছর পর মনে হয়ে ৭২ এর সংবিধান মুক্তিযুদ্ধবিরোধী।
। এমন বাঙ্গু বুদ্ধিজীবী লইয়া আমরা কি করিবো?