নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ › বিস্তারিত পোস্টঃ

শফিকুল আলম এবং লাল সরকার রাজাকার আল বদর দের ধারণ করেন।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:০৫

শফিকুল আলম তার পোস্টে বলেছেন, আওয়ামী লীগ ফেরত আসলে জেনেভা ক্যাম্পের বিহারী দের কে নাকি মুক্তিযোদ্ধারা নির্যাতন করেছে একই ভাবে নির্যাতন শফিকুল আলম তথা লাল বিপ্লবী দের ও করা হবে৷ তার পোস্টে তিনি এটা লিখেছেন৷
এতেই বোঝা যায় শফিকুল আলম রা কারা৷
উর্দু ভাষী বিহারী রা ৭১ এ কি করেছে তা আমরা সবাই জানি৷ আমাদের মা বোন দের সম্ভ্রম হানী, বেয়োনেট দিয়ে খুচিয়ে গোপনাঙ্গ কেটে ফেলা, থেকে এহেন কোন কাজ নাই তারা করেন নাই৷
বিহারী রা আমাদের জহির রায়হান তার ভাই এবং ৪০ সেনা কে শুধু মিরপুরে স্বাধীনতার পরে শহীদ করেছে৷
এখন এই শফিকুল আলম কেন এই বিহারী দের জন্য মায়া কান্না দেখাচ্ছে এটা বোঝার জন্য বেশী বুদ্ধির অধিকারী হতে হয় না৷
শফিকুল আলম রাজাকার আল বদর দের ধারণ করেন।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:২৯

ক্লোন রাফা বলেছেন: গ্রেট ,ফাইনালি স্বীকারোক্তি পেলাম উনি একজন জেনেভা ক্যাম্পের সদস্য ‼️

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.