![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!
মনে রাখবেন 15 আগস্টে এর আগের দিন 14 আগস্ট হাসনাত আর সার্জিস শিবির দের নিয়ে একটা সভায় বলসিলো 15 আগস্ট যারা 32 নাম্বারে আসবে তাদের পা ভেঙ্গে দেবে ।
এভাবে হাসনাত, সার্জিস, রিফাত, নাহিদ,নুসরাত, আসিফেরা এই নিরিহ লোকটাকে 32 নাম্বারের সামনে পেয়ে সবুজ প্লাস্টিকের পাইপ দিয়ে প্রহার করে। 2 সপ্তাহ পরে ভাইটার মৃত্য হয়।
দেখেন ইউনুস সরকার এই কান্ড নিয়ে এখনো কাউতে গ্রেপ্তার করে নাই। তবে জাতিসংঘ তদন্ত রিপোর্টে এইটা উঠে আসছে।
স্বাধীন দেশের কোন মিডিয়ায় এইটা নিয়ে নিউজ হয় নাই। সোজা কথায় সোর্স নাই। এভাবেই শত শত হ** ত্যা কান্ড সোর্স গায়েব হচ্ছে। নিউজ হচ্ছে না একটা সময় বিচার ও হবেনা।
তবে লীগের ও সমস্য আছে তারা তাদের শহীদ ভাইদের ভুলে যায়। ট্রেন্ডে উঠাইতে জানেনা। বিচার কি আর পাবে তারা।
ভাবা যায় স্বাধীন দেশে আপনি ওপনে 15 আগস্টে কেউ 32 নাম্বারে আসলে পা ভেঙ্গে দেবেন। আবার মানুষ হত্যা করবেন।
আবার অন্য কে গণহত্যা কারী বলবেন।
এবং একটা সরকার সব কিছু চেয়ে দেখবে আর হাসবে।
UN Report Source
break the legs
২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:৫০
সামরিন হক বলেছেন: আওয়ামীলীগ যারা করে তারা এসব বলে
সাধারণ দেশবাসী তো এসব বলে না।
৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৩৮
সৈয়দ কুতুব বলেছেন: এসব দোষারোপের রাজনীতি বাদ দেন। আপনার পলাতক নেত্রী কেন উসকানি দেয়? আপনারাও এমন নেত্রীকে বাদ দিতে সমস্যা কোথায়? উনাকে বিচারের মুখোমুখি হতেই হবে দেশে ফেরত আসলে।।
৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:২৩
কামাল১৮ বলেছেন: সবলরা বিচার করে দুর্বলের।দুর্বল কখনো বিচার পায় না।দুর্বল হলে হাড়ে হাড়ে বুঝতে পারবেন।
৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:৪০
রূপক বিধৌত সাধু বলেছেন: আবেগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত না। আগে নিজের জীবন আর পরিবার। কয়েকদিন আগে মিডিয়ায় এলো জয় বাংলা স্লোগান লেখায় ছাত্রলীগের দুইটা ছেলেকে হত্যা করা হয়েছে। ওদের কে বলছিল এমন পাগলামি করতে? আওয়ামী লীগ এদের মূল্যায়ন করে কখনও?
৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ ভোর ৪:১১
জিকোব্লগ বলেছেন:
আরে খুনি হাসিনার চামচা ! তুই খুনি হাসিনার চামচা হওয়াতে তোর হাতেও রক্তের দাগ আছে।
তোদের অপকর্ম তো হিটলারের নাৎসি বাহিনীকে ও ছেড়ে গিয়েছিলো।
এখন আইসোস এখানে গুজব রটাইতে।
শোন হিটলারের নাৎসি বাহিনীকে যেমন শেষ হয়েছে, এক আল্লাহর ইচ্ছায় তোদের রক্তপিপাসু
আওয়ামীলীগকেও ধ্বংস হয়ে যাবে।
১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:১০
আহসানের ব্লগ বলেছেন: সোর্স দেয়া হিজু। দেখে নে।
৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ ভোর ৬:৫২
কামাল১৮ বলেছেন: এতোবড় শয়তানের কথা অমান্য করলে শাস্তি তাদের পেতেই হবে।
৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:২০
রাজীব নুর বলেছেন: হাসনাত আর সারজিস শিবির। এরা জল্লাদ।
৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:১৪
নতুন বলেছেন: যদি আয়ামীলীগের ইংরেজী রিপোট বুঝতে সমস্য হয় তবে বইলেন আমরা বাংলায় অনুবাদ কইরা দিমুনি।
https://www.ohchr.org/en/press-releases/2025/02/bangladesh-un-report-finds-brutal-systematic-repression-protests-calls
১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:৪৭
আহসানের ব্লগ বলেছেন: ১৫ আগস্ট এ শোক পালন করতে আসা এম এ মমিন পাটোয়ারী
একজন আপাদমস্তক আদর্শিক নির্লোভ রাজনীতিবিদ।
অসংখ্যা ছাত্রের ছাত্ররাজনীতির হাতেখড়ি যার হাত ধরে...
এই হত্যা কান্ড যদি জায়েজ হয় আপনাতের চোখে। তবে বিদায়।
১০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:৫৯
নতুন বলেছেন: লেখক বলেছেন: ১৫ আগস্ট এ শোক পালন করতে আসা এম এ মমিন পাটোয়ারী
একজন আপাদমস্তক আদর্শিক নির্লোভ রাজনীতিবিদ।
অসংখ্যা ছাত্রের ছাত্ররাজনীতির হাতেখড়ি যার হাত ধরে...
এই হত্যা কান্ড যদি জায়েজ হয় আপনাতের চোখে। তবে বিদায়।
৩২ এ আক্রমন ঠিক হয় নাই। কোন মানুষের গায়ে হাত দেওয়া অবশ্যই অন্যায়। মেরে ফেললে সেটা অবশ্যই অপরাধ এবং সাজা না দিতে পারলে সমাজেরই ব্যার্থতা।
সমাজে এখনো গনপিটুনি কালচার চলছে সেটা অবশ্যই দূক্ষজনক। সমাজে এখনো বিরাট একটা গোস্ঠি আছে যারা সভ্য না। লগী বৈঠা নিয়ে লাশের উপরে নাচ থেকেই এসব চলছে। এটা বন্ধ হতে সময় লাগবে।
কিছু অন্ধ আয়ামীলীগের সমর্থকেরা এমন পরিস্থিতিতে বিভিন্ন স্থানে গিয়ে নিজেদের ঝুকির মুখে ফেলছেন।
তবে জাতিসংঘের এই রিপোটে আপনার মতামত কি?
১১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:২২
শ্রাবণধারা বলেছেন: আপনার লেখাটি অসম্পূর্ণ, এবং ইউএন রিপোর্টের কোথায় ঘটনাটির উল্লেখ আছে, তা আপনি পোস্টে উল্লেখ করেননি।
আপনি কি নিজে রিপোর্টটি পড়েছেন, নাকি শোনা কথার ভিত্তিতে পোস্ট দিয়েছেন? এটি জানার কৌতূহল রইল।
আপনার উল্লেখিত তথ্য ফ্যাসিষ্ট হাসিনা বা খুনী আওয়ামীলীগের পক্ষে গেলেও আপনার দেওয়া তথ্য কিন্তু সঠিক। রিপোর্টে "মমিন পাটোয়ারী" নামটি নেই, তবে ঘটনাটির উল্লেখ রয়েছে। আপনার সুবিধার্থে, আমি রিপোর্ট থেকে সংশ্লিষ্ট অংশ কপি করেছি, কারণ এই ঘটনাগুলো আমাদের জানা প্রয়োজন বলে মনে করি।
ইউএন রিপোর্ট, পৃষ্ঠা ৫৪, পরিচ্ছেদ ২২১:
"On 15 August, for instance, Awami League supporters commemorating the 1975 killing of former President Sheikh Mujibur Rahman were attacked, according to some witnesses, by BNP and Jamaat-e-Islami supporters, despite some students trying to intervene. Dozens, including many female Awami League supporters, were injured, and one Awami League leader reportedly died from his injuries two weeks later."
১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৩৯
আহসানের ব্লগ বলেছেন: সোর্স দেয়া আছে।
১২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:৪১
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আম্লিগ এখনো মানুষ হতে পারলোনা ওরা আম্লিগই থেকে গেলো।
১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৩৯
আহসানের ব্লগ বলেছেন: কিন্তু জামাত শিবির হিজু হয়ে গেল।
©somewhere in net ltd.
১|
১৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:৩৫
এ পথের পথিক বলেছেন: আসছেন গুজব লটাইতে ।
সেদিন ঐ ব্যক্তিকে হত্যা করা হয়েছে এটা কিভাবে জানতে পারলেন ? আপনি কি সেখানে উপস্থিত ছিলেন ? নাকি আপনি হত্যা করতে দেখেছেন ?
নাকি আপনি হত্যা করেছেন ?
এ কথা সত্যতা কি ?
আর রিপোর্ট কয়টা লাগবে ?
Bangladesh: UN report finds brutal, systematic repression of protests, calls for justice for serious rights violations
UN Human Rights investigation may support accountability for Bangladeshi student protests repression
Bangladesh protests probe reveals top leaders led brutal repression
Bangladesh: Critical UN report must spur accountability and justice