নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ › বিস্তারিত পোস্টঃ

কোন খালে বিলে ডোবার মধ্যে হাসপাতাল করে জনগনের টাকা শ্রাদ্ধ করেছে হাসিনা। দেখেন ছবিতে।

২৪ শে মার্চ, ২০২৫ রাত ৯:০৫

কোন খালে বিলে ডোবার মধ্যে হাসপাতাল করে জনগনের টাকা শ্রাদ্ধ করেছে হাসিনা। দেখেন ছবিতে।
অথচ এই হাসপাতাল টা এই আরবান এরিয়াতে না থাকলে আজকে আমরা আমাদের নক্ষত্র তামিম ভাইকে হয়তো ফিরে পেতাম না।
ভাবা যায়? ডোবার মধ্যে একটা হাসপাতাল এখানে ইমার্জেন্সি এনজিও গ্রাম টেস্ট, তারপরে রিং পড়ানোর ও ব্যবস্থা আছে। না মানে কেমনে কি!
শহরে অনেক বাঘা বাঘা প্রাইভেট ক্লিনিকেও ইমার্জেন্সি এসব করা যায় না

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০২৫ রাত ৯:১৮

জ্যাক স্মিথ বলেছেন: তামিম নতুন করে জীবন পেলেন। এর আগেও নাকি তার দুইবার তার হার্ট আ্যাটাক হয়েছিলো।

২| ২৫ শে মার্চ, ২০২৫ রাত ১২:২৯

চেংগিস খান বলেছেন:



এই হাসপাতাল তামিমের জন্য করেছেন; মনে হয়, সামনের বার সাকিবের জন্যও করবেন।

৩| ২৫ শে মার্চ, ২০২৫ সকাল ৭:৫৬

ঋণাত্মক শূণ্য বলেছেন: চিন্তা করা যায়, এমন সব উন্নত হাসপাতাল থাকতেও আপা নিজেই বিদেশে চিকিৎসার জন্য যেতেন!

৪| ২৫ শে মার্চ, ২০২৫ সকাল ৮:৪৫

আহলান বলেছেন: এসব প্রকল্পের আড়ালেই তো আপা বিলিয়ন বিলিয়ন ডলার পাচার করেছে ... ! এতো শত উন্নয়ন করেছে তো একটা নিরপেক্ষ নির্বাজন দিতে হাটু কাপেতো কেনো? জনগনের উপর আস্থা ছিলো না .... কেনো ? চোরের মার বড় গলা ...

৫| ২৫ শে মার্চ, ২০২৫ সকাল ৯:০৯

খাঁজা বাবা বলেছেন: আপাকে ফেরত আনেন, জলদি

৬| ২৫ শে মার্চ, ২০২৫ দুপুর ১:২৫

তানবির আহমেদ বলেছেন: আমজনতা আর তামিম, অনেক তফাৎ। এরা জাস্ট গলা কাটে। একবার গিয়ে চিকিৎসা নিয়ে দেখেন।

৭| ২৬ শে মার্চ, ২০২৫ সকাল ১০:৩৮

রাজীব নুর বলেছেন: ক্ষমতা আর টাকা থাকলে দেশের যে কোনো জায়গাতেই সুযোগ সুবিধার অভাব হয় না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.