নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ › বিস্তারিত পোস্টঃ

৫৫ টাকার চাল ইতিহাসের সেরা দাম (এখন ৮৫), এই দামে ওনাদের চোখে পানি আসেনা৷

১০ ই এপ্রিল, ২০২৫ দুপুর ১২:০৭

আমার বাবা সরকারি চাকরী করছে, একাই বিশাল যৌথ ফ্যামিলি চালাইসে৷ যার ফলে প্রচুর ঋণ হইসে৷ কিন্তু কোনোদিন চুরি করেন নাই৷ গ্রামীন ব্যাংক থেকে বাবা ১০ হাজার টাকা ঋণ নিসিলো৷
সেই ঋণ শোধ করতে আমার নিকট আত্মীয় মাস্টার্স পাশ কে রিকশা চালাইতে হইসে রাতের ১১ টার পরে অন্ধকারে৷
আজকে ইউনুস স্যার ৭৪ এর কথা ভেবে কেঁদে দিচ্ছেন৷ কিন্তু যেই আমেরিকার অমানবিক স্যাংশনে ৭৪ হইসে তা তিনি বলেন নাই৷
বাবার চাকরী অন্য শহরে ছিলো। বাড়িতে এসে অসুস্থ হয়৷ দুই মাস অফিসে যেতে পারেন নাই বেতন ও নিতে পারে নাই৷ ওরা জানতো বেতন পেলেই সব টাকা পাবে ওরা৷

তারপরেও আমার মাস্টার্স পাশ নিকট আত্মীয় রিকশা চালাতে বাধ্য হইসে৷
এই হচ্ছে আপনার গ্রামীন ব্যাংক৷

এই জীবন এর সকল ঘাত প্রতিঘাত দেখা আছে আমার৷ ভাতের মাড় খাওয়া এলাকা বাসি ছিলাম আমরা৷ পাড়ায় পাড়ায় ভাতের মাড় ফেলতোনা কেউ৷ এখন আবার সেই যুগ আসছে৷

৫৫ টাকার চাল ইতিহাসের সেরা দাম (এখন ৮৫), এই দামে ওনাদের চোখে পানি আসেনা৷

নাটক শুধু সেক্সপিয়ার ই বানান নাই৷
এখন পৃথিবীর এই চিপায় চাপায় সব খানে নাটক হচ্ছে৷

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১০ ই এপ্রিল, ২০২৫ দুপুর ১:৫২

নতুন বলেছেন: আমার বাবা সরকারি চাকরী করছে, একাই বিশাল যৌথ ফ্যামিলি চালাইসে৷ যার ফলে প্রচুর ঋণ হইসে৷ কিন্তু কোনোদিন চুরি করেন নাই৷ গ্রামীন ব্যাংক থেকে বাবা ১০ হাজার টাকা ঋণ নিসিলো৷
সেই ঋণ শোধ করতে আমার নিকট আত্মীয় মাস্টার্স পাশ কে রিকশা চালাইতে হইসে রাতের ১১ টার পরে অন্ধকারে৷


আপনার বাবা সরকারী চাকুরী কে ১০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন বুঝলাম।

কিন্তু আপনার মাস্টার্স পাশ আত্নীয় কেন সেই ঋণ শোধ করতে রিক্সা চালিয়েছিলেন?

১০ হাজার টাকার সপ্তায়ে সোধ করতে হবে ২৩১ টাকা। তার জন্য রিক্সা চালাইতে হয়েছে?

দেশের ব্যাবসাীয়রা পুরাই ধান্দাবাজ। তবে আপার সময়েও ২০২০ এর জুন মাসে মোটা চালের দাম ৫২.৩৯ পয়সা ছিলো সরকারী হিসেবে। তাহলে বাস্তবে বাজারে কত বলতে পারেন? অবশ্য আপনি তো তখন এই বিষয়ে পোস্ট করেন নাই তাই রেকড নাই।

১০ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৫:২৬

আহসানের ব্লগ বলেছেন: জ্বি আপার আমলে আমি ৫৫ বললাম। আপনি বললেন ৫৩।
আর এখন ৮৫।
হ্যা বাবার যক্ষা হওয়ায় ২ মাস বেডে ছিলেন, যৌথ ফ্যামিলির এক মাত্র কর্তা
হওয়ায় কোন সেভিংস ছিলনা। উল্টো ঋণ ছিল।
বেতন নিতে অফিসে যেতে পারেন নি। এখন কার মতন বেতন তখন ব্যাংকে দিতনা।
আর কোন সন্দেহ আছে?

NTV News

২| ১০ ই এপ্রিল, ২০২৫ দুপুর ২:০৯

রাসেল বলেছেন: উপরে দুই ব্লগারকর্তৃক দুই পক্ষের সমালোচনা দেখলাম, যা আমাদের দেশের পক্ষপাতদুষ্ট সমালোচনার সার্বিক চিত্র তুলে ধরেছে। দুটি মন্দ থেকে আমাদেরকে ভবিষ্যৎ সম্ভাব্য কম মন্দটি বেছে নিতে হবে। আর যদি পক্ষপাতদুষ্ট থাকি; দেশ যেমন আছে, তা আরো খারাপ হবে। পক্ষপাতদুষ্ট হবার উদ্দেশ্য হলো ব্যক্তিগত লাভ।

৩| ১০ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৫:৩১

অপু তানভীর বলেছেন: আপনার আপার আমলের সেরা দাম ৫৫ টাকা তার আগের আমলে ২০ টাকা ছিল।

১০ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৫:৪১

আহসানের ব্লগ বলেছেন: তা ৫ আগস্টের পরে কত বছর পার হইসে যে ৮৫ হয়া গেসে? দুই চার টাকা বাড়লে পক্ষে কথা বলতেন মেনে নিতাম। ২০ টাকা থেকে ডাইরেক্ট ৫৫ তো হয় নাই। বছরে ২-৪ টাকা করে বেড়ে ৫৫ তে আসছে। আর মহাজনের আমলে একলাফে ৮৫, এবং বেড়েই চলছে কমার নাম নাই।

৪| ১০ ই এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৬:১০

অপু তানভীর বলেছেন: এক কাজ করেন গ্রামীন ব্যাংক থেকে আপনারা বাবা যেমন ১০ হাজার টাকা ঋণ নিয়েছিল আপনিও নিন। সেই ঋণ শোধ করতে আপনার আত্মীয় রিক্সা চালিয়েছে । আপনি না নয় এই ঋণ শোধ করতে অটো চালাবেন। এখন অটোতে ভাল আয় হচ্ছে। তবে আপনার আপা এবং আপনারা নেতারা কিন্তু আরমারেই আছে। দামী দামী রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করছে, সেই ছবি আবার ফেসবুকে দিচ্ছে। দেশ থেকে লুটেপুটে তো নিয়ে গেছে নিজেদের জন্য আর আপনাদের রেখে গেছে কান্নাকাটি করার জন্য।

১০ ই এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৬:৪২

আহসানের ব্লগ বলেছেন: এখন ডলার বিপ্লবী রা ৫৫ টাকার চাল ৮৫ তে খাচ্ছে। সামু চালাচ্ছে বিকাশে পেমেন্ট পাচ্ছে। তাই তাদের গায়ে লাগেনা।

৫| ১০ ই এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৬:৪৩

নতুন বলেছেন: লেখক বলেছেন: জ্বি আপার আমলে আমি ৫৫ বললাম। আপনি বললেন ৫৩।
আর এখন ৮৫।


এখন মোটা চাল ৫৫ থেকে শুরু। আপার আমলেও ৫২.৩৯ ছিলো।

চিকন চাল ৮৫ বাসমতি আরো বেশি দামী।

আপনার আপা আর বিএনপি নেতারা নিজেদের জন্য রাজনিতি করে। ড: ইউসুন নিজের জন্য না দেশের জন্য চেস্টা করছেন। তাকে সাহাজ্য করলে দেশ এগিয়ে যাবে।

৬| ১০ ই এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৬:৪৭

নতুন বলেছেন: একটা জিনিস দেখে ভালো লাগছে সেটা হইলো।

নেটে আফসোসলীগের মিথ্যা ছড়ানো কমে গেছে।

গতকাল একজন পোস্ট দিলেন ড:ইউসুন চাইনিজ প্রেসিডেন্টের হাত বেশি জোরে ঝাকিয়েছে। ( অন্য দোষ না পেলে এই সবই পোস্ট করবে, নতুবা চাকরি থাকবেনা)

১০ ই এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:০৬

আহসানের ব্লগ বলেছেন: লল, একটা জিনিস লক্ষ্য করলাম ইউনুস সমর্থক দের লজ্জ্বা নাই। সেই বন্যার হাজার কোটি টাকার ত্রাণ থেকে শুরু করে,
লোক টাকে থামান বয়ান সৃষ্টি করে, মিনিটে মিনিটে মিথ্যা সুখ ভাইরাল করে তা মিথ্যা মিথ্যা প্রমাণ হবার পরেও হাল ছাড়েনা।

এই যেমন গতকালের জাতীয় টপিক ছিল বাংলাদেশ না নাকি গ্লোবাল র‌্যাংিকং এ ১২৩ তম ছিল আর্মস সক্ষমতায় আর ৬ মাসে নাকি মহাজন ৪৭ এ এনছে।

এই মহাজাগিতক প্রপাগান্ডু দের দেখে খুব ই পুলকিত হই । এদের লজ্জ্বা নাই।
এদের লজ্জ্বা নাই।

৭| ১০ ই এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:৩৫

নতুন বলেছেন: এই যেমন গতকালের জাতীয় টপিক ছিল বাংলাদেশ না নাকি গ্লোবাল র‌্যাংিকং এ ১২৩ তম ছিল আর্মস সক্ষমতায় আর ৬ মাসে নাকি মহাজন ৪৭ এ এনছে।

লোক টাকে থামান আর ৪৭ রেংকিং =p~

কিছু অতি উতসাহি ফেসবুক ওয়ালাদের কাজই হচ্ছে কপি পেস্ট করা। ছাগলের ৩ নং বাচ্চার মতন, কিছু একটা পেলেই সেয়ার করে।

তবে আফসোসলীগের প্রোপাগন্ডা তো সেই লেভেলের। B-))

১০ ই এপ্রিল, ২০২৫ রাত ৮:২২

আহসানের ব্লগ বলেছেন: লোক টা কে কেউ থামান,
লাগেজ নাকি ১০ মিনিটে হাজির পরে জানা গেল আগের চেয়ে বেশী সময় আর বিমান বন্দরে অটো রিকশা ঢুকে এখন।

লোক টাকে কেউ থামান,
পাচার হওয়া ৩০ হাজার কোটি টাকা ফেরত।
পরে জানা গেল অন্যান্য খাতে বরাদ্দ হওয়া ৩০ হাজার কোটি টাকা বরাদ্দ বাতিল করে মূল চ্যানেলে ফিরিয়ে আনসেন শুধু।

লোক টা কে কেউ থামান,
পদ্মা সেতুতে ১৮০০ কোটি টাকা সাশ্রয় করেছেন।
পরে জানা গেল এটা লীগের আমলের সাশ্রয়ের নিউজ দিয়ে নির্লজ্জ্ব ক্রেডিট নিসে।

এই লেভেলের প্রপাগান্ডা লীগ দেখায় নাই। পারে ও নাই।

এছাড়া গ্যাস ভারতে দিয়ে দেওয়া, ভারতের রাডার ফী বাবদ শেখ হাসিনা নাকি বছরে দের বিলিয়ন খরচ করসে।
জামাত শিবির এর প্রপাগান্ডুরা এসব প্রচার করে লোক ক্ষেপাইসে।
এখন আমরা জানি কি সবই মিথ্যা। রাডারে এক টাকাও দেয়া হয় নাই।

ভাই প্রপাগান্ডা নিয়া লীগেরে আর দায় দিয়েন না। এই দলটা ইতিহাসের সেরা ভিকটিম।
এহেন কোন প্রপাগান্ডা নাই যে এদলের বিরুদ্ধে রটানো হয় নাই।

যুক্তফ্রন্টে ভোট দিলে বিবি অটো তালাক হয়া যাবে।
তা জবাবে ভাসানী কইলো এহন কি তগ লুঙ্গি তুইলা দেহান লাগবো?

৮| ১০ ই এপ্রিল, ২০২৫ রাত ১১:০৭

ইফতেখার ভূইয়া বলেছেন: ব্যাংক থেকে লোন নিলে সেটাতো পরিশোধ করতেই হবে তাই না? অবশ্য আওয়ামী লোক হলে ভিন্ন কথা। তো, পরিশোধের টাকা আপনি রিক্সা চালিয়ে দেন আর চুরি দেন, সেটাতো আপনার সমস্যা। টাকা দিয়ে কিছু করতে পারলে সেটা থেকে মুনাফা আসার কথা। সেটা যেহেতু আসে নি, ধরে নেয়া যায় সেটা কোন ব্যবসায়িক কাজের জন্য নেয়া হয় নি, ব্যক্তিগত কাজে নেয়া হয়েছে। এখানে ব্যাংকের দোষ কোথায়? এসব কথা বলে মানুষের হাসির পাত্র হ্ওয়া ছাড়া আর কোন কিছু অর্জন হবে বলে মনে হয় না।

১১ ই এপ্রিল, ২০২৫ সকাল ১১:৩৮

আহসানের ব্লগ বলেছেন: হ ভাই এমন চাপ দাও যে ২-৪ হাজার টাকার জন্য শত শত নারীর সুইসাইড করতে হয়।

৯| ১১ ই এপ্রিল, ২০২৫ রাত ১:০৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



এনজিও রা মহিলাদেরকে ঋণ দেয়।
কোন পুরুষ মানুষকে ঋণ দেয়া এনজিও র কাজ না।

১১ ই এপ্রিল, ২০২৫ সকাল ১১:৩৮

আহসানের ব্লগ বলেছেন: জ্বী বস। মায়ের নামেই নেয়া হইসে।

১০| ১১ ই এপ্রিল, ২০২৫ সকাল ৯:০৩

রাজীব নুর বলেছেন: অত্যন্ত দুঃখজনক।

মানুষের জীবনে দুঃসময় আসে। কিন্তু সেটা দীর্ঘস্থায়ী হয় না।

১১| ১১ ই এপ্রিল, ২০২৫ সকাল ৯:০৫

রাজীব নুর বলেছেন: আমি নাজির শাইল চাউল খাই। সেটা কেজি ৯০ টাকা।
কেউ কেউ ৯৫ টাকাও রাখে। ইউনুস সাহেব কি উন্নতি করছেন সেটা অনভব করতে পারছি না। সবাই বলছে সবজির দাম কম। সবজি কিনতে গিয়ে দেখি, সবজির দাম মোটেও কম না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.