![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেওয়ান বাগী কে চাদে দেখা যায়, সে আল্লাহর সাথে কথা বলে , তার মেয়ে আল্লাহর সাথে কথা বলে , এবং আরো অনেক কিছু । কিন্তু ব্লগে অথবা অন্য কোন মাধ্যমে এই ইবলিস টাকে নিয়ে তেমন কোন মাতামাতি নাই কেন। আসুন আমরা সবাই যে যার অবস্থান থেকে মানুষ কে এই ইবলিসটার হাত থেকে রক্ষা করার চেষ্টা করি।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৬
ahsanhimu বলেছেন: আমি জামাত শিবিরের দালাল না নি:সন্দেহে কিন্তু আপনি আপনি যে দেবার মুর্খ মুরিদ সেটা ১০০% সত্য। যদি লেখাপড়া জানেন তাহলে মাসিক আত্নার বানী, আল্লাহ কোন পথে , রাসুল কি সত্যিই গরিব ছিলেন , এই বইগুলি পড়ে দেখেন । তবে ভাই একটি অনুরোধ পড়ার আগে ১ হাজার বার আসতাগফিরুল্লাহ পড়ে নেবেন। আমি বই গুলি পড়েছি । যে কোন মুসলমান এই বইগুলি পড়লে দেবার মুখের উপার পায়খানা করবে। ছড়ি পায়খানা ও করবে না। কারন পায়খানাটাও নুংরা হয়ে যাবে।
জানুয়ারি সংখ্যাটা পড়বেন মাসিক আত্না্র বানী ।
২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৪
হিতৈষী বলেছেন:
দেওয়ানভাগী মুক্তিযোদ্ধা !!!!!!!!!!!
হাসতেই আছি.>>>
৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৫
কিং ফারুক বলেছেন: দেওয়ানবাগী মুক্তিযোদ্ধা এটা শুনে হাসির কি হলো!!!!! কাদের মোল্লার মতো বোদাইরা অবশ্য এমনি এমনি হাসে।........খা........পো..........
৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩০
আহির মাহাসিন বলেছেন: দেওয়ান বাগ শরীফের পাশের বাসায় আমি তিন মাস ছিলাম। ভন্ডামীর শেষ নাই। একবার শুনি তার এক মুরীদ ওয়াজ করছে। দেওয়ান বাগের পীর নাকি স্বপ্নে দেখছে নবী (স) নর্দমার মাঝে পরে আছে এবং তিনি নবী (স)কে টেনে তুলছেন।
ঐ একই সাগরেদ আরো বলেছেন, চাদে নাকি দেওয়ান বাগ পীরের ছবি দেখা যায়। একদম ভন্ডামী
৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫২
নতুন বলেছেন: কিং ফারুক ভাই >>
দেওয়ান বাগের পীর নাকি স্বপ্নে দেখছে নবী (স) নর্দমার মাঝে পরে আছে এবং তিনি নবী (স)কে টেনে তুলছেন।
ঐ একই সাগরেদ আরো বলেছেন, চাদে নাকি দেওয়ান বাগ পীরের ছবি দেখা যায়।
এই সব কি ভুল????
৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৫
এস আর সজল বলেছেন: আমি শুনছি "ওই মোটা লোক"টার গোসল করা পানি দিয়া নাকি বিরিয়ানি রান্না কইরা পাবলিকরে খাওয়ায়???? :-& :-& :-&
৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:১৪
হিতৈষী বলেছেন: এস আর সজল বলেছেন: আমি শুনছি "ওই মোটা লোক"টার গোসল করা পানি দিয়া নাকি বিরিয়ানি রান্না কইরা পাবলিকরে খাওয়ায়????
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৬
ahsanhimu বলেছেন: ভাই হি কথাটা একদম সত্য । আর একটা ঘটনা বলি । মাসিক আত্নার বানী জানুয়ারি সংখ্যা। (সংক্ষেপে বলছি)দেবার মেয়ের জামাই হজ্জে যাবে তাই আল্লাহর অনুমুতি লাগবে , তখন সে মোরাকাবায় বসে আল্লাহর দরবারে গিয়ে দেখে আল্লাহ মাইকে কথা বলতেছে এবং আল্লাহর দরবারে অনেক পীড় দরবেশ বসা তখন সে আল্লাহর কাছে হজে যাওয়ার অনুমুতি চাইলে আল্লাহ তার দরবারে বসা পীড় দরবেশদের কাছে জিজ্ঞাস করলো একে হজে যাওয়ার অনুমুতি দেওয়া যায় কিনা । তখন পীড় দরবেশরা অনুমুতি দিলে আল্লাহ ও অনুমুতি দিল ।
এখন বুঝেন এরা কি ????????????????????? আসতাগফিরুল্লাহ
৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৫
হিতৈষী বলেছেন: লেখক বলেছেনঃ'.।.।.।।এখন বুঝেন এরা কি ????????????????????? আসতাগফিরুল্লাহ'
৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৫
হিতৈষী বলেছেন: লেখক বলেছেনঃ'.।.।.।।এখন বুঝেন এরা কি ????????????????????? আসতাগফিরুল্লাহ'
©somewhere in net ltd.
১|
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৯
কিং ফারুক বলেছেন: কারো সম্পর্কে কোন কিছু সঠিকভাবে না জেনে মন্তব্য করা ঠিক না। আপনার যদি দেওয়ানবাগ সম্পর্কে বিস্তারিত জানার আগ্রহ থাকে তাহলে আপনি দেওয়ানবাগ গিয়ে জেনে আসতে পারেন। অযথা না জেনে কারো সম্পর্কে উল্টা-পাল্টা মন্তব্য করা কোন ভদ্র লোকের কাজ নয়। দেওয়ানবাগের হুজুর একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি ৩নং সেক্টরে মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেছিলেন। আমি যতদূর জানি যে, জামায়াত-শিবির পন্থীরা তাঁকে পছন্দ করে না। আপনি জামায়াত-শিবিরের দালাল কিনা আমি জানি না।