![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
You may have noticed, I don’t put myself in to scary situation.
চিঠি:
ইদানিং আমার সি আর টি মনিটর চালানোর কিছু সময় পর স্ক্রিন লাল হয়ে যায় এবং আস্তে আস্তে কালো হতে শুরু করে। মনিটর কিছু সময় বন্ধ রাখার পর আবার চালালে ঠিক হয় তারপর আবার একই ঘটনা। আমি আমার সিস্টেম মতো একবার চালু একবার বন্ধ করে কাজ চালিয়ে যাচ্ছিলাম। নতুন মনিটর কেনার ইচ্ছা আমার বিন্দুমাত্র নাই। কিন্তু আমার ক্লাস থ্রীতে পড়ুয়া ভাগ্নি বাসার সকল লিলিপুটদের পক্ষ হয়ে চিঠি লিখেছে যে, মনিটর সমস্যা করার কারনে তাদের গেমস খেলতে সমস্যা হচ্ছে। তাই অবিলম্বে নতুন মনিটর আনতে হবে। তা নাহলে আবার আমাকে যে শাস্তির মুখে পড়তে হবে।
আসলেই মামা বাড়ীর আবদার। যাই হোক আবদার মেটাতে গতকাল নতুন মনিটর কিনে ফেললাম। এই যাত্রায় মনে হয় শাস্তির হাত থেকে বেচে গেলাম।
১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২০
তানভীর আহমেদ সিদ্দিকী বলেছেন:
২| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৩০
জাহাঙ্গীর জান বলেছেন: মা, আর মায়ের ভাই । মামার বাড়ির আবদার এর নাম ॥ সেটা কি করে পুরণ না হয় ?
১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২০
তানভীর আহমেদ সিদ্দিকী বলেছেন: সেটাই।
৩| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:০২
আয়রন ম্যান বলেছেন: হা হা হা, চিঠিটা ভালো লাগলো।
১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২১
তানভীর আহমেদ সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ। ভাগ্নিটারে বলতে হবে।
৪| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ২:২৯
নিমতিতা বলেছেন: মজার ঘটনা
১৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৬
তানভীর আহমেদ সিদ্দিকী বলেছেন:
৫| ১৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৭
আহমেদ সাব্বির পল্লব বলেছেন:
১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪০
তানভীর আহমেদ সিদ্দিকী বলেছেন:
©somewhere in net ltd.
১|
১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:২১
তুতুষার বলেছেন: চিঠি ভালৈছে।