নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তানভীর আহমেদ

Good things come to those who wait. https://www.facebook.com/wikitanvir

তানভীর আহমেদ সিদ্দিকী

You may have noticed, I don’t put myself in to scary situation.

তানভীর আহমেদ সিদ্দিকী › বিস্তারিত পোস্টঃ

তারানকো সাহেবের যে দিকটা পছন্দ হল❦❧❦❧

১০ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৪

মিস্টার অস্কার ফার্নান্দেজ তারানকো সমস্যা সমাধানের জন্য যেই পরিমাণ ছোটাছুটি করছেন তা দেখে ভাল লাগছে যে অন্তত একটি পক্ষ অপেক্ষাকৃত উত্তম কিছু করতে আগ্রহী। উনার ছোটাছুটি ভাল লাগার সাথে সাথে আরেকটি যে জিনিস ভাল লেগেছে তা হল উনার হেয়ার স্টাইল। ৪-৫ দিন পুরা বিদ্যুৎ এর বেগে ছুটছেন তারপর উনার চুল এদিক সেদিক হয় নাই। কঠিন।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১০ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৪

বিশ্বাস করি 1971-এ বলেছেন: সবচেয়ে বড় একটা জিনিস মিস করলেন রে ভাই! এই লোকটার negotiation capacity এবং ধৈর্য্যেরও প্রশংসা করা উচিত। আমাদের motherfucker নেতা নেতৃরা এদের থেকে কিছু শিখলে হয়। রাজনীতির মাঠে সবচেয়ে বড় গুণ হইলো negotiation করার ক্ষমতা। অমানুষগুলা দেইখা কিছু শিখলে হয়।

১০ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৪

তানভীর আহমেদ সিদ্দিকী বলেছেন: বিশ্বাস করি আপনার কথা।

২| ১০ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩১

মদন বলেছেন: একচুল নড়চড় হবে না :)

১০ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৯

তানভীর আহমেদ সিদ্দিকী বলেছেন: সেটাই দেখছি।

৩| ১০ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১১

কলাবাগান১ বলেছেন: জাতিসংঘ থেকে বাংলাদেশ শান্তিবাহিনীকে প্রত্যাহারের কথা বললেই তো হাসিনার সরকার পড়ে যায়.......

তার মানে হাসিনার সংবিধানের মতে নির্বাচন করার কথার মধ্যে যুক্তি আছে.. নাহলে তারানকো শান্তিবাহিনী প্রত্যাহারের থ্রেট ইউজ করত

১০ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১২

তানভীর আহমেদ সিদ্দিকী বলেছেন: কি জানি বাপু। অত কিছু বুঝি না। শান্তি চাই।

৪| ১০ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৮

হেডস্যার বলেছেন:
লোকটার তৎপরতা আমার ও ভালো লাগছে। চুলের ব্যাপারটা মজা লাগছে। B-)

১০ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮

তানভীর আহমেদ সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ।

৫| ১০ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৭

রায়ান ঋদ্ধ বলেছেন: জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর নাম করে যখন মার্কিন সেনা দেশটাকে নিয়ন্ত্রণে নেবে সেটা কি দেশের সার্বভৌমত্বর উপর একটা ঝুঁকি না?? আমরা ভালো করেই জানি মার্কিন উপনিবেশবাদ কিভাবে বিস্তৃত তা সত্ত্বেও এমন একটা প্রস্তাবে রাজী হওয়ার অর্থ শেয়ালকে মুরগী দেখাশোনার দায়িত্ব দেওয়া!

ঘরের সমস্যা ঘরে মিটবে এর জন্য আদালতে যেতে হইলে বুঝতে হবে পরিবার বলে আর কিছু নাই। দেশের শাসন ব্যবস্থার নির্বাচনে ভিনদেশীদের হস্তক্ষেপ অর্থাৎ দেশ বলে আর কিছু নাই! এর থেকে বলেন এই মুহূর্তে একটা শান্তিপূর্ণ অবস্থায় কিভাবে দেশকে আনা যায়। জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর দেখাশুনায় নির্বাচন প্রস্তাবকে কড়া গলায় না!!

১০ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮

তানভীর আহমেদ সিদ্দিকী বলেছেন: ১০০ % খাটি আপনার কথা।

৬| ১০ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫০

টুনা বলেছেন: তারানকো সাহেব প্রিয় ফুটবলার ম্যারাডোনার দেশের লোক। সে একজন জিনিয়াস যার জন্য এতোবড় পোস্ট হোল্ড করেন।

১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২৩

তানভীর আহমেদ সিদ্দিকী বলেছেন: ok Tuna

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.