![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
You may have noticed, I don’t put myself in to scary situation.
আজ সকালে মৎস ভবন থেকে শিখড় নামক বাসে চড়ে মিরপুর গেলাম। বাসে যখন উঠি তখন ৭/৮ জন যাত্রী ছিল। শাহাবাগে এসে কিছু যাত্রী উঠা নামা করলো। ফার্মগেটে এসে নতুন করে ১০/১২ জনের মত উঠলেন। অবরোধের ভয়ের কারণে এই বেহাল অবস্থা। আগারগাঁও আসা পর্যন্ত আমি বাদে সব যাত্রী বিভন্ন জায়গায় নেমে গেলেন। আগারগাঁও থেকে মিরপুর ১০ নম্বর গোল চত্বর পর্যন্ত বাসে আমি, বাসে ড্রাইভার এবং হেল্পার এই তিন জন মানুষ। বাসে সিট গুনলাম। মোট ৪১ টি। বাসের মালিক বেচারা পুরাই ধরা। রিজার্ভ করা বাসের অনুভূতি পেলাম, মাত্র ২০ টাকা খরচ করেই। ফিলিং অচাম।
১৭ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১১
তানভীর আহমেদ সিদ্দিকী বলেছেন: বাহ! বাহ!
২| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫১
হাসান কালবৈশাখী বলেছেন:
ইদানিং হরতালে সব রুটেই বিপুল সংখক বাস চলছে।
মিরিপুরের বাস সকালের দিকে 'ডাউন রুটে' নরমাল টাইমেই যাত্রিই থাকে না।
তখন 'আপ রুটে' মতিঝিলের দিকে আফিসগামি যাত্রিদের শ্রোত।
তখন দাঁড়ানোর যাগাই পাবেন না,
১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৬
তানভীর আহমেদ সিদ্দিকী বলেছেন: ১ দিনের জন্য রাজা হইলাম আরকি।
৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২৯
মোঃ আনারুল ইসলাম বলেছেন: বাহ বেশ মজার ত।
৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩৪
সুমন কর বলেছেন: ১ দিনের জন্য রাজা
©somewhere in net ltd.
১|
১৭ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৬
নীল-দর্পণ বলেছেন: বাহ! বাহ!