![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
You may have noticed, I don’t put myself in to scary situation.
হরতাল বা অবরোধের সময় ঢাকা শহরের ভিআইপি মর্যাদা দেওয়া রাস্তাগুলোতে দেদারসে রিক্সা চলে। এরকম একটি রাস্তায় আজ দেখি এক লোক তার ব্যক্তিগত ঘোড়া নিয়ে যাচ্ছেন। ঘোড়ার খুর পিচ ঢালা পথে ঠক ঠক শব্দ তুলেছে। ঘোড়সাওয়ারীও বেশ দেখতে। চোখে সানগ্লাস, এক হাতে সিগারেট অপর হাতে ঘোড়ার দড়ি। চলন্ত ঘোড়ায় সিগারেট টান দেওয়ার মধ্যে এক ধরনের রহস্য রহস্য ভাব আছে। পরনে তার লুঙ্গি। গাঁয়ে গেঞ্জি। ঘোড়া এবং ঘোড়সাওয়ারী দুজনেই গম্ভীর মুখে রাজা রাজা ভাব নিয়ে সব রিক্সাগুলো পিছনে ফেলে শাঁই শাঁই করে এগিয়ে যাচ্ছে। তখন গেঞ্জির পিঠের দিকটা দেখতে পেলাম। পিছনে লেখা " I ❤ NY"। হার্টের রং লাল। দেশের যেই অবস্থা তাতে "I ❤ BD" লোগো সম্বলিত গেঞ্জি মনে হয় আর পাওয়া যাচ্ছে না। আপচুচ।
১৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪
তানভীর আহমেদ সিদ্দিকী বলেছেন: প্রথমটুকু?
©somewhere in net ltd.
১|
১৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪
বোকার হদ্দ বলেছেন: প্রথমটুকু খুব ভালো লাগলো। ব্যাপক রোমাঞ্চকর!!