নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তানভীর আহমেদ

Good things come to those who wait. https://www.facebook.com/wikitanvir

তানভীর আহমেদ সিদ্দিকী

You may have noticed, I don’t put myself in to scary situation.

তানভীর আহমেদ সিদ্দিকী › বিস্তারিত পোস্টঃ

☄☄সহজেই লাখ টাকা আয় করুন অল্প সময়েই☄☄

২৩ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭

ওয়াঞ্চ আপন আ টাইম কোন রাজা বাদশাহ যদি জলদস্যু, চোর, ডাকাতদের ধরতে কিংবা সাজা দিতে ব্যর্থ হতেন তখন তাদের রাজ সভায় চাকরীর লোভ দেখানো হত। দস্যুগিরি ছেড়ে দিলে রাজসভায় অমুক পদ পাবে। দস্যু প্রধান তখন জলের দস্যুতা ছেড়ে রাজ সভায় যোগ দিত প্রজাদের কল্যাণ করার জন্য।



আজ ডিএমপি এক বিজ্ঞপ্তিতে ঘোষণা দিয়েছে হাতেনাতে নাশকতাকারী ধরলে লাখ টাকা পুরস্কার। এই বিজ্ঞপ্তিতে তো নাশকতা বন্ধ করার কোন গন্ধই পেলাম না। ব্যপারটা এমন হল অগ্নিসংযোগ ও ভাঙচুর চলতেই থাকুক এটাই আমরা চাই কিন্তু কেউ নাশকতাকারী কে ধরিয়ে দিতে পারলে সে পুরস্কার পাবে। এ রকম পুরুস্কার ১টাও নরমাল পাবলিক পাবে না। সব টিভি রিপোর্টাররা নিয়ে যাবে। হাজার হোক উনারাই নাশকতাকারী ব্যক্তির সবচাইতে কাছে থাকে। মাঝে মাঝে অনুপ্রেরণাও দিয়ে থাকেন বটে। ডিএমপির বিজ্ঞপ্তিতে প্ররোচনা দেওয়া ব্যক্তি ধরিয়ে দেওয়ার উপরও পুরস্কার রাখা উচিৎ ছিল।



লাখ টাকা অনেক বড় ব্যপার। এই উপহার না দিয়ে যদি বলা হত নাশকতাকারী যদি অগ্নিসংযোগ ও ভাঙচুর না করে ফিরে আসে তবে তাদের পুরুস্কার দেওয়া হবে। এতে যেমন তাদেরও উপকার হত আমাদেরও হত এবং ব্যপারটা কার্যকারী বেশী হত বলে মনে করি।



ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার যোগ্যতা সবার থাকে না। থাকলে এই বিজ্ঞপ্তি প্রকাশ হত না। যাই হোক লাখ টাকা কামাইতে চাইলে এ-সংক্রান্ত তথ্য দিন ৯৩৬২৬৪০, ০১১৯১-০০১১০০,০১৬৭৮-০২৪৬৫২ নম্বরে। এ ছাড়া [email protected] ই-মেইল এবং ফেইসবুকে http://www.facebook.com/dmp.dhaka এই ঠিকানায় তথ্য দেওয়া যাবে।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫০

উড়োজাহাজ বলেছেন: :-B :-B

২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২৭

তানভীর আহমেদ সিদ্দিকী বলেছেন: কত বড় চোখ রে বাবা।

২| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪

ক্যপ্রিসিয়াস বলেছেন: ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার যোগ্যতা সবার থাকে না।আনেক মুল্যবান একটা কথা বলেছেন ।

২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২৮

তানভীর আহমেদ সিদ্দিকী বলেছেন: আমার কথা না। কই যেন পড়েছি।

৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০২

মোঃ আনারুল ইসলাম বলেছেন: লোব (লোভ নয়) হচ্ছে ত লাখ টাকা পুরস্কার লওয়ার ।

২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২৯

তানভীর আহমেদ সিদ্দিকী বলেছেন: কাউকে প্ররচিত করেন তারপর ওই নম্বরে কল দেন।

৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪৪

ঢাকাবাসী বলেছেন: আরে ভাই একবার ট্রাই করে দেখেন লাখ টাকা চাঙে সোজা আপনেরেই সত্তুর দিনের রিমান্ডে নিয়া গেসে! পুলিশের লগে ফাজলেমী!

২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪৬

তানভীর আহমেদ সিদ্দিকী বলেছেন: বাঘে ধরলে ১৮ ঘা, পুলিশ ধরলে ৩৬...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.