![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
You may have noticed, I don’t put myself in to scary situation.
সারা জীবন নিজের মা বাবাকে, বাবা মা/ আব্বু আম্মু ইত্যাদি শব্দে কতবার ডেকেছি তার কোন খবর নাই। বিবাহ করার পর অন্য এক লোক আর লোকনী কে মা বাবা বলে ডাকতে হপে। উড়ি বাবারে ভাবতেই গলা শুকিয়ে যায়। খুবই পচা একটা নিয়ম। বিবাহিত ভাই এবং বোনেরা আপনারা কী ভাবে এটা ম্যনেজ করেছেন? হেল্প মি।
২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৯
তানভীর আহমেদ সিদ্দিকী বলেছেন: এখন কী করতাম?
২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪০
তানভীর আহমেদ সিদ্দিকী বলেছেন: আমি জীবনেও ওই লোকরে আব্বা কইতাম পারতাম না।
২| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৩
রাজীব বলেছেন: একটু চেন্জ করে ডাকুন, মনে করুন আপনি আপনার বাবা কে আব্বা ডাকেন তাহলে শশুরকে বাবা, ডাকুন বা আব্বু ডাকুন, বা ড্যাডি ডাকুন বা পাপা ডাকুন। শাশুরীর বেলায়ও তাই
২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০২
তানভীর আহমেদ সিদ্দিকী বলেছেন: শাশুরী কে কী পাপী ডাকা যাবে?
৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:৪৩
শেলী বলেছেন: আপনার মা বাবাকে আপনার বউ কি ডাকে সেটা খেয়াল করুন, তারো ত কষ্ট হয়।
২৪ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৩৩
তানভীর আহমেদ সিদ্দিকী বলেছেন: অবশ্যই। সম্পূর্ণ এক মত। আমি তো জোড় করছি না। না ডাকলে ক্ষতি নাই।
৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৩৯
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
মাম্মি আর পাপা ডাকতে পারেন।
২৪ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪৮
তানভীর আহমেদ সিদ্দিকী বলেছেন: নইজ্জা লাগে।
৫| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:০৩
পার্থরূপ বলেছেন: শশুড় শাশুড়ি কে আব্বা আম্মা ডাকা গুনাহ ,নবিজী হয়রত আবুবকর কে নাম ধরে ডাকতেন
২৪ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪৯
তানভীর আহমেদ সিদ্দিকী বলেছেন: এটা জানা ছিল না।
৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:০৩
মৈত্রী বলেছেন:
Mr. (your Father-in-laws name)
example: Mr. Shikder
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৩৬
তানভীর আহমেদ সিদ্দিকী বলেছেন: কপাইবো আমারে।
©somewhere in net ltd.
১|
২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০৩
বোকার হদ্দ বলেছেন: ইয়া আল্লাহ! আপনিও এই ঝামেলায় পড়েছেন? আমি তো এখনও আমার শ্বাশুড়িকে কিছু ডাকতে পারছিনা। অথচ বিয়ের বয়স প্রায় সাত বছর। ভালো শ্বশুড় সাহেব বেচে নেই। বেচে থাকলে তো তার সাথে ইন্টার্যাকশন হয়েই যেত। অথচ আমার পরিচিত কফিল ভাই আ-ব-ব্বা, আম--মা বলে কি আবেগ মাখা গলায় যে ডাকে আমাই লইজ্জা লাগে। আব্বা-আ-আ!