![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
You may have noticed, I don’t put myself in to scary situation.
এবারের ঈদে হাতি সাইজের গরু যে কিনবে, সে বেচারে মনে হয় বেশ বিপদেই পড়বে। কুরাবির গরুকে নাকি হরমোন, স্টেরয়েড খাওয়ানো হয়েছে মোটাতাজা দেখানোর জন্য। তারপর আবার কিডনি বন্ধ হয়ে যাওয়ার ওষুধ। তাতে গরুর ইয়ে করা বন্ধ হয়ে যায়। তখন তার পেটটা ওঠে ফুলে। তাতে গরুকে লাগবে নাদুস নুদুস। সেই গরুর মাংস খেলে মানুষের শরীরেও যাবে ক্ষতিকর হরমোন, স্টেরয়েড, কিডনি বিনষ্টকারী উপাদান।
তাই এবারের কুরবানির ঈদে ভেজাল গরু কুরবানি না দিয়ে, নিজের ভিতরে পশুটাকে কুরবানি দিতে হপে, যাতে করে আগামী ঈদে ফ্রেশ , স্লিম, আকর্ষণীয় একখানা গরু পাইতে পারি।
©somewhere in net ltd.