নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তানভীর আহমেদ

Good things come to those who wait. https://www.facebook.com/wikitanvir

তানভীর আহমেদ সিদ্দিকী

You may have noticed, I don’t put myself in to scary situation.

তানভীর আহমেদ সিদ্দিকী › বিস্তারিত পোস্টঃ

**দাড়িওয়ালা ছেলের গল্প**

০৪ ঠা অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৫

১. অনি ছেলেটার সাথে আমার পরিচয় হল ৪/৫ মাস আগে। কিছুদিন হল বার কাউন্সিলের সনদ পেয়েছে। এর মধ্যে কাজ কর্মে ভাল দখল হয়েছে। মামলার রেফারেন্স বের করে চোখের নিমেষে, লিগ্যাল নোটিশ বা মামলা লেখে সুন্দর সহজ ভাষায়,কোর্টে কথা বলা ইত্যাদি সব ক্ষেত্রে বেশ স্মার্টনেসের পরিচয় দিয়ে যাচ্ছে। আয় রোজগারও ভালই হচ্ছে তার। এখানে বলে
রাখা ভাল তার আবার দাড়ি রাখার শখ। স্টাইল করে দাড়ি রাখা শুর করে সে। পরে কি দিয়ে কি করে যেন, মন চেঞ্জ করে, ধর্মের কারনে দাড়ি রেখেই দেয়। ঝামেলা তখনই বাধে। যতদিন স্টাইল করে দাড়ি রেখেছে ততদিন কেউ কোন কমেন্ট করে নাই। নিয়ত চেঞ্জ করে, যখনই ধর্মের কারনে দাড়ি রাখা শুরু হল, তখন থেকে শুরু হল নানা ধরনের কথা শোনা। মর জ্বালা, মানুষ দেখি তার কাজের মূল্যায়ন না করে, হুদাই বেহুদা কাজের পিছনে লাগছে।

২. চৈতালি মেয়েটা থাকে রামপুরায়। সারাদিন পড়ে। কয়েকদিন আগে তার মাস্টার্স পরীক্ষার রেজাল্ট বের হল। বেধড়ক রেজাল্ট করেছে। সিজিপিএ ৩.৯৬ আউট অফ ৪। চাকুরীর জন্য বেশী দিন অপেক্ষা করতে হল না। আইডিএলসিতে কি যেন এক ছাতার মাথা বেশ ভাল এক পোস্টে চাকরী পেয়ে গেল। মান্থলি বেতন শুরুতেই ৪০,০০০/- টাকা। ওরে সর্বনাশ অনেক টাকা।

৩. সাব্বির ছেলেটা দেখতে ডেয়ারিং সুন্দর। ছেলেদের এত সুন্দর হলে, চেহারাতে মেয়ালী মেয়ালী ভাব চলে আসে। সাব্বিরের সাথে আমার পরিচয় হাসান এন্ড এসোসিয়েটস এর চেম্বারে। কাজ কর্মে আছে মোটামুটি। তবে তার আবার মাঝে মাঝে লাল পানি খাবার অভ্যাস আছে। সপ্তাহে ১/২ বার না হলে চলেই না। আধুনিক ছেলে তো।

৪. সাম্প্রতিক সময়ে অনির পরিবার থেকে বিয়ে জন্য পাত্রী দেখা শুরু করেছে। ঘটনা চক্রে চৈতালির কাছে অনির বায়োডাটা যায়। সব দেখে শুনে চৈতালির মন্তব্য হল "ছেলের সবই ঠিক আছে, কিন্তু ওই দাড়িই সমস্যা"। দাড়িওয়ালা ছেলে বিয়ে করলে, আমার বন্ধু বান্ধবরা হাসাহাসি করবে। সো বাদ।

৪.১ সাব্বির বিয়ে করার জন্য মেয়ে খুঁজছে। আইডিএলসিতে এক মামলার কাজে গিয়ে তার সাথে চৈতালির পরিচয়। মেয়েটাকে তার বেশ পছন্দ হয়। ভাল আয় করে, দেখতে মোটামুটি ভালই। কথাবার্তা বলে মাস খানেক আগে চৈতালির সাথে তার বিয়ে হয়। রিয়াদের লাল পানির টাকার জন্য এখন তেমন চিন্তা করতে হয় না। বউয়ের আয় সাপোর্ট দিয়ে যাচ্ছে।

৫. অনি, চৈতালি, সাব্বিরের পরে গল্প টু বি কন্টিনিউড...

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা অক্টোবর, ২০১৪ রাত ১১:১০

আরজু পনি বলেছেন:

:|

২| ০৫ ই অক্টোবর, ২০১৪ রাত ১:০৭

কলমের কালি শেষ বলেছেন: গল্পটা এর আগেও কোথাও যেন পড়েছি । মনে হয় ফেইজবুকে । আপনি লিখেছিলেন ?

০৫ ই অক্টোবর, ২০১৪ সকাল ৯:৪৯

তানভীর আহমেদ সিদ্দিকী বলেছেন: ফেসবুকে প্রথমে পোস্ট করি। তবে এ ধরনের আরো লেখা নেটে আছে। ধন্যবাদ কমেন্টের জন্য।

৩| ০৫ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:১০

অপূর্ণ রায়হান বলেছেন: চিরায়ত সত্য ঘটনা ।

ঈদ মুবারক :)

০৫ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৩৬

তানভীর আহমেদ সিদ্দিকী বলেছেন: আপনাকেও ঈদ মুবারক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.