নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তানভীর আহমেদ

Good things come to those who wait. https://www.facebook.com/wikitanvir

তানভীর আহমেদ সিদ্দিকী

You may have noticed, I don’t put myself in to scary situation.

তানভীর আহমেদ সিদ্দিকী › বিস্তারিত পোস্টঃ

***অয়ন রেজা***

০৫ ই অক্টোবর, ২০১৪ সকাল ৯:৫২

অয়ন রেজা। বয়স আনুমানিক ২৭ কিংবা ২৮। মানুষটির সাথে আমার পরিচয় বেশী দিনের নয়। ৮-৯ মাস হবে। এই সময়ের মধ্যে তার আসাধারন কিছু বিষয় লক্ষ করলাম। অল্প বয়সেই কিছু ভয়ংকর ভয়ংকর ভাল গুন তিনি অর্জন করে ফেলেছেন। যা শুধু আমাকে নয় বরং তার আশেপাশে সকলের চোখে পড়ে। মানুষটার প্রথম যেই গুণটি চোখে পড়ে তা হল, তার কথাবার্তা। মার্জিত ভাবে তার বক্তব্য সবসময় প্রকাশ পায়। এ রকম গুন হয়তো অনেকেরই আছে।

তবে তার যে জিনিসটা অন্যদের আকৃষ্ট করে সেট হল এই মানুষটার মন অসম্ভব রকমের সাদা। মনের ভিতর কুটিলতা থাকলে, তার কিছু না কিছু আঁচ টের পাওয়াই যায়। এই মানুষটার মনের পবিত্রতা সবাই টের পায়। অন্যের উন্নতি দেখলে হয়তো আমাদের তেমন কোন অনুভূতি না হলেও কাছের মানুষ বা বন্ধু বান্ধব এর উন্নতি কেন যেন আমাদের জন্য সহ্য করা বেশ কঠিন।

অয়ন রেজা ভাইয়ের ডেয়ারিং কয়েকটা গুনের মধ্যে অন্যতম হল, তিনি কাছের মানুষের উন্নতিতে আসলেই খুবই আনন্দিত হন। এটা তাকে দেখলেই বোঝা যায়। তার আরেকটা গুন হল, তাকে পছন্দ করে না কিন্তু তার কাছে সাহায়ের জন্য গিয়েছে আর তিনি সাহায্য করেন না। এরকম দেখি নাই। শুনিও নাই। এরকম বিভিন্ন গুন এই লোকটা অর্জন করলো কিভাবে? মাঝে মাঝে মনে হয় আল্লাহ মনে হয় বিশেষ ভাবে শুধু উনাকেই দান করছেন।

আমি প্রায় সময়ে তাকে বলি "ভাই আপনি একটা বই লেখেন। কি ভাবে সাদা মনের মানুষ হওয়া যায়।" অয়ন ভাই শুনে শুধু হাসে। ভাইয়া আমার এই লেখা আপনার চোখে পড়বে কিনা জানি না। তবে আপনার বইয়ের কাজে অবিলম্বে ঝাপ দেওয়া উচিত। চিন্তা করেন, আপনার এই গুন আরো ১০০ মধ্যে ঢুকে পড়লে কি দারুণই না হবে।

বি.দ্রঃ অয়ন ভাই আপনার এই বিশাল গুনের কথা আপনি কী জানেন? আমরা আমদের মধ্যে এটা দেখতে চাই। ব্যবস্থা নেন।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:২৪

মাধব বলেছেন: এমন মানুষ ঘরে ঘরে থাকলে জাতি এগিয়ে যেত বলে আমার বিশ্বাস।

০৫ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:৩৩

তানভীর আহমেদ সিদ্দিকী বলেছেন: অবশ্যই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.