নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তানভীর আহমেদ

Good things come to those who wait. https://www.facebook.com/wikitanvir

তানভীর আহমেদ সিদ্দিকী

You may have noticed, I don’t put myself in to scary situation.

তানভীর আহমেদ সিদ্দিকী › বিস্তারিত পোস্টঃ

***বাকী দিনগুলো যা আপনাকে গরম রাখবে***

০৬ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:৪১

অটো টপিক পেলে সেই বিষয়ে লেখা সহজ। আমাদের অবস্থা সেরকম। কুরবানীর ঈদ চলছে। তা নিয়ে শত শত পোস্ট, সেলফি, ক্যাচাল...। কয়েকদিন আগে গেল রাইস বাকেট চ্যালেঞ্জ, বেস্ট বই নিমিনেশন, রোজার ঈদ, ক্রিকেট-ফুটবল বিশ্বকাপ ইত্যাদি নিয়ে খালি হিজিবিজি পোস্ট। কাল পরশু থেকে কয়েকদিন টপিক ছাড়া থাকতে হপে। অটো কোন ঘটনা ঘটলে তা নিয়ে শুরু হবে নতুন ক্যাচাল। আগামী দিনগুলো যে সব বিষয় নিয়ে ফেসবুকে বা ব্লগে হুদাই প্যাচাল পারতে পারেন বা বেহুদাই আপনার ওয়াল গরম থাকতে পারে তার একটা ভবিষ্যৎবানী করতে যাচ্ছি। দেখা যাক লাগে কিনা।

শুরু করতে যাইতেছি কুখ্যাত জ্যোতিষী সিদ্দিকী সাহেবের ০ টু ৫০% প্রোডাকশন নিবেদিত বছরের বাকী দিনগুলো গরম গরম টপিকের আগাম খবর।

১. ঈদের পর আবার আগে পুরোন এক ঘেয়ে জীবন নিয়ে হাউকাউ।
২. বিম্পির আন্দোলন নিয়ে প্যাচাল।
৩. লতিপ সাব এর প্যাঁদানি নিয়ে পণ্ডিতদের ল্যাদানি।
৪. বাংলাদেশ - জিম্বাবুয়ের ক্রিকেট সিরিজ নিয়ে বিশেষজ্ঞদের আলোচনা। ব্যাক ফুটে না গিয়ে সাইড ফুটে খেললে ভাল হইত বা হরলিক্স শার্ক দিয়ে গুলায় খাওয়ালে বাঙ্গালী খেলোয়াড়গুলা আরো ভাল করতো ইত্যাদি।
৫. বিখ্যাত কেউ ওপারে চলে যাবে। তাকে নিয়ে মায়া কান্না মার্কা পোস্ট। কাভার পিকে তার ছবি টাঙ্গানো।
৬. ১৬ ডিসেম্বর নিয়ে পোস্ট।
৭. ২০১৪ এর বিদায় এবং ২০১৫ সাল নিয়ে হাঙ্গামা।
৮. আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ এর সফলতা নিয়ে চরম চরম পোস্ট (এইবার ব্যর্থ হব না ইনশাল্লাহ)।
৯. রাজনৈতিক কোন নেতার গুম বা খুন নিয়ে গরম গরম হুংকার।
১০. একটা ভবিষ্যৎবানী না মেলার কারনে আমাকে তুলোধুনো করা।

সমাপ্ত।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.