![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
You may have noticed, I don’t put myself in to scary situation.
আর ফেসবুক চালাবো না সিদ্দিকী।
কেন রে ভাই।
আছে কারন। ফেসবুক বন্ধ রাখলে টাকা কামানো যায়।
বলেন কী? কেমনে কী?
শোন সিদ্দিকী। বীর সাহেব লেকচার শুরু করার আগে নড়েচড়ে বসলো। ফেসবুক প্রচুর সময় নষ্ট করে। এই সময় টা যদি তুমি অন্য কোন কাজে লাগাতে পারো তাহলে দেখবা টাকা আর টাকা।
ও, সিদ্দিকীর নীরস উত্তর।
এখন ক্যমনে কী করা যায় এই টা বল।
ব্যপার না ম্যান।
দুগা টিপ ফেসবুক ভ্যনিস।
ফেসবুক দুই ভাবে বন্ধ রাখা যায়।
.
১. স্থায়ী ভাবেঃ স্থায়ী ভাবে ফেসবুক ডিলিট করে দিতে চাইলে, নিচের লিংকে যেতে হপে।
www.facebook.com/help/delete_account
তারপর পাসওয়ার্ড, ক্যপচা দিয়ে ১৪ দিন অপেক্ষা করেন।
বীর আঁতকে উঠে, ১৪ দিন কেন?
জুকারবার্গ মামু ১৪ দিন সময় নিবে আপনার আইডি টি পুরোপুরি ডিলিট করার জন্য। এর মাঝে যদি মত চেঞ্জ করেন তবে আবার লগইন করলেই আপনার এ্যাকাউন্ট এক্টিভ হবে। তাই আমার পরামর্শ হল একবার যদি ফেসবুক ডিলিট করার সিদ্ধান্ত নেন তবে ডিলিট এর কাজ শেষ করার পর ১৪ দিন খিচ মাইররা বইয়া থাকেন। আর এ্যাকাউন্ট ডিলিট করার আগে আগের পাসওয়ার্ড চেঞ্জ করে বড় একটা হাবিজাবি পাসওয়ার্ড লেখেন অন্য কোন জায়গায়।
হাবিজাবি পাসওয়ার্ড টা আবার কী?
ধরেন এই টাইপের aksfhgafdig9awyrf57dg4sdr7e4tsgsigfsetgvitucyegge7gdf54gsdytfiyawet
এই টাইপের পাসওয়ার্ড দিয়ে ফেসবুক ডিলিট করার পর, এই পাসওয়ার্ডও ডিলিট মারেন।
এইবার কেয়ামত হইলেও জুকারবার্গ চান্দুও আপনের ফেসবুক খুলতে পারবো না।
এই রে সিদ্দিকী, বুক তো ধুক ধুক করতেছে। অন্য টা কী?
.
২. অস্থায়ী ভাবেঃ এভাবে বন্ধ রাখলে, আবার যখন ইচ্ছা চালু করা যাবে। মাঝে মাঝে ডুব দিতে চাইলে বা পরীক্ষার সময় নিচের লিঙ্কুতে টুস করে ঢুস মেরে ইজিলি সাময়িক ভাবে ফেসবুক বন্ধ রাখা যায়। লিঙ্কে যাবার পর যে কোন একটা অপশন লামছাম সিলেক্ট করে, পাসওয়ার্ড, ক্যপচা দিয়ে দে এন্টারে টিপ। মামলা ডিসমিস। অস্থায়ী ভাবে ফেসবুক বন্ধ রাখার লিঙ্কঃ http://www.facebook.com/deactivate.php
এখন বীর সাহেব আপনি কোন টা ফলো করবেন ডিসিসান আপনার।
বি.দ্রঃ বীর কে এই পদ্ধতি বলার পর থেকে, সিদ্দিকীর নিজের হাতই নিশপিশ করতেছে, ফেসবুক ডিলিট মারার জন্য। যে কোন সময় ডুব মারতে পারে সে, ক্ষণিকের বা চিরদিনের জন্য। একলা একলা ডুব দিতে মজা নাই। ডুব দিতে হপে দল বাইন্দা।
চলো সবাই একই সাথে ফেসবুকরে ডিলিট মারি।
ধিন ধিতান, ধিন ধিন। ধিন ধিন।
©somewhere in net ltd.