![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
You may have noticed, I don’t put myself in to scary situation.
বীর, একটা ছেলে আমাকে খুব ডিস্টার্ব করে।
তো আমি কী করবো?
ওকে একটু সাইজ করে দাও না।
পারবো না ম্যডাম। আমি কিছু নীতি নিয়ে চলি। তার মধ্যে অন্যতম হলঃ "মেয়েদের সামনে ডোন্ট বি এ হিরো"।
তাহলে এখন কী করবো?
ওই বদটারে ব্লক মেরে দাও।
তাতে তো মাসে মাসে মোবাইল কোম্পানিকে টাকা দিতে হবে। আমি টাকা খরচ করতে চাই না। বিনা পয়সায় সমাধান চাই।
তাহলে গুগল প্লে থেকে এ্যাপ নামায় নে।
পুষ্প ক্যাট ক্যাট করে বলে, আরে বলদ, আমি তো নোকিয়া ১১০০ ইউজ করি।
তাহলে মোবাইল এর call divert অপশন এ গিয়ে voice call এর জন্য "Divert when busy / If busy" এ্যাক্টিভ কর। তারপর To other number এ অপারেটর অনুসারে জিপি এর জন্যঃ ১২৬৬, রবি এর জন্যঃ ৮১২১, বাংলালিংক এর জন্যঃ ৭৭০, এয়ারটেল এর বেলায়ঃ ৭৮৯
নাম্বার বসিয়ে Ok তে দে টিপ। ব্যাস কাজ শেষ ।
পুষ্প চোখ ছোট ছোট করে সন্দেহের দৃষ্টিতে বলে, তাহলে কী হবে?
.
বীর, উদাস দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে পার্ট নিয়ে বলে আল্লাহই জানে কী হবে।
পুষ্পের আগ্রহ জাগানোর পর, কোন উত্তর না দেবার মজাই আলাদা। বীরের সেটা ভালই জানা আছে। পুষ্প আবার বদের বদ। এই মেয়ে কথায় কথায় থ্রেট মারে।
বীর বলবি, না লাশ ফালায় দিমু।
একটা মেয়ের মুখে লাশ আর দিমু শব্দ শুনলে আত্মা কেঁপে ওঠে।
বীর ভীতু মানুষ। নামে বীর হলে কী হবে। পোলাডা *****।
.
বলতেছি বাবা। মিনমিন করে বীর এভাবে ডাইভার্ট করার রেজাল্ট বলা শুরু করে। এভাবে ডাইভার্ট অপশন করে রাখলে, যে কলার ই তোকে call করুক না কেন, শুধু call টা কেটে দিবি । এখন যে call করেছে তার মোবাইল এ Call টা রিসিভ হয়ে যাবে। কিন্তু সে তখন তোর কথা না শুনে, শুনবে অন্য রোবটিক কিছু কথা। যার কারনে তেনার ব্যলেন্স ফুরাতে থাকবে মাগার তোরে ধরতে পারবে না। এরকম বার কয়েক কেটে দেবার পর দেখবি, ভালবাসা কই পালায়।
পুষ্প রেগে বলে ভালবাসা মানে? এরা তো ডিস্টার্ব করার জন্য ফোন দেয়।
ওই একই কথা।
এইবার বীর সাহেব বলেন, তাতে কী আমার টাকা কাটা যাবে।
জী না ম্যডাম। আপনি সেফেই থাকবেন। খালি টাকার চিন্তা।
ক্যন্সেল করতে চাইলে কী করবো?
Divert অপশনে গিয়ে Divert when busy / If busy তে cancel চাপলেই cancel।
ধন্যবাদ। পুষ্পের চিরচেনা শুকনা ধন্যবাদ।
শুধু ধন্যবাদ! তোর এত টাকা বাচায় দিলাম। মাসে মাসে কোন টাকা লাগবে না। ধন্যবাদের সাথে দুইটা টাকা দে, একটা বিড়ি খাই।
কোন উত্তর না দিয়ে হনহন করে হাটা দেয় পুষ্প। এই মেয়ে এমন কেন? কাজ শেষ, গো টু নিজের পথ।
১৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:২৩
তানভীর আহমেদ সিদ্দিকী বলেছেন: ও রে খাইছে রে। থ্যাংকু।
২| ১৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৩৫
সপ্নাতুর আহসান বলেছেন: মেয়েদের সামনে ডোন্ট বি এ হিরো ভাল লাগল
১৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:২৪
তানভীর আহমেদ সিদ্দিকী বলেছেন: থ্যাংকু।
৩| ১৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৩৮
শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: সেরকম হইছে, তবে ধূমপানে বিষপান।
১৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:২৫
তানভীর আহমেদ সিদ্দিকী বলেছেন: আমি ভাল পোলা।এই সব পান টান খাই না
৪| ১৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৫২
কালের সময় বলেছেন: দারুন লেগেছে
১৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:২৫
তানভীর আহমেদ সিদ্দিকী বলেছেন: থ্যাংকু।
৫| ১৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৩
দর্পণ বলেছেন: এই লেখা কি আগেও লিখেছিলেন?
দারুন
১৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:২৬
তানভীর আহমেদ সিদ্দিকী বলেছেন: জী জনাব। আগে একবার পোস্টাইছিলাম। নতুন লেখা আইতাছে না। তাই পুরান দিয়া চালাইতাছি।
৬| ১৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০১
আমি অথবা অন্য কেউ বলেছেন: ভালো লিখছেন
১৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:২৬
তানভীর আহমেদ সিদ্দিকী বলেছেন: থ্যাংকু।
৭| ১৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪২
নিলু বলেছেন: লিখে যান
৮| ১৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪৮
শাহরীয়ার সুজন বলেছেন: িনলুবলেছেন: লিখে যান,এইটা নিলু আপার কমন ডায়লগ।
আমার কাছে লেখাটা ভাল্লাগসে
৯| ১৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৪৯
আহেমদ ইউসুফ বলেছেন: মচৎকার হইছে! থুক্কু চমৎকার হইছে।
১০| ২০ শে জানুয়ারি, ২০১৫ রাত ১:৫৬
কলমের কালি শেষ বলেছেন:
১১| ২৭ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৮:৪২
বিপ্লব06 বলেছেন: ছুপার হইছে!!!
©somewhere in net ltd.
১|
১৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৩০
বটের ফল বলেছেন: বলার ধরন অনেক ভালো লেগেছে । আপনার রসবোধ চমৎকার। গল্পে গল্পে শেখানোর ক্ষমতা সবার থাকেনা। আপনার আছে।
ভালো থাকবেন।
+++++++++++++++++++++++++