![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
You may have noticed, I don’t put myself in to scary situation.
১. আম্মাঃ দর্জি এইখানে কী করে। আউট হয় না কেন?
দর্জি মানে???
আম্মা বলে। ওই যে টেইলর। ওই তো দর্জি।
আমার সুইট আম্মু।
২. ছোট আপাঃ বাংলাদেশ জিতে যাবে এই রকম মুহূর্তে, দুলাভাইকে ফোন করে আপডেট দেয়।
এই বাংলাদেশ জিতে যাবে। আর ৯ রানে ১১ রান লাগবে। (আসলে হিসাব টা ছিল ৯ বলে ১১ রান)।
৩. বুয়াঃ
(বিয়াদের ব্যাটিং এর সময়)
ভাইজান, এই ব্যাডায় সব বল চাইল্যা চাইল্যা বাইরে ফালাইতে পারে না। তাইলেই তো বাংলাদেশ জিত্তা যায়।
৪. জারা_আমার ৫ বছরের ভাতিজিঃ (ম্যাচ শেষের পর)
ওরা মনে হয় ওইখানে যেয়ে ভাত খেতে পারছে না। বিদেশে তো আর ভাত পাওয়া যায় না। ভাত খেতে না পেয়ে শরীরে জোর নাই। তাই তো খেলায় পারে না।
আকাট্য যুক্তি।
৫. সব শেষে আমিঃ
সব কথার পিঠে আমার একটাই উত্তর "ব্যাপার না"।
©somewhere in net ltd.