![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কম্বল মুড়িয়ে শুয়ে আছি, রাতের প্রায় মধ্য প্রহর।
ডিসেম্বরের শীতের রাতে ঝিরিঝিরি বৃষ্টির শব্দটা মনের ভুল ধারণা ভেবে,
কম্বল থেকে মাথা বের করে, বাহিরে কান পেতে শুনি সত্যি বৃষ্টি হচ্ছে।
মনে পরলো,
ছয় বছর আগে কোন এক শীতের রাতে এক কবিতায় লিখেছিলাম, "নীরব শীতের রাতে বর্ষার শব্দ চাই।"
বৃষ্টি হচ্ছে, ঝিরিঝিরি টুপটাপ ঝুমঝুম।
বৃষ্টির গানে চোখ-বুজি আমি, ঘুমঘুম ঘুমঘুম ঘুমঘুম।
শুভ রাত্রি।
৩০ ডিসেম্বর ২০২১
রাত্রি ২ঃ৩২
বিঃদ্রঃ ২১'শের সকল গ্লানি ধুয়েমুছে হোক নতুন ২২'শের শুরু।
-- লিংকন।
২| ১৫ ই এপ্রিল, ২০২৫ ভোর ৫:০২
মিরোরডডল বলেছেন:
এই পোষ্টের পর দুই বছর নয় মাস মিসিং ছিলো কেনো?
©somewhere in net ltd.
১|
১৫ ই এপ্রিল, ২০২৫ ভোর ৪:৫৭
মিরোরডডল বলেছেন:
কেমন আছে লিংকন?
আমাদের এখানে শীতকালেও বৃষ্টি হয়।
লেখাটা পড়ে একটা গানের লিরিক মনে পড়ছে।
"ঘুম ঘুম ঘুম, চোখে দেয় চুম
এই মন বোঝেনি তো কেউ
এই যৌবন, যেন মৌবন
মধুকর খোঁজে না তো মন"
এই পোস্ট ছিলো ইংরেজি নতুন বছরের।
লিংকন কে বাংলা নববর্ষের শুভেচ্ছা।