নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"সেকি অন্য তত্ত্ব মানে, মানুষতত্ত্ব যার সত্য হয় মনে\"

আজব লিংকন

শব্দ দাও অথবা মৃত্যু

আজব লিংকন › বিস্তারিত পোস্টঃ

ফেসবুকের নীতিমালার কাছে সামু শিশু

২৩ শে নভেম্বর, ২০২৪ রাত ৯:৩০



সম্প্রতি প্রেক্ষাপট— একজন ফিনিশ এবং একজন ভেনিস।।
কে কি জন্যে ফিনিশ এবং কে কি জন্য ভ্যানিশ আমার জানা নেই। আই ফিল ব্যাড ফর দেম। এবং তাদের জন্য যারা নীরবে প্রস্থান করেছেন এবং করছেন।। শুনেছি সামু একটি পরিবার। দ্বিধাদ্বন্দ, মত-দ্বিমত সব পাশকাটিয়ে সব ব্লগার এক— সামু পরিবার।।

আদতে তাই কি !!!

জানিয়ে যাওয়া মানে— আর কিছুক্ষণ থেকে যাওনা বলার সুযোগ। জানিয়ে যাওয়া মানে— একটা সুন্দর বিদায় হয়তো আবারও একটা দেখা হওয়ার সুযোগ। আর না জানিয়ে চলে যাওয়া মানে— কোথাও একটা অপূর্ণতা। না জানিয়ে চলে যাওয়া মানে— কোথাও একটা অভিমান। না জানিয়ে চলে যাওয়া মানে অন্যকে গ্লানি দিয়ে চলে যাওয়া। কয়েকদিন ধরেই চুপচাপ আছি। চুপচাপ দেখছি। গিরগিটির মতো রং বদলে থাকা মানুষদের ছলাকলা। এখানে (ব্লগে) এমন অনেক গুণীজন রয়েছেন, যারা নিজেদের অনেক ক্ল্যাসি ভাবেন। ব্যক্তিগত এচিভমেন্টের ভারে নিজেদের ভাবেন অন্যেদের থেকে শ্রেষ্ঠ। তাদের চিন্তা-চেতনা দেখে এমন মনে হয়— তাদের মনের মত— তাদের মতের মতো— কেউ না হলেই তাকে ব্লগ থেকে চিরতরে লাথি মেরে খেদানো উচিৎ।

আসলে বাস্তবতায়— ব্যক্তিগত জীবনে তারা ফেনায় তৈরি হওয়া একটা বাবলের মাঝে বন্দী হয়ে বসবাস করছেন। আড়ালে শ্রেণী বৈষম্যের জন্ম দেওয়া এইসব মানুষ— সমাজে লোক দেখানো মানবতার জয়গানের অগ্রদূত। যারা পিঠ পিছে নাক সিটকিয়ে মনে মনে কিংবা বিড়বিড় করে অন্যকে হেও করে মন্তব্য করে "লোয়ার ক্লাস যতসব।" যাদের মুখে মধু— অন্তরে বিষ। আমার খুব করুণা হয় এইসব মানুষদের জন্য।।

আমার চোখে ফেসবুকের নীতিমালার কাছে সামু শিশু।। সামুর ব্লগারা আবার ফেসবুকে শিশু।। সামু'র নীতিমালা নিয়ে তারা যতশত প্রশ্ন তুলে, তারাই আবার ফেইসবুকের কাছে ম্যাও। এখানে হাতে গোনা কিছু ব্লগারদের ভাবসাব দেখে মনে হয় তাদের ইচ্ছা মত চলবে সামু'র নীতিমালা। না হলে তারা সামু'তে থাকবে না। অন্য সোশ্যাল মিডিয়ায় মানে ফেসবুক ব্যবহার করবে। তাদের আবার ফেইসবুকের নিয়ম-নীতির চুল ছেড়ার মুরদ নেই। সারাজীবন ছেঁছড়া দিয়েও ফেসবুক থেকে কারো আইডি ব্যান করার মুরদ নেই তাদের।।

কি বলা যাবে কি বলা যাবে না!
বর্তমানের প্রেক্ষাপটে সত্যিই আমার জানা নেই। আসলে সামু'তে কি বলা যাবে আর কি বলা যাবে নাহ! শুধু এতটুকু জানি কেউকে হেও করা যাবে না। কারো মূল্যবোধে আঘাত করা যাবে না। কাউকে ব্যক্তিগত আক্রমণ করা যাবে না। কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করা যাবে না। উস্কানীমূলক মন্তব্য করা যাবে না। গালাগালির করা যাবে না। কারো শ্লীলতাহানি করা যাবে না। ইত্যাদি।। এইসবের সাথে আমিও একমত। শুধু একটাই চাওয়া যুক্তি তর্ক এবং প্রশ্ন তোলা যেন বাঁধাগ্রস্ত না হয়।। কিন্তু আমরা তো বাঙালি। বিড়ালের মতো নরম জায়গায় হাগি। সামু'তে কেউ ব্যতিক্রম— নিজেশ্ব চিন্তাধারা ও মতামত পোষণ করলে হইহুল্লোড় শুরু করি। কারণ সামু বাংলাদেশী মাধ্যম এবং ইচ্ছে করলেই সামু'কে চাপে রাখা সম্ভব। যাকে বলে, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত।।

অনেক অপবাদ মাথায় নিয়ে। অনেক চাপেও টিকে আছে সামু। "হাতি যখন খাদে পড়ে, চামচিকাও লাথি মারে।" সময়টা এখন ঠিক তেমনি যাচ্ছে। ”মানুষ মরে গেলে পঁচে যায়, বেঁচে থাকলে বদলায়, কারণে-অকারণে বদলায়”— এখন এখানে অকারণে নয়— কারণেই আমরা বদলে যাব। নীরবেই না হয় যন্ত্রণার ঢোক গিলে যাব।।

"বাঁধ ভাঙ্গার আওয়াজ" যাকে আমরা বলতাম মুক্তমনাদের আঁখড়া। আজ সেই আঁখড়ায় ঝুলছে নোটিশ। হাওয়া বাতাস বুঝে কথা বলার অদৃশ্য নোটিশ।।


মন্তব্য ১৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৩ শে নভেম্বর, ২০২৪ রাত ১০:০১

এসো চিন্তা করি বলেছেন: আমি নতুন আমার লেখা পড়বেন আর সাপোর্ট করবেন ভাই ধন্যবাদ।

২৩ শে নভেম্বর, ২০২৪ রাত ১০:৫২

আজব লিংকন বলেছেন: ইনশাল্লাহ। ওয়েলকাম ব্রো।
আশা করি সুন্দর সুন্দর লেখা দিয়ে আমাদের মুগ্ধ করবেন।।
আপনার জন্য শুভকামনা রইল।।

২| ২৩ শে নভেম্বর, ২০২৪ রাত ১০:০৩

সৈয়দ কুতুব বলেছেন: ব্লগার সোনাগাজী ফিরে আসুন আমাদের মাঝে!

২৩ শে নভেম্বর, ২০২৪ রাত ১০:৫২

আজব লিংকন বলেছেন: বিষয়টা উনি নিজে থেকেই অনেক কমপ্লিকেটেড করে ফেলছেন। উনার সম্পর্কে আর কিছু বলার নেই। আমিও চাই উনি পরিবর্তন হয়ে ফিরে আসুক।।

৩| ২৩ শে নভেম্বর, ২০২৪ রাত ১০:০৪

শায়মা বলেছেন: যতই বাঁধ ভাঙ্গার আওয়াজ তোলো নিয়ম মেনেই বাঁধ ভাঙ্গতে হয় ভাইয়ু!!! :)



যাইহোক তোমার ফেসবুক লিঙ্ক দেখলাম। এড করতে গিয়েও করলাম না কারণ সেই আইডি তো তুমি চিনবেই না। :)

২৩ শে নভেম্বর, ২০২৪ রাত ১০:১৯

আজব লিংকন বলেছেন: হ্যাঁ আপি।। অবশ্যই আমাদের নিয়ম মেলে চলতে হবে। সেটা সামু হোক বা বাস্তব জীবনে।। অন্যকে সম্মান করতে হবে।। অন্যকে কিভাবে সম্মান করতে হয় তা জানতে হবে।।

কেন এড করলে না। তোমার আইডি দেখলে আমি অবশ্যই চিন্তাম। আই ফিল স্যাড। আমি তোমার আইডি খুঁজে এড করছি দাঁড়াও।

৪| ২৩ শে নভেম্বর, ২০২৪ রাত ১০:২৯

অপু তানভীর বলেছেন: একজন ব্লগারকে ব্যান করার আগে সামু কর্তৃপক্ষ সর্বোচ্চ ছাড় দিয়ে থাকে । কেবল মাত্র যুদ্ধাপরাধীদের পক্ষ নেওয়া ছাড়া যে কোন ব্লগারকে সামু ব্যান করার আগে তাকে সর্বোচ্চ ছাড় দিয়ে থাকে । কিন্তু পাবলিক ছাড় দেওয়ার কথাটা মনে রাখে না । কেবল ব্যান করার কথাই মনে রাখে ।
ফেসবুক বিন্দু মাত্র কথা শোনার পাবলিক না ।

২৩ শে নভেম্বর, ২০২৪ রাত ১০:৫৩

আজব লিংকন বলেছেন: আপু ভাই সত্য বলেছেন। আসলেই ফেসবুক বিন্দুমাত্র কথা শোনার পাবলিক না, সেজন্যই তো বললাম, ফেসবুকের নীতিমালার কাছে সামু শিশু।। মানে এখানে আমরা অনেক ছাড় পেয়ে থাকি তবু আমাদের এত এত আক্ষেপ।।
কিছু মানুষ কোনদিনও বদলায় না।।

৫| ২৩ শে নভেম্বর, ২০২৪ রাত ১০:৩৮

শায়মা বলেছেন: জীবনেও পাবে না আমি না বলে দিলে ভাইয়ু !:)

২৩ শে নভেম্বর, ২০২৪ রাত ১০:৫৫

আজব লিংকন বলেছেন: ডিমের ক্রাফ্ট প্রোফাইল পিকচার দেয়া, এটা তোমার আইডি না? ওটাতে এড দিয়েছি।। ওটা যদি না হয় তবে সত্যি আমি এই জীবনে তোমার আইডি খুঁজে পাব না।
কারণ আমি চোরাই রাস্তা অবলম্বন করে সামুর গ্রুপ থেকে তোমার আইডি লিঙ্কটা নিলাম।।

৬| ২৪ শে নভেম্বর, ২০২৪ সকাল ১০:৪৪

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: জানা আপার সাথে কথা হলে তাকে বলবো , সামুর মডারেশনের দ্বায়িত্ব যোগ্য লোকের হাতে দিতে ..

২৪ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৫:০৯

আজব লিংকন বলেছেন: সবাইকে একসাথে খুশি করা কারও পক্ষেই কোনদিনও সম্ভব না বাবন ভাই। যদি কোন দিন দেখেন সবাই বলছে মড নিয়ে কোন সমস্যা নাই। সেই দিন বুঝে নেবেন সবচেয়ে বেশি ঘপলা আছে।।

নিরপেক্ষ দর্শক হিসেবে এতোটুকুই বলতে পারি, সামু'র বর্তমান প্যানেল যথাযোগ্য হাতেই মডের দায়িত্ব দিয়েছেন।।

জানা আপার জন্য দোয়া ও শুভকামনা।।

৭| ২৪ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:২২

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ভালো লিখেছেন।

২৪ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৫:১৭

আজব লিংকন বলেছেন: হাউমাউ দেখে কাউকে কোন মন্তব্য করতে ইচ্ছা করছিলো না। সবার লেখা ও কমেন্ট পরে নিজের অনুভূতিগুলো লিখে রাখলাম আর কি!

সবাই নিজের ষোল আনা বুঝে নিতে ব্যস্ত।।
বুদ্ধিমানেরাও মাঝে মধ্যে হতবুদ্ধি যুক্ত কাজ করে বসে থাকে।।
যাইহোক,
অনেক দিন পর আপনার সাথে কথা হচ্ছে। আশা করি ভালো আছেন।।

৮| ২৪ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:৫৩

ধুলো মেঘ বলেছেন: কারো ধর্মীয় অনুভুতিতে আঘাত দেয়া যাবেনা - এই ব্যাপারটা মনে হয় সাম্প্রতিক সংযোজন। ২০১৩ সালে নাস্তিকদের যেই ভয়ংকর উক্তির জন্য হেফাজতে ইসলাম শাহবাগ আন্দোলনের পেছন মেরে দিয়েছিল - সেই উক্তি কিন্তু সামু ব্লগেই করা হয়েছিল। ভয়ংকর ইসলাম বিদ্বেষী নাস্তিক দাড়িপাল্লা ধমাধমের বিরুদ্ধে সবাই মিলে রিপোর্ট করার পরেও কিন্তু সামু কর্তৃপক্ষ তখন তাকে ব্যান করেনি।

যাই হোক মানুষের মানসিকতা পরিবর্তন হয়েছে। এখন সবাই কিছু কিছু মডারেশন আরোপ করা হয়েছে। সামুর পরিবেশ এভাবে আগের চেয়ে অনেক সুন্দর হয়েচে।

২৪ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৫:৪২

আজব লিংকন বলেছেন: নাস্তিক বলে কিছু নেই।
সব ফায়দাবাজ রাজনৈতিক পাপ্পুদের কারসাজি।।
উক্তি বা কটুক্তি বোঝার ক্ষমতা অন্তত ধর্ম-ব্যবসায়ীদের নেই।। নিজেদের ফায়দা হাসিল করাই তাদের মূল উদ্দেশ্য।।
যাউক গা পুরান ফাইল হাতায় আর লাভ নাই।
সময়ে সাথে সাথে অনেক কিছুই উন্নত এবং আপডেট হচ্ছে। ইসলাম এখন ধর্মশালার থেকে বেশি আমাদের মোবাইলে চর্চা ও আলোচনা হচ্ছে। ধর্মপ্রাণ মুসল্লিরা এখন জুব্বা টুপি পড়ে ব্যাকগ্রাউন্ডে বাজনা বাজিয়ে রিলস এবং টিকটক শটস বানাচ্ছে। বোনেরাও পিছিয়ে নেই বোরখা হিজাব পরিধান করে তারাও ঈমানদার ভাইদের জন্য শটস বানাচ্ছে।।
ওয়াও, লাভলী ফ্যান্টাস্টিক এর বদলে মাশাল্লাহ, মারহাবা, আলহামদুলিল্লাহ কমেন্ট বক্সে যায়গায় পাচ্ছে।।
আর আপনি আছেন নোকিয়া N95 ২০১৩ সাল লইয়া।।

তাই সময়ে সাথে সামু'র দৃষ্টি ভংগিমার পরিবর্তন এখন আর তেমন বড় কোন বিষয় না।

৯| ২৪ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৫:১৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: মানুষ তো বলে সামু টিকবে না। আমি বলি যে বলে সে টিকবে না সামু টিকবে

২৪ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৫:৪৫

আজব লিংকন বলেছেন: আপনার মুখে ফুল চন্দন পড়ুক ছবি আপা।।
দুঃখ একটাই— ১৪ বছর পূর্তির ট্রিট পাইলাম না।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.