| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চেনা বামুনের পৈতে লাগে না!@ এজহারুল এইচ শেখ
একটা লেখার যদি সঠিক মূল্যায়ন বা বিচার যদি করতে বা পেতে হয়ে তবে মহামান্য পন্ডিত ও লেখিয়াদের স্ট্যাটাস এর নিজের নাম- ধাম-নিজের ছবি-বইয়ের ছবি-কর্ম জগৎ- এর পরিচয় থেকে লেখাকে মুক্ত করতেই হবে!না হলে লেখার চেয়ে ব্যাক্তিকে তোষামোদ করা হচ্ছে!লেখার -প্রতি বিচার যেন দিন দিন ব্যাক্তি কেন্দ্রিক হয়ে উঠছে!ফেসবুকে এখন গাঁয়ের হুজুরের মতোই ব্যাপার গুলোই হচ্ছে! যেমন হুজুর যদি কুকর্মের ও মন্ত্র পাঠকরে ফুঁক মারলেই রুগির ভুত ছেড়ে যায়!হুজুরের পা-ধোওয়া জল সঙ্গে জমজম-গঙ্গা জলের চেয়েও ছাড়িয়ে যায়!ঠিক এমনই ব্যাপার ঘটছে ফে-কবিতার পাতায়!সব কবিতায় না কি দারুণ-অপূর্ব-অনবদ্য!তবে কোন লেখা খারাপ?খারাপ আর না শব্দ দুটোই কি বাংলা অভিধান থেকে উড়ে গেলো নাকি রে বাবা! আর যারা নিজের রূপ-যশ-প্রতিপত্তির অহংকার প্রচার করে বেড়ান!তাদের তো ভিন-গ্রহের প্রানী মনে হয়!সাহিত্যের মানুষ মনে হয় না!খুব তাড়াতাড়ি মনে হয় কবির শরীর-ভাঁজের ছবির সহিত কবিতার পোস্টও পড়বে!
©somewhere in net ltd.
১|
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫২
শূন্য পথিক বলেছেন: