নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পন্ডিত কানা...অহংকারে মুড়ল কানা চু-কলখোরে.....আন্দাজে এক খুটি গাড়ে.... আ-ন্দাজে এক খুটি গাড়ে....... জানেনা সীমানা কার..... এসব দেখি কানার হাট বাজার......।

গান পাগলা

গান পাগলা পন্ডিত কানা...অহংকারে মুড়ল কানা চু-কলখোরে.....আন্দাজে এক খুটি গাড়ে.... আ-ন্দাজে এক খুটি গাড়ে....... জানেনা সীমানা কার..... এসব দেখি কানার হাট বাজার......

গান পাগলা › বিস্তারিত পোস্টঃ

সাবেক প্রধান দুই মন্ত্রীর প্রতি কিছু অনুরোধ, না মানলে কইলাম খবর আছে!!!!! :#) :#) :#) :#)

২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ১:৫৭

আমি অতি নগন্য একজন মানুষ, কিন্তু আমি স্বাধীন বাংলাদেশের একজন গরবিত নাগরিক, দেশের এই সময়ে আমরা অসহায়, কিন্তু অন্যায়ে আমরা ভিত নই। আমরা পাগল হতে পরি,অবুঝ খোকা না, আমরা বুঝি কে কোন উদ্দেশ্য কি করছে।

তাই সাবেক প্রধান মন্ত্রীদের প্রতি অনুরোদ আপনারা এবার দেশের জন্য কিছু করুন।

মাননীয় সাবেক প্রধান মন্ত্রি শেখ হাসিনার প্রতি

আপনি ইচ্ছে করলে সুষ্ঠ আলোচনার ব্যাবস্থা করতে পারেন, কারন আমরা জানি আপনি অনেক বিবেকবান, বিচক্ষণ।তাই আপনার নমনীয়তা আসা করছি।

কিন্তু আপনি ইনডিয়ার সাহায্য নিতে পারবেননা, আমদের দেশের উপর অন্য কারো হস্তক্ষেপ আমরা মানবোনা, আমরা পাকিস্তানকে যতটুকু ঘৃণা করি ততটুকু ইনডিয়াকেও। আমরা শেখ মুজিবকে শ্রদ্ধা করি, কিন্তু আপনার কিছু লোক তার সম্মান বিক্রি করে খাচ্ছে, উপরে তার স্লোগান দিয়ে যাচ্ছে তলে তলে ঠিকই চুরি করে যাচ্ছে। তাদের কারনে আপনি যতটুকু ভাসছেন, তার চাইতে অনেক বেশী ডুবছেন।



মাননীয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি

আমরা জানি আপনার দেশ চালানোর অভিজ্ঞতা অন্যদের চাইতে আপনার অনেক বেশী, অপনার জনপ্রিয়তা এই সময়ে অনেক বেশী, তাই বলবো এমন কিছু করবেননা যাতে আপনার কাজের সমালোচনা হয়, সাবেক প্রধান মন্ত্রি শেখ হাসিনার আমন্ত্রনে সাড়া দিন, আলোচনা করুন, সংঘাত পরিহার করুন,তাই আপনারও নমনীয়তা আসা করছি।

জনপ্রিয়তা ধরে রাখার চেষ্টা করুন। যুদ্ধ অপরাধীদের বিচারে সহায়তা করুন তবে এক চোখা নীতিতে নয়, সেই সাথে গত ৪২ বছরে বি.এস.এফ এর প্রত্যেকটা খুনের হিসাব নিন।



আপনারা দুজন যা খুশি তা করবেন, আমরা পাগলরা তা মানবোনা, খুব তড়াতাড়ি সীদ্ধান্তে আসুন নইলে আমার মত পাগলরা চুপ করে থাকবেনা, পাগলরা ক্ষেপলে আপনারা দুজন মিলেও থামাতে পারবেনা।



আর একটা কথা,

এরসাদ আংকেলের বয়স হয়েছে,উনি সকালে বলেন মাজায় ব্যাথা বিকালে বলে আমি এখনো আছি, ওনাকে সরকারি খরছে প্রতি ৫ বছর পর পর ৮-১০ জন নারি সমেত ট্যুরে পাঠানো হোক।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে অক্টোবর, ২০১৩ ভোর ৫:২৪

মিতক্ষরা বলেছেন: জোশ!

২৮ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫১

গান পাগলা বলেছেন: জোশ! কইলে হবেনা, আগে মানতে কন।

২| ২৮ শে অক্টোবর, ২০১৩ সকাল ৭:৪৯

ভিটামিন সি বলেছেন: এই বার মানলে কিন্তু খপর আচে!!!! কাকুর পাশে কিডা? বিয়া করতে মুণ্চায়!!!

২৮ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫২

গান পাগলা বলেছেন: আপনেওতো কাকুরতে কম না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.