নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পন্ডিত কানা...অহংকারে মুড়ল কানা চু-কলখোরে.....আন্দাজে এক খুটি গাড়ে.... আ-ন্দাজে এক খুটি গাড়ে....... জানেনা সীমানা কার..... এসব দেখি কানার হাট বাজার......।

গান পাগলা

গান পাগলা পন্ডিত কানা...অহংকারে মুড়ল কানা চু-কলখোরে.....আন্দাজে এক খুটি গাড়ে.... আ-ন্দাজে এক খুটি গাড়ে....... জানেনা সীমানা কার..... এসব দেখি কানার হাট বাজার......

গান পাগলা › বিস্তারিত পোস্টঃ

সৌদি আরবের অসহায় বাংগালিরা, কত যে কষ্টে আছে, কিছুতো করতে পারবোনা আসুন দুফোটা চোখের জল ফেলি।

০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ২:২৫



সৌদি আরবে বাংগালিদের এই অবস্থা, কিছু কি করার নাই আমাদের অসহায় ভাইদের জন্য???????

যাদের কারনে আমাদের অর্থনীতির চাকা সচল রয়েছে তাদের জন্য কি সরকারের কিছুই করার নাই??

আমাদের কারো বাবা কারো ভাই দুরের ও কাছের আপন জনেরা আজ অসহায় জীবন কাটাচ্ছে।

গ্রেপতার আতংকে পালিয়ে বেড়াচ্ছে, কেউবা ধরা খেয়ে দেশে আসার প্রহর গুনছে।



এটা হয়ত এই সময়ে সাধারন বিষয়, কিন্তু একবার চিন্তা করে দেখুন অন্তত ৫লক্ষ লোক অবৈধ আছে, এরা সবাই যদি দেশে আসে, কি করবে?

এতগুলো লোক বেকার থাকবে, টাকার অভাবে বন্ধ হয়ে যাবে ছেলে মেয়েদের পড়াশুনা।

সরকার জোর তদবির চালালে এতদিনে একটা ব্যাবস্থা হত, কিন্তু এনিয়ে সরকারের কোন মাথা ব্যাথাই নেই।

তাই সরকারের প্রতি অনুরোধ দয়া করে আমাদের ৫লক্ষ পরিবারের ভরন পোষনের হাতিয়ার গুলোকে রক্ষা করুন, সৌদি সরকারের সাথে আলোচনা করুন।



আমরাতো কিছু করতে পারবোনা, আসুন তাদের জন্য প্রান খুলে দোয়া করি।

হে আল্লাহ আপনি তাদের সহায় হোন

আমীন...............

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ৩:৩৮

খেয়া ঘাট বলেছেন: আমরাতো কিছু করতে পারবোনা, আসুন তাদের জন্য প্রান খুলে দোয়া করি।
হে আল্লাহ আপনি তাদের সহায় হোন
আমীন

ইস! কী অসহায়ভাবে সবাই চেয়ে আছে।

০৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৫৭

গান পাগলা বলেছেন: খুব কষ্ট লাগে তাদের কথা ভাবতে।

২| ০৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:০৯

দ্যা ফ্রীল্যান্সার বলেছেন: দোয়াতেই যদি কাজ হতো তাহলে অনেক আগেই পৃথিবী ফুলের মতো সুন্দর থাকত। আল্লাহ নয়, মানুষকেই সবকিছু করে নিতে হয়।

০৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৫৮

গান পাগলা বলেছেন: তার মানে আল্লাহ এবং ইল্লা দুই ই লাগবে।

৩| ০৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:১৯

হাসান কালবৈশাখী বলেছেন:
তারা মুখে ইসলামি ভাতৃত্ববোধের কথা বলে, কাজে আমেরিকান নাসারাদের তোয়াজ করে।

মানবজমিনের এই লেখাটি পড়ুন।
সৌদি আরবে বেশির ভাগ বাংলাদেশী অভিবাসীর বৈধকরণ সম্পন্ন
Click This Link

০৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৫৯

গান পাগলা বলেছেন: তারা মুখে ইসলামি ভাতৃত্ববোধের কথা বলে, কাজে আমেরিকান নাসারাদের তোয়াজ করে।
একমত।

৪| ০৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৪৯

কেএসরথি বলেছেন: হুমম।

০৬ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:২৪

গান পাগলা বলেছেন: সরকার জোর তদবির চালালে এতদিনে একটা ব্যাবস্থা হত, কিন্তু এনিয়ে সরকারের কোন মাথা ব্যাথাই নেই।

৫| ০৬ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:০৫

অথৈ সাগর বলেছেন: নির্মম সত্য । আসলেই কি আমাদের করার কিছু নাই ?

০৬ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:২৪

গান পাগলা বলেছেন: সরকার জোর তদবির চালালে এতদিনে একটা ব্যাবস্থা হত, কিন্তু এনিয়ে সরকারের কোন মাথা ব্যাথাই নেই।

৬| ০৬ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৬

স্বপ্ন বাংলা বলেছেন: কথাটা নির্মম শোনালেও না বলে পারছিনা। ৬ মাস টাইম দিয়েছিল সৌদি সরকার, এই ৬ মাস ওনারা কি ঘোরার ঘাস কাটতে গিয়েছিল? আপনি বলছেন সরকার জোর তদবির চালালে এতদিনে একটা ব্যাবস্থা হত । কি হত? আপনার কি মনে হয় সরকার চেষ্টা করেনি ? এই সমস্যায় যে কেবল বাংলাদেশিরা পতিত তা নয়, অন্যান্য দেশের জন্যেও একই নিয়ম। প্রায় প্রত্যেকটি দেশের সরকারের অনুরোধেই সৌদি সরকার ৬ মাস সময় বাড়িয়েছিল । কেবল আবেগ দেখালেই জীবন পাল্টে যাবেনা। জীবনকে পাল্টানোর জন্যে কার্যকরী পদক্ষেপ নিতে হয় এবং তা প্রত্যেকের নিজেকেই ।

০৬ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:৩৯

গান পাগলা বলেছেন: আপনি ঠিকই বলসেন, কিন্তু সবাই ঘোরার ঘাস কাটেনি তারা এখন যে কোম্পানিতে আছে কোম্পানী যদি ট্রান্সপার নাকরে তারা কি করবে????

৭| ১৪ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪০

সাদা মনের মানুষ বলেছেন: এখন সরকারে কে থাকবে বা কে আসবে সেটা নিয়া ওরাই দেশ ধ্বংসের খেলায় মেতেছে, সৌদী আরবের দিকে তাকানোর সময় কোথায় ?

৮| ১৪ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:০৫

জুন বলেছেন: এইসব অসহায় তরুনদের দেখলে কষ্ট হয়। আমাদের সরকার সব সময় নির্বিকার থাকে দেশে সবচেয়ে বেশি রেমিটেন্স আনা লোকগুলোর ব্যাপারে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.