![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখক নই তবু চেষ্টা করি লিখতে, লেখা পরিনত হয়েছে আমার নেশাতে। খুব ভাল লিখতে পারি তা না, যখন একাকি থাকি একাকি অনুভব করি নিজের একাকিত্ব ভুলে থাকার চেষ্টা করি লেখার মাধ্যমে। মনে হয় লেখাতেই যেন সব সুখ লেখার মাঝেই দিতে পারি নিজের দুঃখ গুলোকে নতুন রুপ। তাই আমি লিখতে ভালবাসি লেখা যেমন আমার নেশা লেখায় ভালবাসা
15 বছর বয়সে প্রথম ভালবাসতে শিখি
আসলে তা ভালবাসা ছিলনা
সেটা ছিল ভাল লাগা
16 বছর বয়সে অনুভব করেছিলাম আসলে ভালবাসাটা কি!
আর 16-17 এর মাঝেই ভালবাসাটাকে বুঝতে শিখি.
সত্যি বলতে কি তখনো বুঝতাম না
জানতাম না আমি আসলেই কাকে ভালবাসি.
বুঝিতে পারিইয়া ছিলাম এক জনের কারণে
যার সহিত আমার বন্ধুত্ব ছিল বেশি
আর যখন বুঝিতে পেরেছিলাম
তখন অনেক দেরি হইয়াছিল বিধায়
ভালবাসার মানুষটি আমার সেই বন্ধুর হইয়া যায়.
আমি কিছুই করিতে পারি নাই তখন
তবে হ্যাঁ ভাগ্য আমাকে সুযোগ দিইয়াছিল বার বার
আমি পরিবার,বন্ধুত্বের কথা ভাবিয়া
তাহার ডাকে কর্ণপাত করি নাই একবার.
প্রিয়াও ছুটে আসিয়া ছিল আমার কাছে বহু বার
তবে আমার কথা বলিতে নয়
এসেছিল সে অন্যের কথা বলিতে বারংবার
আমি শুধু মিথ্যা হাসিখানা নিয়া তাহার সাথে হাসিয়া
তাহার সহিত শুর মিলাইতাম প্রতিবার
আর সেই হাসির পিছনে লুকিয়ে ছিল
আমার বুক ভরা হাহাকার
অশ্রু ঝরা মন
তবো আমি হাসিয়া যাইতাম ভিষন.
আমি বলিতে পারিনাই তখন
ইহার পিছনে ছিল অজশ্র কারণ
একেতো সে আমার ভাল বন্ধু ছিল
তার সাথে ছিল আত্বিয়তার বন্ধন
আমি ছিলাম এই ভয়ে যে
যদি বলি তারে আমার মনের কথন
ধরতে পারে প্রিয়ার আমার
বন্ধুত্বে ভাঙ্গন
হতে পারে দুই পরিবারের
সম্পর্কের পতন.
এত সব বাচাতে গিয়া
ধরেছে মোর হৃদয়ে ভাঙ্গন
হয়েছে মোর ভালবাসার পতন.
বিদ্র: (কাল্পনিক হলেও সত্যি)
©somewhere in net ltd.