![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখক নই তবু চেষ্টা করি লিখতে, লেখা পরিনত হয়েছে আমার নেশাতে। খুব ভাল লিখতে পারি তা না, যখন একাকি থাকি একাকি অনুভব করি নিজের একাকিত্ব ভুলে থাকার চেষ্টা করি লেখার মাধ্যমে। মনে হয় লেখাতেই যেন সব সুখ লেখার মাঝেই দিতে পারি নিজের দুঃখ গুলোকে নতুন রুপ। তাই আমি লিখতে ভালবাসি লেখা যেমন আমার নেশা লেখায় ভালবাসা
রুমান্টিকতা কি তা আমি জানি না! পারি না রুমান্টিক হয়ে তোমার সাথে রুমান্স করতে। কি ভাবে তোমাকে মিষ্টি মিষ্টি কথা বলে তোমার মন জয় করতে হয় আমি তাও জানি না, তুমি রাগলে তোমার রাগ ভাঙ্গাতে কি করা উচিৎ আমি জানি না, তোমার জন্ম দিন কিংবা বিশেষ কোনো দিনে তোমাকে কি উপহার দিব সেটাও আমার জানা নেই, তোমাকে দেওয়ার মত দামি উপহার কেনার সামর্থও আমার নেই, ঘন্টার পর ঘন্টা ফোনে তোমার সাথে কি কথা বলব তা ভাবতে ভাবতে আমার মন-মগজ দুজনেই থেমে যায়। শুধু একটা কথায় ভালভাবে জানি আমি তোমাকেই ভালবাসি, আমি ভালবাসা বলতে শুধু তোমাকেই বুঝি, যখন বৃষ্টি দেখি তোমাকে নিয়ে ভাবতে থাকি তোমার সাথে বৃষ্টিতে ভেজার জন্য আকুল হয়ে উঠি, তোমার সাথে যখন সামনা-সামনি বসি ইচ্ছে করে সারাটা জীবন তোমার চোখের দিকেই চেয়ে থাকি, পূর্ণিমাতে ইচ্ছে করে তোমার সাথে ছাদে উঠে এক সাথে দুজনে চাঁদ দেখি, আমার হৃদয়ের এক-তৃতীয়াংশ জুড়ে তোমাকেই রাখি। হয়ত আমি তোমার জন্ম দিনে খুব দামি উপহার দিতে পারি না, আমি আমার সামর্থ অনুযায়ি একটা মাত্র ভালবাসার গোলাপ তোমার জন্যই কিনে আনি। যার পুরাটাই থাকে ভালবাসার ছোয়া আর অতৃপ্ত ভালবাসার তৃপ্ততার অনুভূতি সেখানে নেই লোক দেখানোর জন্য বড় লোক বাবার সন্তানের দেওয়া ভালবাসার অনুভূতিহীন সোনার আংটি। আর যখন তোমার সাথে কথা বলি মুখে ভালবাসার কলি গুলো ফুটে আপনা-আপনিই, সেখানে কিঞ্চিত পরিমানও মিথ্যার আশ্রয় নেওয়া হয় না সব আসে মনের মাঝ থেকে। অনেককেই তো বলতে শুনি যে সে তোমার জন্য আমি আকাশের তাঁরা এনে দিতে পারি, আরও বলে তুমি চাঁদের চেয়েও সুন্দরি!। তুমি আমার জানের চেয়েও প্রিয় তোমার জন্য আমি জানটাও দিতে রাজি। সত্যিকারে তারা পারে কি?? আমি বলি আমি তোমাকে হয়ত আকাশের তাঁরা এনে দিতে পারব না, তবে হ্যাঁ আকাশের বিশালতার মত ভালবেসে যাব সিমাহীন। চাঁদের সাথে আমি তোমার তুলনা করব না আমি বলব তুমি আমার মনের মত সুন্দরি কারন আমি অনেক স্ন্দুরিকেই দেখেছি কিন্তু কেউ আমার মনের মত হয়নি, তুমি আমার মনের মত সুন্দরি, আমার মনের আকাশের চাঁদনি তুমিই। হ্যাঁ অনেকেই ভালবাসার জন্য প্রান দিয়েছে কিন্তু লাভ টা হয়েছে কি??? তারা পায়নি ভালবাসার তৃপ্ততা পারেনি জীবনভর একে অপরকে ভালবেসে যাওয়ার আনন্দটা??? তুমি পাশে থাক কিংবা দূরে আমি বেঁচে থাকতে চায় তোমাকেই ভালবেসে, আমি অবিরাম তোমাকে ভালবেসে যাব আমার অনুভূতিতে, সারা জীবন অনুভব করে যাব তোমাকে কারন আমার জানটা যে তোমাকেই দিয়ে দিয়েছি মরে যদি যায় তাহলে এর সার্থকতা কি???।
(কাল্পনিক)
২| ২১ শে মে, ২০১৪ রাত ১০:৫০
আজব গোয়েন্দা বলেছেন: কাল্পনিকতার এটাই তো বড় গুন যে এর একেকটা অংশ একেক জনের জীবনের সাথে মিলে যায়। ভাই এই লেখাটা কই পড়লেন মেইন পাতায়??? (কনফিউস্ড)!! মেইন পাতায় তো যাওয়ার কথা না! আমি নতুন এখানের আগা মাথা বুঝি না। পোষ্ট কখন মেইন পাতায় যায় কিংবা অন্য ব্যবহারকারীর নিকট কখন পরিদর্শিত হয একটু বলবেন?
©somewhere in net ltd.
১|
২০ শে মে, ২০১৪ বিকাল ৩:৫৯
জেরিফ বলেছেন: অনেকেই ভালবাসার জন্য প্রান দিয়েছে কিন্তু লাভ টা হয়েছে কি??? তারা পায়নি ভালবাসার তৃপ্ততা পারেনি জীবনভর একে অপরকে ভালবেসে যাওয়ার আনন্দটা??? তুমি পাশে থাক কিংবা দূরে আমি বেঁচে থাকতে চায় তোমাকেই ভালবেসে, আমি অবিরাম তোমাকে ভালবেসে যাব আমার অনুভূতিতে
মনের কথা গুলো বলে দিলেন
অনুভূতির সুন্দর বহিঃপ্রকাশ ।