![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখক নই তবু চেষ্টা করি লিখতে, লেখা পরিনত হয়েছে আমার নেশাতে। খুব ভাল লিখতে পারি তা না, যখন একাকি থাকি একাকি অনুভব করি নিজের একাকিত্ব ভুলে থাকার চেষ্টা করি লেখার মাধ্যমে। মনে হয় লেখাতেই যেন সব সুখ লেখার মাঝেই দিতে পারি নিজের দুঃখ গুলোকে নতুন রুপ। তাই আমি লিখতে ভালবাসি লেখা যেমন আমার নেশা লেখায় ভালবাসা
তুমি আমার জন্য কাল্পনিক একটা সত্বা মাত্র, কল্পনার মাঝে খুজে পায় আমি তোমার অস্থিত্ব। আমি কল্পনাতে তোমার এমন আলপনা আঁখি যে বাস্তবতায় যেন তোমাকে আমি সচরাচরই দেখি। আমার কল্পনার মাঝে তুমি এমন ভাবে কল্পিত হও যে তোমার চরিত্রের, তোমার স্বভাবের একটা একটা করে গুনাগুনের বর্ণনা আমি সহজেই দিয়ে দিই। অথচ কেউ এগুলা শুনার পর বলে অসম্ভব,! এভাবে কাউকে না দেখে কাল্পনিক কোন সত্বার নামে এত কিছু লেখা, এত আবেগ, এত ভালবাসা এর মাঝে থাকা সম্ভব না। আমি বলি কেন সম্ভব না?? এরি নামই তো কাল্পনিকতা, কবি থেকে শুরু করে সাহিত্যিকগন, গল্প লেখক গন, যারা নাটক লিখেন তারা তো শুধু কল্পনা কে ভালবেসেই এক একটা কৃত্রিম অসাধারণ চরিত্রের জন্ম দিয়েছেন এবং দিয়ে যাচ্ছেন। যেমন হিমু-বাকের ভাই, মিসির আলী ইত্যাদি চরিত্র তো লেখকের কল্পনারি একটা অংশ, কল্পনাতে ডুব দিয়ে দেখ নিজস্ব ভূবনের অতলে হারিয়ে যাবে আর এই হারানোর মাঝে কতটা আনন্দ, কত কিছু সম্পর্কে নতুন করে জানার অভিজ্ঞতা ও প্রকৃতির মাঝে মিশে যাওয়ার অনুভূতি ও সুখ নিহিত আছে তা কেবল কাল্পনিকরাই জানেন। তারা তাদের কাল্পনিক চরিত্র গুলোকে উপভোগ করেন, উপভোগ করেন কল্পনার মাঝে দেওয়া প্রকৃতির নতুন রুপ, তারা তুলে ধরেন সমাজের নানান দিক সমাজের মানুষের বাস্তব রুপ, প্রকৃতির সাথে মানুষের নিভির সম্পর্ক, মানুষের সাথে মানুষের সম্পর্ক।
©somewhere in net ltd.