নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অজয় কুমার সরকার

Its my turn to write for you

অজয় কুমার সরকার › বিস্তারিত পোস্টঃ

একটি অনাকাঙখিত ঘটনা, সাথে জামাত শিবির ও ধর্মের নামে মিথ্যার আশ্রয়।

০১ লা মার্চ, ২০১৩ রাত ৮:০৯

এখন সর্বএ আন্দোলন চলছে..., অফিস,ব্যংক, থেকে শুরু করে রাজপথে.সেই আন্দোলন এ আমিও শরিক হয়েছিলাম একজন দেশের সচেতন নাগরিক হিসেবে। আমার মাঝেও যুদ্ধাপরাধীদের জন্য রয়েছে এক বুক ঘৃনা।তাই জামাত-শিবির দেখলেই আমার ও মনে বাজে, ১ টা ১টা শিবির ধর, ধইরা ধইরা জবাই কর।কিন্তু ভয় হয়, যখন দেখি আমার আন্দোলন দেখে আমার বন্ধু বলে ওঠে আমি নাকি জামাত শিবিরের বিরুদ্ধে কথা বলে ইসলাম কে অপমান করছি, আমি নাকি মুসলিমদের নাস্তিক বলে ধর্মীয় অনুভুতিতে আঘাত দিয়েছি.,কাল জামাত আর পুলিশের গোলাগুলিতে ৩০ জন মানুষ নিহত হয়েছে, আমি বলেছিলাম মুক্তি্যুদ্ধের সময় ৩০০০০০ মানুষ মারা গেছেন।আজ যদি জামাত শিবির তাদের এই মারমুখি আন্দোলণ না করত, তবে এই মানুষগুলো মারা যেত না। অবশ্যয়ই তাদের মাঝে কিছু শিবির ছিল, তারপরেও আমি জামাত শিবির এর কর্মীদের মানুষ বললাম।কিন্তু আমার বন্ধু আমাকে বলল বাবুরে মসজিদ নাকি আমরা ভেংগে ছিলাম,তাই জামাত শিবির হিন্দুদের বাড়ি ভেংগেছে।আমার বন্ধু আমাকে বার বার মনে করিয়ে দিচ্ছিল আমি হিন্দু... আর আমি মন খরাপ না করে মনে মনে বললাম হয়ত হিন্দু বলেই এমন কথা বলল।দিনের পর দিন আমি অনেক কিছু সহ্য করেছি,শুধু বলব যাদের কলা দেখিয়ে এতদুর এসেছে তারাও বুঝবে।কিন্তু আমি আমার আন্দোলন কখনও থামাব না।আমি জানি আমার অস্তিত্ব কি? আর ওদের অস্তিত্ব.? নাই বা বললাম। জয় বাংলা।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০১ লা মার্চ, ২০১৩ রাত ৮:৩৬

নায়করাজ বলেছেন: এখানে দেখেন : Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.