নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খোলা জানালায় নেই প্রিয় মুখ

চেনা দুঃখ চেনা সুখ চেনা চেনা হাসি মুখ

অচীনপুরের চেনা মুখ

অচীনপুরের চেনা মুখ › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের ২০ প্রেসিডেন্ট (১০এপ্রিল ১৯৭১ থেকে চলতি সময়)

২৪ শে মার্চ, ২০১৩ রাত ৩:২১





স্বাধীনতা অর্জনের পর থেকে এ পর্যন্ত বাংলাদেশ ২০জন প্রেসিডেন্ট পেয়েছে। আসুন এক নজরে দেখে নেওয়া যাক এই ২০ জন প্রেসিডেন্ট কে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত ক্ষমতায় ছিলেন।







১) সৈয়দ নজরুল ইসলাম (অস্থায়ী) : ১০এপ্রিল ১৯৭১ থেকে ১০জানুয়ারি ১৯৭২।





২) শেখ মুজিবুর রহমান : ১০জানুয়ারি ১৯৭২ থেকে ১২ জানুয়ারি ১৯৭২।





৩) বিচারপতি আবু সাঈদ চৌধুরী : ২ জানুয়ারি ১৯৭২ থেকে ২৪ ডিসেম্বর ১৯৭৩।





৪) মুহাম্মদুল্লাহ : ২৭ জানুয়ারি ১৯৭৪ থেকে ১৫ জানুয়ারি১৯৭৫।





৫) শেখ মুজিবুর রহমান : ২৫ জানুয়ারি ১৯৭৫ থেকে ১৫ আগস্ট ১৯৭৫।





৬) খন্দকার মোশতাক আহম্মদ : ১৫ আগস্ট ১৯৭৫ থেকে ০৬ নভেম্বর ১৯৭৫।





৭) বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম : ০৬ নভেম্বর ১৯৭৫ থেকে ২১ এপ্রিল ১৯৭৭।





৮) লেঃ জেনারেল জিয়াউর রহমান : ২১ এপ্রিল ১৯৭৭ থেকে ৩০ মে ১৯৮১





৯) বিচারপতি আব্দুস সাত্তার (অস্থায়ী) : ৩০ মে ১৯৮১ থেকে ২০ নভেম্বর ১৯৮১।





১০) বিচারপতি আব্দুস সাত্তার : ২০ নভেম্বর ১৯৮১ থেকে ২৪ মার্চ ১৯৮২।





১১) এ এফ এম আহসান উদ্দিন চৌধুরী : ২৭ মার্চ ১৯৮২ থেকে ১১ ডিসেম্বর ১৯৮৩।





১২) হুসেইন মুহম্মদ এরশাদ : ১১ ডিসেম্বর ১৯৮৩ থেকে ০৬ ডিসেম্বর ১৯৯০।





১৩) বিচারপতি সাহাবুদ্দীন আহম্মদ (অস্হায়ী/তত্বাবধায়ক) : ০৬ ডিসেম্বর ১৯৯০ থেকে ০৯ অক্টোবর ১৯৯১।





১৪) আবদুর রহমান বিশ্বাস :০৯ অক্টোবর ১৯৯১ থেকে ০৮ অক্টোবর ১৯৯৬।





১৫) বিচারপতি সাহাবুদ্দীন আহম্মদ : ০৮ অক্টোবর ১৯৯৬ থেকে ১৪ নভেম্বর ২০০১।





১৬) অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী : ১৪ নভেম্বর ২০০১ থেকে ২১ জুন ২০০২।





১৭) ব্যরিস্টার জমির উদ্দিন সরকার (অস্থায়ী) : ২১ জুন ২০০২ থেকে ০৬ সেপ্টেম্বর ২০০২।





১৮) প্রফেসর ড. ইয়াজউদ্দীন আহম্মদ : ০৬ সেপ্টেম্বর ২০০২ থেকে ১২ ফেব্রুয়ারি ২০০৯ ।





১৯) জিল্লুর রহমান : ১২ ফেব্রুয়ারি ২০০৯ থেকে ২০ মার্চ ২০১৩।





২০) এডভোকেট আবদুল হামিদ (অস্থায়ী) : ২০ মার্চ ২০১৩ থেকে ?







তথ্য সূত্র :অনুপম জীবন

(সে এখনো জেনারেল হতে পারে নি বলে পাঠক সীমিত, তার অনুরোধে কিঞ্চিৎ সম্পাদনাসহ আমার ব্লগে পুণঃপ্রকাশ করা হলো।View this link )

মন্তব্য ১৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ৩:৩০

এবিসি১০ বলেছেন: ২০) এডভোকেট আবদুল করিম (অস্থায়ী) : ২০ মার্চ ২০১৩ থেকে ?

নামটা কি এডভোকেট আবদুল হামিদ হবে না?

২| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ৩:৩৪

অচীনপুরের চেনা মুখ বলেছেন: দুঃখিত, ঠিক করছি.. ভুল ধরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ।

৩| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ৩:৩৫

পথ-হারা এক পথিক বলেছেন: তথ্যবহুল পোস্ট। প্রিয়তে নিলাম +++++++

৪| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ৩:৪০

অণুষ বলেছেন: এবিসি ১০ আপনার সাথে আমিও সহমত ।
:( :(

৫| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ৩:৪৪

রুদ্র মানব বলেছেন: সবচেয়ে দীর্ঘ সময় প্রেসিডেন্ট এরশাদ কাগু আছিলেন নাকি B-)

পোস্ট চমৎকার হয়েছে । ভাল লাগা রইলো ও প্রিয়তে নিলাম ।

৬| ২৪ শে মার্চ, ২০১৩ ভোর ৫:৫০

শের শায়রী বলেছেন: প্রিয়তে নিয়ে গেলাম ভাই। চমৎকার পোষ্ট

৭| ২৪ শে মার্চ, ২০১৩ ভোর ৬:৩০

কাউসার আলম বলেছেন: প্রিয়তে নিলাম। চমৎকার পোষ্ট। ধন্যবাদ....

৮| ২৪ শে মার্চ, ২০১৩ সকাল ৯:১৪

ভিটামিন সি বলেছেন: আমি রাষ্টপতি হইপার চাই। কতা দিতাছি কোন দলের টান দিমু না।

৯| ২৪ শে মার্চ, ২০১৩ সকাল ১০:০৫

তোমোদাচি বলেছেন: চমৎকার তথ্য সমৃদ্ধ পোষ্ট ! +

১০| ২৪ শে মার্চ, ২০১৩ সকাল ১১:১৬

নিজাম বলেছেন: একটু বোধহয় ভুল হল। প্রথম রাস্ট্রপতি হলেন বঙ্গবন্ধু শেখ মুজিব। তাঁর অনুপস্থিতিতে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন সৈয়দ নজরুল ইসলাম।

১১| ২৪ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৪৭

Sohelhossen বলেছেন: প্রিয়তে নিলাম। সুন্দর পোষ্ট।

১২| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫৬

অচীনপুরের চেনা মুখ বলেছেন: সৈয়দ নজরুল ইসলামের নাম অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবেই উল্লেখ করা হয়েছে।

১৩| ২৩ শে এপ্রিল, ২০১৩ ভোর ৪:৫৭

খেয়া ঘাট বলেছেন: এই রকম একটি পোস্টের খুঁজে ছিলাম। অনেক ধন্যবাদ।

১৪| ২৮ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:০৯

১০১টি নীলপদ্ম বলেছেন: ইনফরমেটিভ। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.