নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খোলা জানালায় নেই প্রিয় মুখ

চেনা দুঃখ চেনা সুখ চেনা চেনা হাসি মুখ

অচীনপুরের চেনা মুখ

অচীনপুরের চেনা মুখ › বিস্তারিত পোস্টঃ

পাল্টে যাওয়া বিজ্ঞাপনের ভাষা

৩১ শে মার্চ, ২০১৩ সকাল ৭:৩৫

আমাদের দেশের বিজ্ঞাপনের ভাষা পাল্টে গেছে। বিজ্ঞাপন মানেই যে সেটা টিভি অ্যাড হবে, তা কিন্তু নয়। এর বাইরের বিজ্ঞাপনের পরিসর আরো অনেক বড়। প্রিন্ট মিডিয়া আছে, বিলবোর্ড আছে, অনলাইন আছে.. আছে পোস্টার-হ্যান্ডবিল, ব্রুশিয়ার-স্টিকার, ফেস্টুন-ব্যানার আরো কতো কিছু। কথা হলো সবখানের মতোই বিজ্ঞাপনের ভাষাতেও এসেছে পরিবর্তন।



ফেসবুকে চোখে পড়লো আত্মপ্রকাশের অপেক্ষায় থাকা একটা নতুন অনলাইন নিউজপোর্টালের কয়েকটি বিজ্ঞাপন। ‌'প্রতিমুহূর্ত.কম' নামের এই নিউজওয়েবের বিজ্ঞাপনের ভাষা দেখে চমৎকৃত হয়েছি। বন্ধুদের সঙ্গে এখানে তা শেয়ার করছি।







টাটকা ইলিশ মাছের সঙ্গে টাটকা সংবাদের যোগাযোগটা দেখে মজা পেয়েছি।



একজনের স্ট্যাটাসে দেখলাম, জিলাপির রেসিপি। তার নিচে একটা ছবি। এটাও যে একটা বিজ্ঞাপন ছবিটা দেখে বুঝলাম।





আমার এই পোস্টটাকে কেউ আবার বিজ্ঞাপন মনে করবেন না। মজা পাওয়াটা সবার সঙ্গে শেয়ার করলাম।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০১৩ সকাল ৮:০২

উদাসীপথিক বলেছেন: এয়ারটেলের নতুন টিভি এডটা কি দেখেছেন? কিছুই কি বলার নেই?????

২| ৩১ শে মার্চ, ২০১৩ সকাল ৮:০২

মোঃ নজরুল ইসলাম বলেছেন: ভালই তো ভাষাটার যথেচ্ছ ব্যবহার হচ্ছে। ভালই তো ভাষাটার যথেচ্ছ ব্যবহার হচ্ছে।

৩| ৩১ শে মার্চ, ২০১৩ সকাল ৮:১২

অচীনপুরের চেনা মুখ বলেছেন: সত্যিই...

৪| ৩১ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৩৪

কালোপরী বলেছেন: সুন্দর

৫| ৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৪০

লতিফা লতা বলেছেন: নতুন আইডিয়া

৬| ১৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৩৪

শাহরিয়ার নীল বলেছেন: সুন্দর পদ্ধতি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.