নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংঙ্গালির শুদ্ধ শিল্প সংস্কৃতি ও মুক্তচিন্তাচর্চার দর্শনে দীপ্ত ।

আবুল কালাম আজাদ

লেখক / বিষয়: সমাজ সংস্কৃতি ও রাজনীতি

আবুল কালাম আজাদ › বিস্তারিত পোস্টঃ

শাশ্বত কথন

০৩ রা মার্চ, ২০১৯ দুপুর ২:০১


শাশ্বত কথন

সাধারন জনগন ভোট প্রদানে উৎসাহ হারিয়ে ফেলেছে???
রাজনৈতিক দলগুলো নি‌র্বাচনে অংশগ্রহন করতে উৎসাহ পাচেছ না।
জাতিয় সংসদ নি‌র্বাচন সহ সম্প্রতি মেয়র নি‌র্বাচনে অধিকাংশ ভোট কেন্দ্রের চিত্র তাই প্রমান করে।
― নি‌র্বাচন একটি দেশের গনতন্ত্র বিকাশের ক্ষেত্রে গুরুত্বপু‌র্ন অংশ।
বাংলাদেশ আওয়ামী লীগের গঠিত সরকারের জন্য এই ক্ষেত্রে দুইটি স‌ত‌র্ক সংকেতঃ-

প্রথমতঃ আওয়ামী লীগের ভাষাই বলি অত্যাধিক জনপ্রিয়তা অথ্যৎ মনোপলি রাজনীতির হঠাৎ ধসে পরার সম্ভাবনা ১০০%।তবে কিভাবে কোন দিক থেকে ধস পরবে সেটা মনোপলি খেলার ক্ষেত্রে পু‌র্ব থেকে নি‌র্নয় করা খুব কঠিন।

দ্বিতীয়তঃ রাষ্ট্রযন্ত্র,প্রসাশনিক ক্ষমতা,পেশী শক্তি ব্যবহার করে ক্ষমতা ধরে রাখার কোন রাজনৈতিক আ‌দ‌র্শ হতে পারে না।আর আদ‌র্শ বিচ্যুত রাজনীতি হয়তো দীর্ঘ দিন শাসক হয়ে থাকতে পারে কিন্তু ইতিহাস এই প্রক্রিয়কে কখনই ক্ষমা করবে না।সত্য ও সুন্দরের সংজ্ঞা কিংবা দৃষ্টিভঙ্গি আপাত দৃষ্টে সাজানো ও বানোয়ট হলেও "প্রকৃত" বলে যে বিষয়টি আছে অথাৎ অবিনশ্বর কিংবা শাশ্বত ,সেই প্রকৃত/অবিনশ্বর/শাশ্বত কখনওই তাদের সংজ্ঞা পরিব‌র্তন করে না।সুতরাং তাদের পথে যারা থাকবে না কিংবা এই বিষয় গুলোকে (প্রকৃত/অবিনশ্বর/শাশ্বত)যারা লালন করবে না,তারা একটা সময় ইতিহাসের কাছে মিথ্যাবাদী ও প্রতারক হিসাবে প্রমানিত হইবেই,আর ব‌র্তমানের সকল সম্মান ,অ‌র্জন,উন্নয়ন বিফলে প‌র্যবসিত হবে। ইতিহাসে এমন দৃষ্টান্তের অনেক উদহারন আছে ।
------------------- ো ----------------------

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০১৯ দুপুর ২:৪২

রাজীব নুর বলেছেন: কিছুই বুঝলাম না।

২| ০৩ রা মার্চ, ২০১৯ দুপুর ২:৫২

মাহমুদুর রহমান বলেছেন: রাজনীতির মারপ্যাঁচ বুঝি না ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.