নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আল্লাহর নামে

ডাঃ আকন্দ

একজন চিকিৎসক ।

ডাঃ আকন্দ › বিস্তারিত পোস্টঃ

অধিক তায়াম্মুম করুন

০৩ রা জুলাই, ২০২৪ ভোর ৫:১৪

পৃথিবী আজ তৃতীয় বিশ্বযুদ্ধের সামনে দাঁড়িয়ে । পৃথিবীকে বাঁচাতে একটি বিশ্বশান্তি ফর্মুলা দরকার । আমি বর্তমান বিশ্বশান্তির জন্য নতুন একটি ফর্মুলা তৈরি করেছি , যা আমার ফেইসবুক লেখাগুলি থেকে পেয়ে যাবেন । একমাত্র আমিই পবিত্র কোরান থেকে বর্তমান পৃথিবীর জন্য নতুন একটি শান্তি ফর্মুলা তৈরি করেছি । সব মানুষের জন্য ইহকাল এবং পরকাল মুক্তির জন্য এই ফর্মুলা সমানভাবে কার্যকরী ইনশাআল্লাহ ।



মোল্লারা কোটি বছরেও এই ফর্মুলা কোরান থেকে বের করতে পারবে না । তারা একটি গ্রামকেই পুরো বিশ্ব মনে করে । আর সন্ত্রাসীরা একটি দেশ শাসন করে , পুরো বিশ্ব মুসলিমকে সমস্যায় ফেলেছে । চীনের মুসলমানরাসহ অন্যান্য দেশের মুসলমানদের এই সন্ত্রাসীদের জন্য অনেক মূল্য চুকাতে হচ্ছে । ভয় দেখিয়ে বা জোর করে পৃথিবীতে শান্তি স্থাপন করা যায় না । শান্তি স্থাপন করতে হয় ভালবাসা দিয়ে ।



বিশ্বশান্তির নতুন ফর্মুলার মৌলিক কাজগুলি আমি করেছি । ফর্মুলার বাকি কাজ করতে আরো গবেষণা ও সময় লাগবে ইনশাআল্লাহ।



হে মুসলিম বিশ্ব , মানুষ এখন একেবারেই দুর্বল । তাছাড়া এখন ইসলামের দশ ভাগের এক ভাগ আমল করলেই পরকাল মুক্তি মিলবে ইনশাআল্লাহ । এজন্য এখন সব মুসলিমকে অধিক সময় অযুর পরিবর্তে তায়াম্মুম করে নামাজ কোরান পড়তে হবে । তুমি সর্বোচ্চ সুস্থ হলেও , তুমি আগেকার লোকের চাইতে অনেক বেশি দুর্বল । তাই একটু অলসতা লাগলেই বা সামান্য অসুস্থ হলেই তায়াম্মুম করে নামাজ কোরান পড়ো । এটাই এখনকার ইসলাম ।



তবে আমি মসজিদে নামাজে গেলে অযু করে যাই । মসজিদের ইমাম এবং মুসুল্লিগণকে বলবো আপনারা আমাকে নিয়ে হেজিটেশনে ভুগবেন না , আমি মসজিদে গেলে অযু করেই যাই । এটি বলার কারণ হলো - কোনো আল্লাহ ওয়ালা লোক মসজিদে গেলে এবং তাকে তাজিম না করলে , নামজে আপনি আল্লাহকে দেখতে পারবেন না এবং আল্লাহর সাথে কথোপকথন করতে পারবেন না । এক কথায় ইসলাম হলো আল্লাহ ওয়ালাকে তাজিম করা , যেভাবে সাহাবীগন রাসুল সাঃ কে তাজিম করে ইসলাম শিখেছেন । আল্লাহ ওয়ালাকে তাজিম করা ছাড়া ইসলাম বুঝার দ্বিতীয় কোনো পথ নেই । বাকি যতো পথ আছে সবই তীব্র সন্দেহযুক্ত ।



তায়াম্মুম করলে নামাজে তৃপ্তি কম পাওয়া যায় সত্য । কিন্তু অযুর অলসতার জন্য কোনোভাবেই নামাজ মিস করা যাবে না । যখনই অযু করতে কঠিন লাগবে , তখনই তায়াম্মুম করে নামাজ কোরান পড়ুন , পূর্ণ সুস্থ থাকলেও সব মানুষ এখন একেবারেই দুর্বল । তাই যতোই সুস্থ থাকুন না কেনো , আপনি তায়াম্মুম করে নামাজ কোরান পড়তে পারবেন । তাছাড়া তায়াম্মুম করে নামাজে তৃপ্তি চাইলে আল্লাহ ওয়ালা লোকের পায়ে জীবন নিক্ষেপ করুন । অযুর কাছাকাছি তৃপ্তি পাবেন ইনশাআল্লাহ । অতএব বেশি বেশি তায়াম্মুম করুন এবং বেশি বেশি নামাজ কোরান পড়ুন , কারণ এটাই এখনকার ইসলাম ।



( ডাঃ আকন্দ ) ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুলাই, ২০২৪ ভোর ৬:৫৪

কামাল১৮ বলেছেন: পরকাল কোথায় পেলেন।তার কোন প্রমান কি আপনার কাছে আছে।আছে শুধু বিশ্বাস আর দাবি।

২| ০৪ ঠা জুলাই, ২০২৪ সন্ধ্যা ৭:৫১

নতুন বলেছেন: ধর্মের আইডিয়া মৃত প্রায়। খৃস্টান, হিন্দু, বৌদ্ধ, ইসলাম এখন সামাজিকতা দেখানোর ধর্ম।

মানুষ নামে মুসলমান, ধর্মের মুল জিনিস গুলিই এখন মানেনা। মিথ্যা বলে, নামাজ পড়েনা, যাকাত দেয় না। সুদ খায়, দূনিতি করে, ব্যাবসায়ে ভ্যাজাল দেয়। মানুষের হক মেরে খায়। পরকিয়া, বিবাহ বহিভুত যৌনতা ডাল ভাত।

কিন্তু ঈদের নামাজ পড়ে, কোরবানী দেয়, টাকা পয়সা থাকলে ওমরা করে, হজ করে, কোকাকোলা বয়কট করে। ওয়াজ শোনে ৫ ওয়াক্ত।

আর ৯০% মেয়েরা বোরকা পরে....

এখন কার ধার্মকেরা মদ খায় তবে শুকরের মাংস খায় না কারন ঐটা হারাম। B-))


মানুষ কে এখন মানবতা শেখাতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.