নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কয়েকদিন আগে সৌদি আরবে একটি বিশাল কনসার্ট হয়েছে , সেখানে পৃথিবী বিখ্যাত তারকারা গান পরিবেশন করেছেন । নারী শিল্পীরা স্বল্প কাপড়ে গান পরিবেশন করেছেন । মূল সমস্যা হলো , সেখানে কাবার প্রতিকৃতি উপস্থিত করে গান পরিবেশন করা হয়েছে । যেটা মহা অন্যায় এবং মহাপাপ । কাবা অত্যন্ত পবিত্র ঘর এবং আল্লাহর ঘর। সেই কাবা নিয়ে ছেলেখেলা অমার্জনীয় অপরাধ। এটার সাথে যারা জড়িত তাদেরকে অবশ্যই তওবা করতে হবে এবং সকল মুসলমানের নিকট ক্ষমা চাইতে হবে , তবেই কেবল সে পরকালে মুক্তি পাইতে পারে ।
কিছুদিন পূর্বে হযরত শাহপরান রঃ এর মাজারে গানবাজনা নিয়ে তুমুল ঝগড়াঝাটি হলো । অথচ হক সুফিদের মাজার অত্যন্ত পবিত্র জায়গা । হক সুফিদের মাজারে মহিলা পুরুষ একসাথে কোনোভাবেই নাচগান করতে পারবে না । আপনি আপনার স্ত্রীর সাথে গোপনে মিলিত হন , প্রকাশ্যে না। অতএব গান পরিবেশন এবং দেখবেন সাধারণ জায়গায় । কখনোই পবিত্র জায়গায় গান পরিবেশন এবং দেখবেন না । সমস্ত হক সুফিদের মাজার থেকে ভন্ডদের তাড়ানো ফরজ এবং ভন্ড সুফিদের মাজারও বন্ধ করে দেওয়া উচিত । তবে তর্কের খাতিরে মাজার না ভাঙ্গাই উচিত । কিন্তু মাজারে কোনোভাবেই গান বাজনা করা যাবে না এবং শরিয়ত বিরোধী কাজ করা যাবে না ।
তবে ইসলামিক স্কলাররাও টিভি নেটে গান নাটক সিনেমা দেখতে পারবেন , কিন্তু তা দেখতে হবে হেড ফোন লাগিয়ে একা একা । যদিও শ্লীল অনুষ্ঠান পরিবার বা অন্যের সাথেও দেখতে পারবেন । আর সাধারণ মুসলমানরা টিভি নেট সবার সাথেই দেখতে পারবেন । দলিল হলো এখন শরিয়তের দশ ভাগের এক ভাগ আমল করলেই পরকাল মুক্তি মিলবে ইনশাআল্লাহ ।
এবার আসি বাংলাদেশ পরিস্থিতি নিয়ে, বাংলাদেশে ইদানিং যা ঘটছে , তার জন্য উগ্রবাদী এবং মৌলবাদী রাজনীতি মূলত দায়ী । কারণ ভারত চীন আমেরিকা ইউরোপ কেউই উগ্রবাদী এবং মৌলবাদী রাজনীতি সহ্য করে না। এজন্যই চতুর্মুখী চাপে বাংলাদেশ । বাংলাদেশে এমন রাজনীতির উত্থান ঘটলে সব বিদেশি রাষ্ট্রই সংখ্যালঘু নাটক বানিয়ে অকল্পনীয় চাপ প্রয়োগ করবে এবং নিষেধাজ্ঞা দিবে , এমনকি যুদ্ধ পর্যন্ত হতে পারে । রাহুল গান্ধী বা মমতা সবাই বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিবে ।
তাহলে এখন করনীয় কি ? উত্তর হলো - সরকার ও বিএনপিকে ঐসব রাজনীতিকে পরিপূর্ণভাবে এড়িয়ে চলতে হবে । বিএনপি এবং সমমনা রাজনৈতিক দলগুলিকে মধ্যপন্থী ফিলোসোফি তৈরি করতে হবে । এজন্য সুফিবাদ ইসলামকে অনুসরণ করে ফিলোসোফি ঠিক করতে হবে । সুফিরা রাষ্ট্রে শরিয়ত প্রতিষ্ঠার রাজনীতি করেন নাই । তাই আবারও বলছি বিএনপি এবং সমমনা রাজনৈতিক দলগুলিকে ফিলোসোফি ঠিক করে একসাথে রাজনীতি করতে হবে । এজন্য আমার দল মডারেট মুসলিমের ফিলোসোফি গ্রহণ করতে পারে।
( মোঃ জাহাঙ্গীর আলম আকন্দ ) ।
২| ১৫ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ৭:৪৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সৌদিরা এগিয়ে যাবে।
আমার পিছনে চলেছি।
৩| ১৫ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ৯:২৯
শিশির খান ১৪ বলেছেন: দুঃখজনক হলেও এটাই সত্য যে বাংলাদেশের দুই বড় দল আওয়ামীলীগ বি এন পি র মাঝে আওয়ামীলীগ স্বৈরাচারী দল হিসাবে পার্মানেন্ট ভাবে আউট হয়েছে এই প্রজন্ম আওয়ামীলীগকে ঘৃণা করে আর বি এন পি নতুন চাঁদাবাজ হিসাবে নিজেদের নাম লিখিয়েছে মানুষ আর কোনো অপশন না পেলে শেষ পর্যন্ত জামাতের দিকেই ঝুকে যাবে
৪| ১৫ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:০৬
কামাল১৮ বলেছেন: সৌদিরা উদার হচ্ছে,আমরা কট্টর হচ্ছি।
৫| ১৬ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:৫৩
রাজীব নুর বলেছেন: সৌদিরা ধীরে ধীরে লাইনে আসছে। লাইনে আসা ছাড়া উপায় নাই। দুবাই আজ অনেক উন্নত। এর কারন কি? কারন তারা ধর্ম নিয়ে পড়ে থাকেনি।
©somewhere in net ltd.
১| ১৫ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ৭:৩৭
রিফাত হোসেন বলেছেন: সেখানে কাবার প্রতিকৃতি স্থাপন করে নাই। তবে স্বল্প কাপড় পরিহার করলেও পারত। নাচ-গান সব দেশেই হচ্ছে। এটা ভাল না খারাপ এটার ব্যাখ্যা দিতে যাব না, এটা আপনি-আমি ভাল করেই জানি। সৌদি রক্ষণশীলতা থেকে বের হতে চাচ্ছে।