নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আল্লাহর নামে

ডাঃ আকন্দ

একজন চিকিৎসক ।

ডাঃ আকন্দ › বিস্তারিত পোস্টঃ

সততা ও ন্যায়ের সংকট

২৯ শে ডিসেম্বর, ২০২৪ ভোর ৫:১১

ব্যাক্তিগতভাবে আমি কখনোই আল্লাহকে বা ইসলামকে খুঁজি নাই । সর্বদা আমি খুঁজেছি শতভাগ সততা ও ন্যায়যুক্ত সত্তা এবং বিষয় । আপনি যদি সুস্থ লোক হন, তাহলে আপনি শতভাগ সততা ও ন্যায়যুক্ত সত্তা হিসেবে আল্লাহকে খুঁজে পাবেন এবং ধর্ম হিসেবে ইসলামকে খুঁজে পাবেন । অতঃপর ইসলামের মধ্যে সুন্নি সুফিবাদ ইসলামকে শতভাগ সততা ও ন্যায়ের দল পাবেন । এই তিনটি বিষয় চিরন্তন সত্য ।



সমস্যা হলো - বর্তমান বিশ্বের সমস্ত নেতাই উপরোক্ত তিনটি বিষয় আংশিক বা পরিপূর্ণভাবে প্রত্যাখ্যান করেন , ফলে সমস্ত নেতাই জিদ হিংসায় পরিপূর্ণ হন এবং মহাসত্যগুলি প্রত্যাখ্যান করেন ।



বর্তমান ভারতের সর্বোচ্চ নেতৃবৃন্দ জিদ হিংসার বশবর্তী হয়ে ইসলামকে চরমভাবে আঘাত করতেছেন । আমি সাবধান করছি যে, মহান আল্লাহ যদি ধরেন , তাহলে কেউই পালাবার পথ খুঁজে পাবেন না । ভারতের মতো যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলও ইসলামকে চরমভাবে আঘাত করে যাচ্ছেন । যা ন্যায় ও সততার পরিপূর্ণ বিরোধিতা ।



যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সততা ও ন্যায়ের অভাবে চরম মূল্য দিচ্ছে ফিলিস্তিন ও অন্যান্য আরব দেশ । সবচাইতে বড়ো সমস্যা হলো - মুসলমানরাই সততা ও ন্যায়ের সর্বোচ্চ সংকটে আছে, ১৪০০ বছর পর মুসলমানরা পূর্ণ ইসলাম চাপিয়ে দিয়ে সর্বোচ্চ জালেম হয়ে গেছে । এখান থেকে উত্তরণের পথ ইউরোপ থেকে শিখতে হবে , কারণ ইউরোপের মানুষের মনে এখনো মোটামুটি ন্যায় ও সততা বিদ্যমান । যেহেতু তারা মানুষের মনের উপর, সহ্যের চাইতে লক্ষ কোটি গুণ বেশি বোঝা চাপিয়ে দেয় না ।



তাই আসুন ইউরোপ থেকে আমরা কিছুটা ন্যায় ও সততা আমদানি করি । আর ইউরোপের কর্তব্য হচ্ছে, মহাসত্যগুলি কমপক্ষে মনে মনে পরিপূর্ণরুপে ধারণ করা , যাতে করে পুরো ইউরোপবাসী পরকাল মুক্তি পাইতে পারে ।



( মোঃ জাহাঙ্গীর আলম আকন্দ ) ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৯ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ৮:১৫

কামাল১৮ বলেছেন: মুসলমানরা ভুল পথে গেছে এই জন্য আল্লাহ ইইহুদিদের দিয়ে মুসলমানকে শিক্ষা দিচ্ছে এটা আল্লাহ কোন ধরনের সততা।এটা কু যুক্তি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.