নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্যাক্তিগতভাবে আমি কখনোই আল্লাহকে বা ইসলামকে খুঁজি নাই । সর্বদা আমি খুঁজেছি শতভাগ সততা ও ন্যায়যুক্ত সত্তা এবং বিষয় । আপনি যদি সুস্থ লোক হন, তাহলে আপনি শতভাগ সততা ও ন্যায়যুক্ত সত্তা হিসেবে আল্লাহকে খুঁজে পাবেন এবং ধর্ম হিসেবে ইসলামকে খুঁজে পাবেন । অতঃপর ইসলামের মধ্যে সুন্নি সুফিবাদ ইসলামকে শতভাগ সততা ও ন্যায়ের দল পাবেন । এই তিনটি বিষয় চিরন্তন সত্য ।
সমস্যা হলো - বর্তমান বিশ্বের সমস্ত নেতাই উপরোক্ত তিনটি বিষয় আংশিক বা পরিপূর্ণভাবে প্রত্যাখ্যান করেন , ফলে সমস্ত নেতাই জিদ হিংসায় পরিপূর্ণ হন এবং মহাসত্যগুলি প্রত্যাখ্যান করেন ।
বর্তমান ভারতের সর্বোচ্চ নেতৃবৃন্দ জিদ হিংসার বশবর্তী হয়ে ইসলামকে চরমভাবে আঘাত করতেছেন । আমি সাবধান করছি যে, মহান আল্লাহ যদি ধরেন , তাহলে কেউই পালাবার পথ খুঁজে পাবেন না । ভারতের মতো যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলও ইসলামকে চরমভাবে আঘাত করে যাচ্ছেন । যা ন্যায় ও সততার পরিপূর্ণ বিরোধিতা ।
যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সততা ও ন্যায়ের অভাবে চরম মূল্য দিচ্ছে ফিলিস্তিন ও অন্যান্য আরব দেশ । সবচাইতে বড়ো সমস্যা হলো - মুসলমানরাই সততা ও ন্যায়ের সর্বোচ্চ সংকটে আছে, ১৪০০ বছর পর মুসলমানরা পূর্ণ ইসলাম চাপিয়ে দিয়ে সর্বোচ্চ জালেম হয়ে গেছে । এখান থেকে উত্তরণের পথ ইউরোপ থেকে শিখতে হবে , কারণ ইউরোপের মানুষের মনে এখনো মোটামুটি ন্যায় ও সততা বিদ্যমান । যেহেতু তারা মানুষের মনের উপর, সহ্যের চাইতে লক্ষ কোটি গুণ বেশি বোঝা চাপিয়ে দেয় না ।
তাই আসুন ইউরোপ থেকে আমরা কিছুটা ন্যায় ও সততা আমদানি করি । আর ইউরোপের কর্তব্য হচ্ছে, মহাসত্যগুলি কমপক্ষে মনে মনে পরিপূর্ণরুপে ধারণ করা , যাতে করে পুরো ইউরোপবাসী পরকাল মুক্তি পাইতে পারে ।
( মোঃ জাহাঙ্গীর আলম আকন্দ ) ।
©somewhere in net ltd.
১| ২৯ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ৮:১৫
কামাল১৮ বলেছেন: মুসলমানরা ভুল পথে গেছে এই জন্য আল্লাহ ইইহুদিদের দিয়ে মুসলমানকে শিক্ষা দিচ্ছে এটা আল্লাহ কোন ধরনের সততা।এটা কু যুক্তি।