নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আল্লাহর নামে

ডাঃ আকন্দ

একজন চিকিৎসক ।

ডাঃ আকন্দ › বিস্তারিত পোস্টঃ

বিএনপি বনাম ছাত্র জনতা

১৪ ই জানুয়ারি, ২০২৫ ভোর ৫:৩০

স্বৈরাচার হাসিনা না পালালে , বর্তমানে বিএনপির প্রচুর নেতা জেলে যেতো , আর ক্ষমতায় যাওয়া, সেটা স্বপ্নে দেখাও সম্ভব ছিলো না । অপরদিকে ছাত্র জনতাসহ সবাই মিলে ছাত্রদের নেতৃত্বে আন্দোলন করে শেখ হাসিনাকে পালাতে বাধ্য করেছে । যে ছাত্র নেতাদের নেতৃত্বে এত বড়ো অসাধ্য সাধন হয়েছে , তারা আজ চরমভাবে অবহেলিত । এটা মোটেই কাম্য না।



বিএনপির এখন নির্বাচনের জন্য তর সইছে না । অথচ তাদের এখন জেলে থাকার কথা । আসলে বিএনপির কৃতজ্ঞতা বোধ নেই । বর্তমান সরকারের তিন বছর ক্ষমতায় থাকা উচিত , যাতে তারা দেশটাকে সঠিক রাস্তায় উঠিয়ে দিতে পারে । সেখানে দেড় বছর কোনো সময়ই না । বিএনপিকে বলবো আল্লাহর উপর ভরসা রাখুন এবং মানুষের মন জয় করুন এবং জোটের রাজনীতি করুন , ইনশাআল্লাহ সফল হবেন ।



ছাত্র সমন্বয়কদের বলবো , আপনাদের সামান্য ভুল হলে দেশে উগ্রবাদ বিদ্যুৎ বেগে বাড়তে থাকবে । ধর্মের দোহাই দিয়ে এরা সব মানুষের ব্রেন ওয়াশ করবে , ফলে পাকিস্তানের মতো একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত হবে । সন্ত্রাসবাদের চাইতে স্বৈরাচার শেখ হাসিনা ট্রিলিয়ন গুণ ভালো । কারণ প্রকৃত ইসলামের নেতৃবৃন্দ রাষ্ট্র এবং ধর্ম একত্র করেন নাই । হযরত আঃ কাদের জিলানী রঃ , খাজা মঈনুদ্দিন চিশতি রঃ , নিজামুদ্দিন আউলিয়া , মুজাদ্দিদে আলফে সানী রঃ , ইমাম গাজ্জালী , মাওলানা রুমি , হযরত শাহজালাল রঃ সহ কেউই রাষ্ট্র এবং ধর্ম একত্র করেন নাই ।



ইমাম গাজ্জালী রঃ বলেছেন - মানুষের হৃদয় নষ্ট হয়ে গেছে , এখন মানুষ হেদায়েত হবে না । একথা গাজ্জালী প্রায় ১০০০ বছর পূর্বে বলে গেছেন। আর এখন মানুষের মনে হিংসা বিদ্বেষ অশ্লীলতা স্থায়ীভাবে গেঁথে গেছে । তাই মানুষকে জোর জবরদস্তি করে ইসলাম পালন করানো হারাম, বরং আধ্যাত্মিক লোকের সংস্পর্শে থেকে হৃদয়কে পবিত্র করতে হবে , কিন্তু অশ্লীলতা কোনোভাবেই দূর করা সম্ভব না । এই অশ্লীলতা সহই মানুষকে সততা নীতি আদর্শ ও সৎকাজ করাতে হবে । তবেই মানুষ ইহকাল এবং পরকাল মুক্তি পাইতে পারে ।



প্রিয় সমন্বয়ক , আপনারা উগ্রবাদীদের সাথে রাজনীতি করবেন না । আর অন্যান্য সব রাজনৈতিক দলের সাথে ঝামেলা মিটিয়ে ফেলুন । সবথেকে ভালো হতো , যদি আপনারা বিএনপিতে যোগ দিতেন । যাই হউক আপনাদের নিরাপত্তা সবার আগে । এজন্যই রাজনৈতিক সমঝোতা করুন । আপনারা নতুন করে ভোটের অধিকার ফিরিয়ে এনেছেন । আওয়ামিলীগ বরাবর ভোটের অধিকার হরণ করে থাকে , তবুও তাদের রাজনীতির প্রয়োজন আছে । আর বিএনপি , ধৈর্য্য ধরে ভোটের ও জোটের রাজনীতি করুন । উগ্রবাদীদের এড়িয়ে চলুন , তা না হলে ধ্বংস হয়ে যাবেন । মহান আল্লাহ এদেশের ভালো করুন ।



( মোঃ জাহাঙ্গীর আলম আকন্দ ) ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই জানুয়ারি, ২০২৫ সকাল ৯:০২

সৈয়দ কুতুব বলেছেন: ছাত্র সমন্বয়ক রা কোন নতুন দিনের পাঞ্জেরী নয়। তাদের রাজনীতি পুরাতন রাজনৈতিক দল গুলোর মতোই।

২| ১৪ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১০:০১

রাজীব নুর বলেছেন: আপনার প্রথম লাইনটাই ভুল।
শেখ হাসিনা পালায় নাই। সেনাবাহিনী তাকে হেলিকাপ্টারে উঠিয়েছে।
আসলে ধার্মিকরা সহজ ও সুন্দর ভাবে চিন্তা ভাবনা করতে পারে না।

৩| ১৪ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ২:৪৫

রাসেল বলেছেন: আপনার সাথে অনেকাংশে সহমত পোষণ করি। রাজনৈতিক পর্যায়ের যে কাউকেই বিশ্বাস করা কঠিন হয়ে যাইতেছে। দেশে সততার বড়ই অভাব। অত্র ব্লগেও দালালদের দেখা যায়।

পৃথিবীতে প্রতিটা মানুষ নিজের সবচেয়ে সম্পর্কে বেশি জানে, অবাক করা বিষয় আমরা কেউ নিজেকে অপরাধী করতে পারছি না।

৪| ১৫ ই জানুয়ারি, ২০২৫ ভোর ৬:২৪

রিফাত হোসেন বলেছেন: সকালের নাস্তা শেষে নুর সাহেবের বক্তব্য এমন হতে পারে...
উনি নাস্তা খান নাই, উনাকে দেওয়া হয়েছে!!!

অন্ধ হতে পারেন, তাই বলে বিবেককে উপলব্ধি না করতে পারা দুঃখজনক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.