নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আল্লাহর নামে

ডাঃ আকন্দ

একজন চিকিৎসক ।

ডাঃ আকন্দ › বিস্তারিত পোস্টঃ

রোজা

১৭ ই মার্চ, ২০২৫ ভোর ৪:০৪

সর্বনিম্ন মানের রোজা হলো পানাহার ও স্ত্রী সহবাস থেকে বিরত থাকা । মধ্যম মানের রোজা হলো সকল পাপ থেকেও বিরত থাকা । আর উচ্চ স্তরের রোজা বর্তমানে সবার বুঝার উর্দ্ধে ।



হে মুসলিম বর্তমানে মানুষের হৃদয়ে পচন ধরেছে । মানুষ সর্বদা অশ্লীল ও অন্যায় চিন্তায় ডুবন্ত থাকে । সামান্য কমবেশি হতে পারে , কিন্তু সবাই সর্বদা অশ্লীল ও অন্যায় চিন্তায় ডুবন্ত । সেখানে মধ্যম মানের রোজা পালনও একেবারেই অসম্ভব । তাই মুসলমানদেরকে আমি বলবো সর্বনিম্ন মানের রোজা পালন করলেই আপনার রোজা আদায় হবে ইনশাআল্লাহ । তবে শর্ত হলো - কোনো সৃষ্টিকে মানসিক এবং শারিরীকভাবে কষ্ট দেওয়া যাবে না , অর্থাৎ সামান্য মানবাধিকারও লংঘন করা যাবে না । আরো বুঝিয়ে বলছি - হাত ও মুখের দ্বারা কাউকেই সামান্য কষ্ট দেওয়া যাবে না । তবেই আপনার রোজা আদায় হয়ে যাবে , নামাজ না পড়লেও । এখনতো আবার দলের শেষ নাই । হাদিস দেখায় নামাজ না পড়লে, পাপ থেকে বিরত না থাকলে কস্মিনকালেও রোজা হবে না ।



আমি বলবো তোমার সময় জ্ঞান নাই। আর হাদিস , আরে বোকা হাদিসের অর্থ বুঝতে হলে হক সুফিদের সোহবত লাগে । এখনতো হক সুফিদের কেউই প্রকাশ্যে নাই । তাহলে হাদিস কোরান বুঝাও তোমার পক্ষে সম্ভব না । হে আলেম নামধারী তোমরা মানুষকে ইসলাম থেকে দূরে সরাচ্ছ । ইসলামের মৌলিক মানবাধিকার শিক্ষা ইউরোপের কিছু দেশে চর্চা হয় । সেখান থেকে ইসলাম শিখে আসো কোরান হাদিসের ফিল্টার দিয়ে , তাহলেই সত্য সুফি দেখতে পাবে এবং তার সোহবত গ্রহণ করে প্রকৃত ইসলাম বুঝতে পারবে ইনশাআল্লাহ । ইউরোপের কিছু দেশে সততা নীতি আদর্শ বিবেক মানবাধিকার শতভাগ চর্চিত হয় । সেখানে যাও এবং গবেষণা করো , অতঃপর মুসলমানদের মাঝে প্রয়োগ করো , তবে শর্ত হলো হক সুফির সোহবত লাগবে , তবেই আশা করা যায় ইসলাম তার হারানো গৌরব ফিরে পাবে ইনশাআল্লাহ ।



এখনতো প্রায় সবখানেই নারী পুরুষ একসাথে কাজ করে , বিশেষ করে অমুসলিম দেশে , সেখানে চোখের এবং হৃদয়ের রোজা অসম্ভব । তাহলে কি তারা রোজা ছেড়ে দিবে , কখনোই না , বরং ওই চিন্তার সাথেই রোজা করবে এবং মানবাধিকার মেনে চলবে , তাহলেই সে পূর্ণ রোজার সওয়াব পাবে ইনশাআল্লাহ । আর এটাই বর্তমানের ইসলাম । যারা ইসলামে কঠোরতা আনবে , তারা নিজেরা খোদা সাজবে ( নাউজুবিল্লাহ ) এবং সাধারণ মানুষকে মুশরিক বানাবে , সাথে নিজেরাও মুশরিক হয়ে চিরজাহান্নামি হবে । রাসুল সাঃ ইসলামকে সহজভাবে উপস্থাপন করতে বলেছেন , আর তোমরা ইসলামকে ভয়ের ধর্ম প্রচার করছো । ইসলাম শান্তির ধর্ম হিসেবে পরিচিতি পাবে ইনশাআল্লাহ এবং সম্ভবত খুব শীঘ্রই ।



( মোঃ জাহাঙ্গীর আলম আকন্দ ) ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.