![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বর্তমানে বাংলাদেশের সকল মানুষের দায়িত্ব হলো - বিএনপির পাশে দাঁড়ানো । বিশেষ করে এনসিপির । বিএনপি যদিও দলীয়ভাবে গনতন্ত্র চর্চা করে না , তদুপরিও মৌলবাদীদের একমাত্র বিকল্প হলো , বিএনপি । এই একবিংশ শতাব্দীতে মৌলবাদ কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না । তাই সবার কর্তব্য হলো বিএনপির পাশে দাঁড়ানো , যদিও বিএনপির অনেক দোষ আছে ।
তবে বিএনপিরও অনেক কিছু দায়িত্ব আছে , যেমন - প্রথমেই অনেক আলেম ওলামা দিয়ে এটা প্রচার করা যে , মৌলবাদীদের বিরুদ্ধে বিএনপিকে পছন্দ করা । দ্বিতীয়ত দলীয়ভাবে মৌলিক ধর্ম চর্চা করা ( তবে রাষ্ট্রীয়ভাবে ধর্মকে প্রতিষ্ঠা করা যাবে না ) , তা না হলে বিএনপি দ্রুত ধ্বংসের দিকে ধাবিত হবে । জিয়াউর রহমান বেঁচে থাকলে বর্তমান প্রেক্ষাপটে তিনি এটাই করতেন । তৃতীয়ত - প্রতিটি ক্ষেত্রে জনগণের নিকট পূর্ণ জবাবদিহি করা। যাতে বিন্দুমাত্র দুর্নীতি অবশিষ্ট না থাকে । চতুর্থত - পাঁচ বছর পরপর সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করা । তবেই বাংলাদেশ দ্রুত উন্নত দেশে পরিণত হবে ইনশাআল্লাহ এবং যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারবে ইনশাআল্লাহ ।
বর্তমান বিশ্বে ইউরোপই হবে বিশ্বনিয়ন্ত্রণের প্রধান চাবিকাঠি । এজন্য ইউরোপকে সাবধানে পা ফেলতে হবে । বিশেষ করে গাজা তথা পুরো ফিলিস্তিনকে ধ্বংস করার পায়তারা করছে ইসরায়েল । আর ফিলিস্তিন ধ্বংসে ইসরায়েলের চাইতে বেশি অপরাধী যুক্তরাষ্ট্র । ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সর্বোচ্চ ঔদ্ধত্য ও অহংকার প্রকাশ করে ফিলিস্তিন জাতি ধ্বংসের পাশবিক খেলায় মেতেছে । সম্ভবত খুব শীঘ্রই ইসরায়েল ও যুক্তরাষ্ট্র পতনের স্বাদ গ্রহণ করবে । কারণ এরা উভয়ে সর্বোচ্চ ঔদ্ধত্য ও অহংকারী । আর মহান আল্লাহ ঔদ্ধত্য অহংকারীকে মোটেই পছন্দ করেন না ।
ইউরোপ ইসরায়েলের অস্ত্রকে পছন্দ করে , কিন্তু ইরানের অস্ত্রকে সহ্যই করতে পারে না। এটা চরম দ্বিচারিতা । ইউরোপকে নিজস্ব সত্তা হিসেবে পরিচিতি পেতে হবে এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে এড়িয়ে চলতে হবে । কারণ এরা ঔদ্ধত্য ও অহংকারী । বরং চীন এবং রাশিয়া অহংকার কম করে । অহংকারীর পতন অবশ্যম্ভাবী , অতএব ইউরোপ যদি অহংকারীর সাথে বন্ধুত্ব করে তবে তারাও ধ্বংস হবে । কিছু আগে অথবা কিছু পরে । তাছাড়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে চাইলে চীনের সাথে বন্ধুত্ব পরিমাণ পরিবেশে আলোচনা চালিয়ে যেতে হবে , কারণ ইউক্রেন যুদ্ধের চাবিকাঠি এখন চীনের হাতে ।
( মোঃ জাহাঙ্গীর আলম আকন্দ ) ।
©somewhere in net ltd.